সোনারগাঁওয়ে অস্ত্র ও গুলিসহ আলী আকবর খান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার খানের ছেলে । 

সে একজন মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল ছিলো এবং প্রায় সময় মাদকের টাকার জন্য তার বাবার ওপর নির্যাতন করতো বলে জানায় তার পরিবার।

শুক্রবার (৯ মে) দিবাগত রাত পৌঁনে তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশের মেঘনা টোল প্লাজা এলাকায় ঢাকাগামী লেনে গাড়ি তল্লাশিকালে একটি মোটরসাইকেলসহ পুলিশ তাকে আটক করে।

এ সময় তার দেহ তল্লাশি করে ৮ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী রিভলবার উদ্ধার করে পুলিশ।  সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান বলেন"মহাসড়কে চেকপোস্ট করার সময় একটি মোটরসাইকেল আরোহী যুবককে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে ৮ রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করে পুলিশ।

তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে শনিবার বিকেলে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও য বক ন র য়ণগঞ জ স ন রগ

এছাড়াও পড়ুন:

যশোরে মধ্যরাতে যুবককে হত্যা

যশোরে তানভীর (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার (৬ ডিসেম্বর) রাত ১২টা ৫৫ মিনিটের দিকে শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছন থেকে তার মরদেহ উদ্ধার হয়। তানভীর শংকরপুর হাজারিগেট এলাকার মিন্টুর ছেলে।

আরো পড়ুন:

কালীগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

‘আমরা দেশে গুম ও মিথ্যা মামলার সংস্কৃতি বন্ধ করেছি’

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ১২টা ৫৫ মিনিটের দিকে আনছার ক্যাম্পের পেছনে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তানভীর। স্থানীয়রা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি ছুরি উদ্ধার করেছে। 

থানা সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শংকরপুর বেলের মাঠ এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে পাঁচটি বোমা ও একটি চাকু উদ্ধার করে। এসময় নাঈম ও সাজু নামে দুই যুবককে আটক করা হয়। তানভীর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আটক দুই যুবকের ভাষ্যমতে, উদ্ধার হওয়া বোমাফগুলো তানভীরের ছিল। পুলিশ ধারণা করছে, পালিয়ে বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে অবস্থান নিলে সেখানে তানভীরকে ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসীরা।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আটকে অভিযান চলছে।

ঢাকা/রিটন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ