নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ পড়ে ছিল ধানখেতে
Published: 13th, March 2025 GMT
ময়মনসিংহ নগরে চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নগরের ৩০ নম্বর ওয়ার্ডের উত্তর দাপুনিয়া এলাকায় সড়কের পাশের একটি ধানখেত থেকে ওই চালকের পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির নাম টুটুল আহমেদ (২৫)। তিনি ভাটিদাপুনিয়া গ্রামের মৃত আইউন আলীর ছেলে। টুটুল ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন, যা স্থানীয়ভাবে মিশুক নামে পরিচিত।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আজ সকালে ঘটনাস্থলের ধানখেতে একটি মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সেখানে উপুড় করে শোয়ানো ছিল মরদেহটি। আর পরনের লুঙ্গি দিয়ে দুই পা ও একটি চাদরে মুখ বাঁধা ছিল। তাঁরা পরে পুলিশকে খবর পাঠান। এর মধ্যে ঘটনাস্থলে আসেন টুটুলের স্বজনেরা। তাঁরা মরদেহটি শনাক্ত করেন।
টুটুলের শ্বশুর ইব্রাহিম মিয়া জানান, গতকাল বুধবার পরিবারের সঙ্গে ইফতার শেষে অটোরিকশা নিয়ে বের হন টুটুল। রাত ১০টা বেজে গেলেও বাড়িতে না ফেরায় তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। সারা রাত বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকাল ৯টার দিকে উত্তর দাপুনিয়া এলাকায় লাশ পাওয়ার খবরে গিয়ে দেখেন তাঁর জামাতার মরদেহ পড়ে আছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মরদ হ
এছাড়াও পড়ুন:
আর্জেন্টিনার পর ব্রাজিলও জিতল ২–০ গোলে
ব্রাজিল ২–০ সেনেগাল
প্রতিশোধ নিল ব্রাজিল!
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রতিশোধ নিল সেনেগালের ওপর। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে আজ তেরাঙ্গার সিংহদের ২-০ গোলে হারিয়েই শোধ নিয়েছে দুই বছর আগের হারের। কার্লো আনচেলত্তির দলের হয়ে প্রথমার্ধে দুটি গোল করেছেন এস্তেভাও ও কাসেমিরো। গতকাল আরেক প্রীতি ম্যাচে ব্রাজিলের প্রতিবেশী আর্জেন্টিনা ২-০ গোলে হারায় আফ্রিকার আরেকটি দল অ্যাঙ্গোলাকে।
দুই বছর আগে লিসবনে সর্বশেষ দেখায় সেনেগালের কাছে ৪-২ গোলে হেরে গিয়েছিল ব্রাজিল। আফ্রিকান দলের বিপক্ষে চার ম্যাচের মধ্যে সেটি ছিল ব্রাজিলের তৃতীয় হার। সেনেগালের আগে মরক্কো ও ক্যামেরুনের কাছেও হেরেছিল দলটি। আপাতত আফ্রিকা-জুজু দূর হলো ব্রাজিলের।
বিস্তারিত আসছে…