ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এবং প্রাণ-আরএফএল গ্রুপ ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট আরও সহজ, স্বচ্ছ ও শক্তিশালী করতে চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির মাধ্যমে ভোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য ডিজিটাল লেনদেনের সুযোগ বাড়বে। গতকাল ইউসিবির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ইউসিবির চেয়ারম্যান শরীফ জহিরের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ এবং প্রাণ-আরএফএলের গ্রুপ চেয়ারম্যান আহসান খান চৌধুরী। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘এই চুক্তির মাধ্যমে আমরা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ডিজিটাল লেনদেনের সুযোগ সম্প্রসারণ করতে পারব, যা তাদের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করবে। ইউসিবির মতো আস্থাভাজন প্রতিষ্ঠানের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের ডিজিটাল রূপান্তরের লক্ষ্য আরও এগিয়ে নেবে।’ ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ইউসিবি পরিপূর্ণ আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে লাখো মানুষের আস্থা অর্জন করেছে। দুটি বৃহৎ প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ ভবিষ্যৎ ডিজিটাল অর্থনৈতিক সেবা প্রদানের ক্ষেত্রে নিঃসন্দেহে এক মাইলফলক।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইউস ব র

এছাড়াও পড়ুন:

এদের কোনো দিন শিক্ষা হবে না

আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ