বরিশালে পুলিশের হাতে কামড় দিয়ে পালানো ছাত্রদল নেতা বহিষ্কার
Published: 28th, November 2025 GMT
গ্রেপ্তার এড়াতে পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালানোর ঘটনায় বরিশাল মহানগর ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। আজ শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের পক্ষে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বরিশাল মহানগর ছাত্রদলের ১০ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদারকে ছাত্রদলের সব পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে ১৫ নভেম্বর রাত আড়াইটার দিকে বরিশাল কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ নগরের ভাটারখাল এলাকায় মাসুম হাওলাদারকে গ্রেপ্তারের জন্য অভিযানে যায়। এ সময় মাসুমের পরিবার ও আশপাশের লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তাঁরা লাঠি ও ইট ছুড়লে পুলিশের উপপরিদর্শক (এসআই) নাসিম হোসেনসহ তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে মাসুম এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে তাঁর স্ত্রী রিমি বেগম, ভাই সোহেল হাওলাদার, বোন শিল্পী আক্তার ও বন্ধু রিফাতকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, পালিয়ে যাওয়ার তিন দিন পর আবার অভিযান চালিয়ে মাসুম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে মাসুম ছাত্রদলের নাম ব্যবহার করে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এলাকায় সন্ত্রাসী তৎপরতা, মাদক বিক্রি ও ছিনতাইয়ের সঙ্গেও তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মাসুম বর্তমানে মাদকসহ তিনটি মামলায় কারাগারে রয়েছেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ছ ত রদল র বর শ ল সদস য
এছাড়াও পড়ুন:
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২৮ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তিনি দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চান।
আরো পড়ুন:
‘বিএনপি ক্ষমতায় গেলে বেকার যুবকদের ভাতা দেওয়া হবে’
একাধিক মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত: ফারুক
প্রধান উপদেষ্টা জানান, তিনি নিয়মিতভাবে খালেদা জিয়ার শারীরিক অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর রাখছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, সে বিষয়ে সরকার সম্পূর্ণ প্রস্তুত।”
তিনি আরো বলেন, “গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে খালেদা জিয়া জাতির জন্য এক বড় অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের সার্বক্ষণিক প্রস্তুত থেকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয় নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন।”
এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া হাসপাতালে ভর্তি উল্লেখ করে তিনি বলেন, “গতকাল রাতে ডাক্তাররা বলেছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।”
শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে দোয়ার আয়োজনে মির্জা ফখরুল এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আজ সারা দেশের মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করে বিএনপি।
ঢাকা/এসবি