অনশনে থাকা শিক্ষার্থীদের ফোন শিক্ষা উপদেষ্টার, ভাঙা হলো ছাত্রী হলের তালা
Published: 22nd, April 2025 GMT
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশনের মধ্যে এবার ছাত্রীদের একমাত্র আবাসিক হল রোকেয়া হলের তালা ভাঙা হয়েছে।
এদিকে বিকেলে ফোন করে আন্দোলনকারী শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সি আর আবরার। এ সময় তিনি ঘটনা তদন্তে কাল বুধবার কুয়েটে একটি প্রতিনিধিদল পাঠানোর কথা জানান।
আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ গিয়ে হলের প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা করেন। তালা ভাঙার পর উল্লাসধ্বনি করেন শিক্ষার্থীরা। নারী শিক্ষার্থীরা হলের চত্বরে ঢোকার পর পুরুষ শিক্ষার্থীরা আবার স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ফিরে আসেন। এরপর নারী শিক্ষার্থীরা হল ভবনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
এর আগে ১৫ এপ্রিল ছেলেদের ছয়টি হলের তালা ভাঙেন আন্দোলনকারীরা। তাঁরা উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে গতকাল সোমবার বেলা সাড়ে তিনটায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে আমরণ অনশন শুরু করেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক হারুনার রশীদ, ছাত্রকল্যাণ পরিচালক মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিনষ্ট করা বাবুই পাখির বাসা প্রতিস্থাপন
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিনষ্ট করা ৩০টি বাবুই পাখির বাসা এবং ২০টি বাবুই পাখির ডিম প্রতিস্থাপন করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে উপজেলার উত্তর আমখোলা গ্রামের তাল গাছে এ সব বাসা প্রতিস্থাপন করা হয়।
বুধবার (৩০ জুলাই) ওই গ্রামের কৃষক সিদ্দিক মোল্লা এ সব বাসা বিনষ্ট করেন। বাসা প্রতিস্থাপনের সময় গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের উপ বন সংরক্ষক সফিকুল ইসলাম ও এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সাপ ও বন্যপ্রাণী উদ্ধার কর্মী আসাদুল্লাহ হাসান মুসা উপস্থিত ছিলেন।
আসাদুল্লাহ হাসান মুসা বলেন, ‘‘কৃষক সিদ্দিক মোল্লার ধানক্ষেতের পাশের তালগাছে বাবুই পাখি এসব বাসা বুনন করেছিল। কৃষক সিদ্দিক মোল্লা এ সব বাসা বিনষ্ট করেন। আমরা খবর শোনামাত্র বিষয়টি বন বিভাগকে অবহিত করি। পরে আজ বাসাগুলো প্রতিস্থাপন করা হয়েছে।’’
আরো পড়ুন:
প্রকৃতির প্রতি ভালোবাসা
তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যায় ২ মামলা
পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের উপ বন সংরক্ষক সফিকুল ইসলাম বলেন, ‘‘বাসাগুলো ওই কৃষকের ধানক্ষেত সংলগ্ন তালগাছে বুননের কারণে তিনি বিনষ্ট করেছেন। তার পরিবার হতদরিদ্র। তিনি আর বাবুই পাখির বাসা বিনষ্ট করবেন না মর্মে মুচলেখা দিলে তাকে ছেড়ে দেয়া হয় এবং বাসাগুলো প্রতিস্থাপন করা হয়।’’
গত মাসে ঝালকাঠিতে তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির বাসা ধ্বংস ও ছানা হত্যার ঘটনা নিয়ে সমলোচনা হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।
ঢাকা/ইমরান/বকুল