সোনারগাঁওয়ে অস্ত্র ও গুলিসহ আলী আকবর খান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার খানের ছেলে । 

সে একজন মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল ছিলো এবং প্রায় সময় মাদকের টাকার জন্য তার বাবার ওপর নির্যাতন করতো বলে জানায় তার পরিবার।

শুক্রবার (৯ মে) দিবাগত রাত পৌঁনে তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশের মেঘনা টোল প্লাজা এলাকায় ঢাকাগামী লেনে গাড়ি তল্লাশিকালে একটি মোটরসাইকেলসহ পুলিশ তাকে আটক করে।

এ সময় তার দেহ তল্লাশি করে ৮ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী রিভলবার উদ্ধার করে পুলিশ।  সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান বলেন"মহাসড়কে চেকপোস্ট করার সময় একটি মোটরসাইকেল আরোহী যুবককে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে ৮ রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করে পুলিশ।

তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে শনিবার বিকেলে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও য বক ন র য়ণগঞ জ স ন রগ

এছাড়াও পড়ুন:

ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে

দেশের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৩ জুলাই) সূচকের উত্থান হলেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। ফলে টানা চার কার্যদিবস পর ডিএসইতে সূচকের পতন ঘটল। এ দিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে। তবে উভয় পুঁজিবাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.০৪ পয়েন্ট কমে ১ হাজার ৯০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৪০২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৭৭টি কোম্পানির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত আছে ৫৫টির।

আরো পড়ুন:

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে ইয়াকিন পলিমার

এদিন ডিএসইতে মোট ৬৬৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৭৯ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৩০.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৬২৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৭.৩৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১২৫ পয়েন্টে, শরিয়াহ সূচক ৩.৬৬ পয়েন্ট বেড়ে ৮৯৯ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪৪.৭০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ১৭৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ২১৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০৫টি কোম্পানির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত আছে ৩০টির।

সিএসইতে ৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৭১ লাখ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/বকুল 

সম্পর্কিত নিবন্ধ