সোনারগাঁওয়ে অস্ত্র ও গুলিসহ আলী আকবর খান (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার খানের ছেলে । 

সে একজন মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল ছিলো এবং প্রায় সময় মাদকের টাকার জন্য তার বাবার ওপর নির্যাতন করতো বলে জানায় তার পরিবার।

শুক্রবার (৯ মে) দিবাগত রাত পৌঁনে তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশের মেঘনা টোল প্লাজা এলাকায় ঢাকাগামী লেনে গাড়ি তল্লাশিকালে একটি মোটরসাইকেলসহ পুলিশ তাকে আটক করে।

এ সময় তার দেহ তল্লাশি করে ৮ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী রিভলবার উদ্ধার করে পুলিশ।  সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান বলেন"মহাসড়কে চেকপোস্ট করার সময় একটি মোটরসাইকেল আরোহী যুবককে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে ৮ রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করে পুলিশ।

তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে শনিবার বিকেলে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও য বক ন র য়ণগঞ জ স ন রগ

এছাড়াও পড়ুন:

এশিয়া কাপে ৪৩৩ রান তুলে ভারতের নতুন বিশ্ব রেকর্ড

এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের একেবারে প্রথম ম্যাচেই প্রতিপক্ষদের জন্য ভয়ঙ্কর বার্তা ছুঁড়ে দিল ভারত। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তরুণদের এই ম্যাচে দল গড়ে ফেলল যুব ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানের ইনিংস- ৪৩৩/৬! শুধু তাই নয়, যুব ওয়ানডেতে তৃতীয়বারের মতো ৪০০ রানের গণ্ডি টপকে নতুন বিশ্ব রেকর্ড গড়ল ভারত।

আগের দুই ইনিংসে ৪২৫/৩ (স্কটল্যান্ডের বিপক্ষে, ২০০৪) ও ৪০৫/৫ (উগান্ডার বিপক্ষে, ২০২২) করে এমন রেকর্ড ভারতেরই ছিল। এখন সেটিকে আরও উঁচুতে তুলে ধরল তাদের অনূর্ধ্ব-১৯ দল।

আরো পড়ুন:

১৭১ রানের ইনিংসে এশিয়া কাপে সুর্যবংশীর রেকর্ডের ঝড়

১২ বছরে ৩০ প্রচেষ্টার পর অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি পেলেন রুট

ভারতের রানের সুউচ্চ পাহাড় গড়ার নেপথ্যে সবচেয়ে উজ্জ্বল নাম- মাত্র ১৪ বছরের ওপেনার ভৈভব সুর্যবংশী। যিনি ৯৫ বলে ১৭১ রান করেন। ১৪ ছক্কায় সাজানো ছিল তার ঝলমলে ইনিংসটি। ক্রিকেটের ভাষায় বলতে গেলে ব্যাটিং আক্রমণকে পুরো ম্যাচটাই তিনি নিজের মতো করে চালিয়েছেন।

শুরুতে ধীর-স্থির, কিন্তু চোখে পড়ার মতো আত্মবিশ্বাস। ৩০ বলে পঞ্চাশ, ৫৬ বলে শতক। তারপর তো যেন আগুন ধরে গেল ব্যাটে। নিয়ন্ত্রিত আগ্রাসনের সেই চিত্রই ভারতের ইনিংসের ভিতটা পাথরের মতো শক্ত করে দেয়।

ভৈভবের ঝড়ো ইনিংসে শুধু ওপেনিং নয়, সময় মতো জ্বলে ওঠে মিডল অর্ডারও। অ্যারন জর্জ ও ভিহান মালহোত্রা- দু’জনই খেলেছেন দারুণ গতিময় ৬৯ রানের ইনিংস। তাদের ধারাবাহিক আক্রমণেই রানের গতি এক মুহূর্তের জন্যও কমতে দেওয়া হয়নি।

এই ৪৩৩ রান এখন ভারতের যুব ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সংখ্যাটাই বলে দেয়- এই দল কতটা ভয়ংকর ব্যাটিং ইউনিট।

বিশ্বজুড়ে যুব ওয়ানডেতে ৪০০+ স্কোর খুব একটা দেখা যায় না। অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা; কয়েকটি দেশ সে রেকর্ডে নাম লিখিয়েছে বটে, কিন্তু সবচেয়ে বেশি ৪০০+ ইনিংস (৩ বার) এখন শুধুই ভারতের।

যুব ওয়ানডের সর্বোচ্চ দলীয় সংগ্রহ অবশ্য এখনো অস্ট্রেলিয়ার দখলে রয়েছে। ২০০২ সালে কেনিয়ার বিপক্ষে তারা ৬ উইকেটে করেছিল ৪৮০ রান। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ