ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের একাধিক স্থানে যানবাহন বিকল এবং সড়ক দুর্ঘটনার কারণে কুমিল্লাগামী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে দীর্ঘ সময় আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছেন যানবাহন চালক ও যাত্রীরা।

সোমবার (২১ এপ্রিল) ভোরে গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় পিকআপ ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পাশাপাশি বাউশিয়া এবং বালুয়াকান্দি এলাকায় দুটি মালবাহী ট্রাক বিকল হওয়ায় কুমিল্লাগামী লেনে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে গাড়ির জট বাড়তে থাকে। সকাল ৯টার মধ্যে যা মহাসড়কের প্রায় ৯ কিলোমিটার অংশে ছড়িয়ে পড়ে।

কুমিল্লাগামী প্রাইভেটকার চালক উজ্জ্বল হোসেন বলেন, ‘‘ভাটেরচর ব্রিজ পার হওয়ার পর থেকে যানজট পেয়েছি। গোমতী ব্রিজ পর্যন্ত যানজট রয়েছে। এই ৯ কিলোমিটার পথ আসতে আমার দেড় ঘণ্টার মত সময় লাগল।’’

আরো পড়ুন:

রাতে থেমে থেমে যানজট, সকালে স্বস্তি মহাসড়কে 

চন্দ্রায় ১০ কিলোমিটার জুড়ে থেমে থেমে যানজট

ট্রাক চালক কুরবান আলী বলেন, ‘‘কী কারণে যানজট তা বলতে পারছি না। দীর্ঘ সময় ধরে যানজটে আটকে আছি, জানি না কখন গন্তব্যে পৌঁছাতে পারব।’’

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.

শওকত হোসেন বলেন, ‘‘বিকল হাওয়া গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।’’

ঢাকা/রতন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য নজট য নজট

এছাড়াও পড়ুন:

জেলায় জেলায় নিরাপদ সড়ক দিবস পালিত

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ ২২ অক্টোবর। প্রতি বছরের মতো এবারো নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের প্রতিটি জেলায় দিবসটি পালিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’।

গাজীপুর: বুধবার (২২ অক্টোবর) সকালে গাজীপুর জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে র‌্যালি রের হয়। এটি রাজবাড়ী সড়ক প্রশিক্ষণ করে। পরে সড়ক দিয়ে চলাচলরত মোটরসাইকেল চালকদের মাঝে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।

আরো পড়ুন:

নিরাপদ সড়ক দিবসে টাঙ্গাইলে হেলমেট বিতরণ  

জুলাই যোদ্ধাদের লাঠিচার্জের প্রতিবাদে ফেনীতে সড়ক অবরোধ

গাজীপুর বিআরটিএ সহকারী পরিচালক মাহফুজুর রহমান বলেন, “যারা সড়কে চলাচল করেন তাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। সড়কের যে আইনগুলো রয়েছে সেগুলো মেনে চললে দুর্ঘটনা কমে যাবে। মোটরসাইকেল দুর্ঘটনা বেশি হয়। মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারের অনুরোধ করছি৷ তাদের সচেতন করতে আমরা আজ চালকদের ৩০টি হেলমেট দিয়েছি। পর্যায়ক্রমে শতাধিক হেলমেট চালকদের মধ্যে বিতরণ করা হবে। 

গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, “আমাদের দেশের জনসংখ্যা বেশি, এজন্য চালকদের অধিক সচেতন হতে হবে। চালকদের কাছে অনুরোধ, আপনাদের গাড়ি চালানোর আগে পর্যাপ্ত বিশ্রাম  নিতে হবে, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। যারা মোটরসাইকেল চালান, তাদের অবশ্যই হেলমেট বাধ্যতামূলক করতে হবে।” 

গোপালগঞ্জ: সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। সেটি গোপালগঞ্জ  শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। ঢাকা-খুলনা মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা বেড়েই চলছে। তাই সড়ক পরিবহন আইন, ২০১৮ মেনে সড়কে চলাচল করতে হবে। আইনের যথাযথ প্রতিপালনে সরকার যানবাহন চালকদের জন্যে নিয়মিত প্রশিক্ষণ, ফিটনেস সার্টিফিকেট এবং লাইসেন্স প্রদান করছে।

সভায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারিহা তানজিন, পুলিশ সুপার মিজানুর রহমান বক্তব্য রাখেন। এসময় সরকারি
কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের যানবাহনের চালকরা উপস্থিত ছিলেন।

সাভার: ঢাকার ধামরাই উপজেলায় সকাল ১১টার দিকে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম, সাভার হাইওয়ে থানার ওসি ছালেহ আহমেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা কমিটির সভাপতি নাহিদ মিয়া বলেন, ‍“নিরাপদ সড়কের দাবিতে দীর্ঘ ২৪ বছর আন্দোলনের পর ২০১৭ সাল থেকে সরকারিভাবে দিবসটি পালন শুরু হয়। এ বছর নবমবারের মতো তা উদযাপিত হচ্ছে। আমরা র‍্যালি ও আলোচনা সভার পাশাপাশি গণপরিবহন, চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছি।’

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামনুন আহমেদ অনীক বলেন, “নিরাপদ সড়ক প্রতিটি মানুষের মৌলিক অধিকার। এটি বাস্তবায়নে প্রশাসন, পরিবহনকর্মী ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।”

মুন্সীগঞ্জ: জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেলার টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে, টঙ্গীবাড়ী থানার প্রধান ফটক থেকে র‍্যালি বের হয়। সেটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেটে গিয়ে শেষ হয়।

টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নিরাপদ সড়ক চাই টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ বেপারী, টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো.সাইফুল আলম, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম অপু, টঙ্গীবাড়ী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি টিটু চৌধুরী।

রাঙামাটি:  বিআরটিএ রাঙামাটি সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিআরটিএ’র মোটরযান পরিদর্শক কে. মো. সালাহউদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ। 

সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে হলে ট্রাফিক আইন মেনে সড়কে চলাচল করতে হবে। দেশে বেশিরভাগ দুর্ঘটনা রাতে ঘটছে, এর কারণ- রাতে ট্রাফিক নিয়মের পরোয়া না করে গাড়ি চালানো। রাঙামাটিতে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বেপোরোয়া গতি দিন দিন দুর্ঘটনার প্রবণতা বাড়িয়ে তুলছে বলে জানান বক্তারা। 

সভা শেষে বিআরটিএ ও সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনার ক্ষতি কমাতে মোটরসাইকেল চালকদের বিনামূল্যে হেলমেট দেওয়া হয়।

খাগড়াছিড়ি: ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যে বিআরটিএ খাগড়াছড়ি সার্কেল জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করেছে।

এ উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান, বিআরটি-এর উপ- পরিচালক মোহাম্মদ মুসাসহ সংশ্লিষ্টরা।

বক্তারা দুর্ঘটনা এড়াতে সবাইকে সড়কে নিরাপদে যাতায়াত করতে আহ্বান জানান। 

এর আগে, আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। সেটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

ঢাকা/রেজাউল, বাদল, সাব্বির, রতন, শংকর, রূপায়ন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ