মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার দেশটির সামরিক জান্তা এ তথ্য জানিয়েছে।

এদিকে, প্রচণ্ড তাপ এবং ভারী বৃষ্টিপাতের ফলে খোলা আকাশের নিচে ক্যাম্পিং করা ভূমিকম্প থেকে বেঁচে যাওয়াদের মধ্যে রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে বলে ত্রাণ সংস্থাগুলো সতর্ক করেছে। 

গত শুক্রবার মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এটি এক শতাব্দির মধ্যে মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে একটি ছিল। ভূমিকম্পের কারণে ২ কোটি ৮০ লাখ মানুষের বসবাসের এই অঞ্চলে ব্যাপক প্রভাব পড়েছে। হাসপাতালগুলোর মতো ভবন ভেঙে পড়েছে, বাড়িঘর ভেঙে গেছে। এর ফলে বাস্তুচ্যুত হয়েছে বিপুল সংখ্যক মানুষ।

ক্ষমতাসীন জান্তা জানিয়েছে, বৃহস্পতিবার মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৮৫ জনে দাঁড়িয়েছে,  চার হাজার ৭১৫ জন আহত এবং ৩৪১ জন নিখোঁজ রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মান্দালয়, সাগাইং এবং রাজধানী নেপিদোর মতো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় কলেরা ও অন্যান্য রোগ বাড়ার ঝুঁকি রয়েছে।

মান্দালয়ে গত বছর একটি প্রাদুর্ভাবের দিকে ইঙ্গিত করে সংস্থার মিয়ানমার অফিসের উপ-প্রধান এলেনা ভুওলো বলেন, “কলেরা আমাদের সকলের জন্য একটি বিশেষ উদ্বেগের বিষয়।”

তিনি জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার প্রায় অর্ধেক স্বাস্থ্যসেবা কেন্দ্রের ক্ষতি হওয়ার ফলে ঝুঁকি আরো বাড়ছে, যার মধ্যে মান্দালয় এবং নেপিদোতে ভূমিকম্পে ধ্বংস হওয়া হাসপাতালও অন্তর্ভুক্ত।
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ভ ম কম প

এছাড়াও পড়ুন:

ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।

বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।

বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ