বন্দরে কারানির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সংবর্ধনা সামাবেশ অনুষ্ঠিত
Published: 28th, November 2025 GMT
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বন্দর থানা ও বন্দর উপজেলার কারানির্যাতিত সাহসী নেতাকর্মীদের সংবর্ধনা উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের অপরাধে অন্যায়ভাবে কারাভোগ করা এসব নেতাকর্মীদের সম্মাননা দিতে শুক্রবার (২৮ নভেম্বর) স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, গণমানুষের প্রতিনিধি এবং তৃণমূল কর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও যুগ্ম আহ্বায়ক এবং বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো.
অনুষ্ঠানে মাসুদুজ্জামান তাঁর বক্তব্যে বলেন. বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই দলের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং আমাদের অভিভাবক তারেক রহমানের প্রতি।
আমি বিশেষভাবে অনুরোধ করছি - গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়, তাই আপনারা সবাই তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।
বন্দর ও নগর একই মায়ের দুই সন্তান। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে নারায়ণগঞ্জ-৫ আসনকে একটি আধুনিক ও স্বপ্নের নারায়ণগঞ্জে রূপান্তরিত করা সম্ভব। আমি জানি আপনাদের গ্যাস সমস্যা, সুপেয় পানি, সেতু এবং পরিকল্পিত নগরীর প্রয়োজন রয়েছে।
সমস্যা আছে, কিন্তু সমাধানের পথও আছে। আপনারা যদি বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করেন, তবে আপনাদের সমস্যাগুলো সমাধানে আমরা সর্বোচ্চ চেষ্টা করব জাতীয় সংসদে।
আমি গতানুগতিক নয়, পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করি। বন্দরে এখনো একটি পরিকল্পিত নগরী গড়ার সুযোগ আছে, এবং আমরা সেটি বাস্তবায়ন করতে চাই।
আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না এবং করবোও না, তবে প্রিয় বন্দরবাসী, নগরবাসী - আপনারা সচেতন থাকবেন যাতে কেউ ধর্মকে বিভ্রান্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনমানুষের দল - আমরা মানুষের অন্তরে আছি। ইন শা আল্লাহ, আগামী নির্বাচনে বিজয়ের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারব যে জনগণ বিএনপিকেই তাদের প্রত্যাশার জায়গা হিসেবে বেছে নিয়েছে।
উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক; আব্দুস সবুর খান সেন্টু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য; হাজী ফারুক হোসেন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন শোখন, মো: আলমগীর হোসেন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু।
প্রবীণ বিএনপি নেতা, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন, বন্দর থানা বিএনপির; সভাপতি শাহেন শাহ্, মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াতুল ইসলাম রানা, মাকসুদুল আলম খন্দকার খোরশেদ- সাবেক কাউন্সিলর, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মুরাদ, কৃষকদলের সভাপতি এনামুল খন্দকার স্বপন। ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজীব।
এছাড়াও নারায়ণগঞ্জের বিএনপির মহানগর, থানা, ওয়ার্ডসহ কৃষকদল, যুবদল, মহিলাদল এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত কারাভোগ করা নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাদের মধ্যে অনেকে নিজেদের অভিজ্ঞতা ও আন্দোলনের প্রেরণা তুলে ধরেন। উপস্থিত জনতারা বলেন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের সংগ্রাম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ন ত কর ম দ র ন র য়ণগঞ জ উপস থ ত র ব এনপ ব এনপ র দল র স অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র মাসিক সভা অনুষ্ঠিত
সাংবাদিক সমাজ ঐক্যে ও কল্যাণে কাজ করার প্রত্যাশা নিয়ে গড়ে উঠা নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র মাসিক মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সন্ধ্যা ৬ ঘটিকায় নারায়ণগঞ্জ শহরের নবাব সলমুল্লাহ রোড আবেদীন ভীলা'র ২য় তলায় সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র সদস্য সচিব দৈনিক ভোরের সময় জেলা প্রতিনিধি এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ এর সভাপতিত্বে মাসিক সভায় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক দৈনিক আমার সময় এর স্টাফ রিপোর্টার মোঃ শফিকুল ইসলাম আরজু, যুগ্ম আহ্বায়ক দৈনিক ডেসটিনি'র নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি হারুন অর রশিদ সাগর। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এন,এ,এন টিভি'র পোগ্রাম ডিরেক্টর ও উপস্থাপক মোঃ শাহ্ আলম, দৈনিক আজকের নীরবাংলা'র প্রধান বার্তা সম্পাদক এস,এম,হায়দার রানা, দৈনিক আজকের নীরবাংলা'র বার্তা সম্পাদক কাজী আনিসুল হক হীরা, দৈনিক ঢাকা প্রতিদিন -এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আসলাম মিয়া, দৈনিক অন্য কন্ঠ'র স্টাফ রিপোর্টার সাজ্জাদ আহমেদ খোকন, দৈনিক রুদ্র বার্তা'র স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ, দৈনিক আমার সংবাদ এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি জুবেল হাসান রানেল, এন,এ,এন টিভিব'র ক্যামেরা পার্সন মোঃ হোসেন সুজ,দৈনিক খবর প্রতিদিন এর ক্যামেরা পার্সন ওয়ার্দে রহমানসহ প্রমূখ।