নিজেদের মাঠেও হার এড়াতে পারল না লিওনেল মেসির ইন্টার মায়ামি। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে ৩-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ভ্যানকুভার এফসি এগিয়ে থাকে ৫-১ ব্যবধানে।

বৃহস্পতিবার চেইস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সেমির ফিরতি পর্ব। প্রথম লেগে কানাডায় ২-০ গোলে জিতে বেশ এগিয়ে ছিল ভ্যানকুভার। তাই ফাইনালে যেতে হলে অন্তত তিন গোলের ব্যবধানে জিততে হতো ইন্টার মায়ামিকে। কিন্তু প্রত্যাশার বদলে ঘরের মাঠেই তাদের জালে বল ঢোকে তিনবার।

তবে শুরুটা ছিল স্বাগতিকদের পক্ষে। ম্যাচের ৯ মিনিটেই মেসি ও সুয়ারেজের দারুণ বোঝাপড়ার পর দুর্দান্ত ফিনিশে গোল করেন জর্ডি আলবা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইন্টার মায়ামি। কিন্তু দ্বিতীয়ার্ধে দৃশ্যপট বদলে দেয় ভ্যানকুভার। ৫১ মিনিটে ব্রেইন হোয়াইট গোল করে ম্যাচে সমতা ফেরান। মাত্র দুই মিনিট পর আবারও মায়ামির রক্ষণভাগের ভুলে গোল করে দলকে এগিয়ে দেন পেদ্রো ভিতে। ৭১ মিনিটে সেবাস্তিয়ান বারহেল্টারের গোল ভ্যানকুভারকে দেয় আরও এক ধাপ এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস। বাকি সময়ে একাধিক আক্রমণ করলেও গোলরক্ষক ও প্রতিপক্ষের রক্ষণভাগে আটকে যায় মেসির দল।

ম্যাচে দুদলই সমান ১৬টি করে ফাউল করে, মোট ফাউল দাঁড়ায় ৩২টি। ইন্টার মায়ামি ১৭টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখলেও গোল পায় মাত্র একটি। অন্যদিকে ভ্যানকুভার ১০টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রেখে তিনটিই জালে পাঠাতে সক্ষম হয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইন ট র ম য ম ইন ট র ম য় ম

এছাড়াও পড়ুন:

নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া জেনারেটর উদ্ধার, যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার থেকে চুরি হওয়া একটি জেনারেটর উদ্ধার করেছে পুলিশ। এ সময় মো. মিজানুর রহমান (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ও গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ। মিজানুরের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল সোনাকান্দর গ্রামে।

আরও পড়ুননিহতের বাবার মামলায় গ্রেপ্তার আরও ২, দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি১০ সেপ্টেম্বর ২০২৫

এ নিয়ে দুই মামলায় মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ৫ সেপ্টেম্বর গোয়ালন্দের নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় মিজানুর রহমান জেনারেটর চুরি করে নিয়ে যাচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিজানুরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। মিজানুরকে দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো ও হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

আরও পড়ুননুরাল পাগলার দরবারে হামলায় হত্যা মামলা, মসজিদের ইমামসহ চারজন গ্রেপ্তার০৯ সেপ্টেম্বর ২০২৫

ওই দিন পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে ৬ সেপ্টেম্বর মামলা করেন। এই মামলায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে দরবারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা ও কবর থেকে লাশ তুলে মহাসড়কে পুড়িয়ে ফেলার ঘটনায় নিহত ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে ৮ সেপ্টেম্বর মামলা করেন। ওই মামলায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত মিজানুরসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ