‘হাওয়া’র পর যেন সত্যি সত্যিই হাওয়ায় মিলিয়ে গিয়েছিলেন নাজিফা তুষি। ২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমাটির পর বড় পর্দা তো বটেই, ওটিটিতেও তুষিকে দেখা যায়নি। মাঝে মেজবাউর রহমান সুমনের সিনেমা রইদ ও আব্দুল্লাহ মুহাম্মদ সাদের একটি ওয়েব সিরিজে অভিনয় করলেও কোনোটিই মুক্তি পায়নি। অবশেষে ‘সখী রঙ্গমালা’ নিয়ে ফিরছেন তিনি। এখানে তিনিই ‘রঙ্গমালা’। সিনেমাটি পরিচালনা করেছেন ‘চন্দ্রাবতী কথা’র নির্মাতা এন রাশেদ চৌধুরী।
খবরটি প্রথম আলোকে নিশ্চিত করে এন রাশেদ চৌধুরী বলেন, ‘আঠারো শতকের নোয়াখালীর জমিদার পরিবারের এক নারীর জীবন ও সংগ্রাম নিয়ে লেখা শাহীন আখতারের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। সরকারি অনুদানের ছবিটির প্রথম ধাপের শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। জুনে দ্বিতীয় লটের কাজ শুরু হবে।’

নাজিফা তুষি। ছবি: সুমন ইউসুফ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গুগলির ঝলক দেখানো রিশাদ সিরিজ জিতেই বাসায় যেতে চান

কার্টিস ক্যাম্ফার এমনিতেও ধুঁকছিলেন। ১৫ বলে তাঁর রান ছিল ৯। কিন্তু তাঁর আউটটা বাংলাদেশের জন্য উইকেট পতনের পাশাপাশি অন্যরকম এক প্রাপ্তিও। রিশাদ হোসেন যখন স্টাম্প উপড়ে ফেললেন কার্টিস ক্যাম্ফারের— উচ্ছ্বাসে ভাসল পুরো মাঠ।

এই উচ্ছ্বাসে ছিল দীর্ঘদিনের একটা অপেক্ষা শেষ হওয়ার প্রশান্তিও। বাংলাদেশের কোনো লেগ স্পিনারের গুগলিতে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানের স্টাম্প উপড়ে যাবে— এই দৃশ্য তো খুব খুব কমই দেখা গেছে। অনেকের কল্পনায় ভেসে বেড়ানো এই দৃশ্যটা বাস্তবে রূপ দিচ্ছেন রিশাদ।

বাংলাদেশের অনেকদিন ধরেই হন্যে হয়ে খুঁজে বেড়িয়েছে লেগ স্পিনার। সেই অপেক্ষা গত দুই বছর ধরে ঘুচেছে রিশাদে। এখন সেই লেগ স্পিনে আরও নতুন নতুন অস্ত্র যোগ করছেন রিশাদ— গত এশিয়া কাপ থেকেই গুগলি করতে দেখা যাচ্ছে তাঁকে। ক্যাম্ফারকে বোল্ড আউটও করেছেন এই গুগলিতেই। স্কয়ার কাট খেলতে গিয়ে বোকা বনে যান ক্যাম্ফার।

আজ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচে একাদশে ফেরানো হয় রিশাদকে। আগের দুই ম্যাচের মতো আজও ভালো শুরু পেয়েছিল আয়ারল্যান্ড। উদ্বোধনী জুটিতে ২৪ বলে ৩৮ রান যোগ করেছিলেন পল স্টার্লিং ও টিম টেক্টর।

রিশাদের বোলিংয়ে আজ গুগলি দেখা গেছে

সম্পর্কিত নিবন্ধ