‘সেদিন আমি ওর লাশ কাঁধে নিয়ে শ্মশানে যাই’
Published: 16th, March 2025 GMT
শাহরুখ খান, সালমান খানের মতো তারকাখ্যাতি নেই, কিন্তু কমেডি থেকে শুরু করে নানা বৈচিত্র্যময় চরিত্রে রাজপাল যাদবের যা অভিনয়, তাতে তাঁকে সমীহ না করে উপায় কী! আজ ১৬ মার্চ এই অভিনেতার জন্মদিন। এ উপলক্ষে ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস অবলম্বে জেনে নেওয়া যাক রাজপাল যাদব সম্পর্কে কিছু জানা-অজানা তথ্য।
১৯৭১ সালের ১৬ মার্চ ভারতের উত্তর প্রদেশের কুন্দ্রায় জন্ম রাজপাল যাদবের। ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে অভিনয়ের পাঠ নিয়ে রাজপাল টিভি সিরিয়াল দিয়ে অভিনয় শুরু করেন। ২০০০ সালে রামগোপাল ভার্মার ‘জংলি’ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান।
পরে কৌতুক অভিনেতা হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা পান। গত দুই যুগে তাঁকে দেখা গেছে ‘মুঝছে শাদি করোগি’, ‘ফির হেরা ফিরি’, ‘পার্টনার’, ‘কৃশ ৩’, ‘ভুলভুলাইয়া ২’, ‘মালামাল উইকলি’ ইত্যাদি সিনেমা দিয়ে পরিচিতি পান। তবে অভিনয়ের দীর্ঘ পথ পাড়ি দিতে নানা সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। ব্যক্তিগত জীবনেও পড়েছেন নানা সংকটের মধ্যে।
রাজপাল যাদব। ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের
লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ
জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!
রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।
ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!
২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।
এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।
এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।