সোনারগাঁয়ে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার
Published: 10th, May 2025 GMT
সোনারগাঁওয়ে অস্ত্র ও গুলিসহ আলী আকবর খান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার খানের ছেলে ।
সে একজন মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল ছিলো এবং প্রায় সময় মাদকের টাকার জন্য তার বাবার ওপর নির্যাতন করতো বলে জানায় তার পরিবার।
শুক্রবার (৯ মে) দিবাগত রাত পৌঁনে তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশের মেঘনা টোল প্লাজা এলাকায় ঢাকাগামী লেনে গাড়ি তল্লাশিকালে একটি মোটরসাইকেলসহ পুলিশ তাকে আটক করে।
এ সময় তার দেহ তল্লাশি করে ৮ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী রিভলবার উদ্ধার করে পুলিশ। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান বলেন"মহাসড়কে চেকপোস্ট করার সময় একটি মোটরসাইকেল আরোহী যুবককে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে ৮ রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করে পুলিশ।
তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে শনিবার বিকেলে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও য বক ন র য়ণগঞ জ স ন রগ
এছাড়াও পড়ুন:
সাংবাদিক সৈকতের বাবা আব্দুল হাই ভূঁইয়া আর নেই, শোক
সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শওকত আলী সৈকতের বাবা অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা আব্দুল হাই ভূঁইয়া আর নেই।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে আব্দুল হাই ভুইয়া (৮০) বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থ হয়ে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া----রাজেউন)।
বাদ আছর নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সস্তাপুর বায়তুল আকসা জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা ও মাসদাইর কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভির সমবেদনা প্রকাশ করেছে নারায়ণগঞ্জ টাইমস পরিবার।