নোয়াখালীর রঙ্গমালা হয়ে ফিরছেন তুষি
Published: 10th, May 2025 GMT
‘হাওয়া’র পর যেন সত্যি সত্যিই হাওয়ায় মিলিয়ে গিয়েছিলেন নাজিফা তুষি। ২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমাটির পর বড় পর্দা তো বটেই, ওটিটিতেও তুষিকে দেখা যায়নি। মাঝে মেজবাউর রহমান সুমনের সিনেমা রইদ ও আব্দুল্লাহ মুহাম্মদ সাদের একটি ওয়েব সিরিজে অভিনয় করলেও কোনোটিই মুক্তি পায়নি। অবশেষে ‘সখী রঙ্গমালা’ নিয়ে ফিরছেন তিনি। এখানে তিনিই ‘রঙ্গমালা’। সিনেমাটি পরিচালনা করেছেন ‘চন্দ্রাবতী কথা’র নির্মাতা এন রাশেদ চৌধুরী।
খবরটি প্রথম আলোকে নিশ্চিত করে এন রাশেদ চৌধুরী বলেন, ‘আঠারো শতকের নোয়াখালীর জমিদার পরিবারের এক নারীর জীবন ও সংগ্রাম নিয়ে লেখা শাহীন আখতারের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। সরকারি অনুদানের ছবিটির প্রথম ধাপের শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। জুনে দ্বিতীয় লটের কাজ শুরু হবে।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খুলনায় গৃহায়ন কর্তৃপক্ষের অফিসে দুদকের অভিযান
কর্মকর্তা-কর্মচারীর ঘুষ বাণিজ্য, গ্রাহক হয়রানি এবং অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) খুলনা বিভাগীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলামের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।
আরো পড়ুন:
শেখ হাসিনা, রেহানা, টিউলিপসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ১ ডিসেম্বর
দুর্নীতিবাজকে ভোট দেওয়া যাবে না: দুদক চেয়ারম্যান
সহকারী পরিচালক রকিবুল ইসলাম জানান, একজন সেবাগ্রহীতার একটি ফাইল আড়াই মাস ধরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (এনএইচএ) খুলনা বিভাগীয় কার্যালয়ে আটকে রাখার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একজন কর্মকর্তা এবং বেশ কয়েকজন কর্মচারীর ব্যক্তিগত ফাইল জব্দ করা হয়েছে।
জব্দকৃত ফাইলগুলো যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
ঢাকা/নুরুজ্জামান/বকুল