‘হাওয়া’র পর যেন সত্যি সত্যিই হাওয়ায় মিলিয়ে গিয়েছিলেন নাজিফা তুষি। ২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমাটির পর বড় পর্দা তো বটেই, ওটিটিতেও তুষিকে দেখা যায়নি। মাঝে মেজবাউর রহমান সুমনের সিনেমা রইদ ও আব্দুল্লাহ মুহাম্মদ সাদের একটি ওয়েব সিরিজে অভিনয় করলেও কোনোটিই মুক্তি পায়নি। অবশেষে ‘সখী রঙ্গমালা’ নিয়ে ফিরছেন তিনি। এখানে তিনিই ‘রঙ্গমালা’। সিনেমাটি পরিচালনা করেছেন ‘চন্দ্রাবতী কথা’র নির্মাতা এন রাশেদ চৌধুরী।
খবরটি প্রথম আলোকে নিশ্চিত করে এন রাশেদ চৌধুরী বলেন, ‘আঠারো শতকের নোয়াখালীর জমিদার পরিবারের এক নারীর জীবন ও সংগ্রাম নিয়ে লেখা শাহীন আখতারের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। সরকারি অনুদানের ছবিটির প্রথম ধাপের শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। জুনে দ্বিতীয় লটের কাজ শুরু হবে।’

নাজিফা তুষি। ছবি: সুমন ইউসুফ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নতুন আয়োজন ‘একেএস বার্তা সংক্ষেপ’, প্রচার হবে প্রতিদিন সন্ধ্যা ৬টায়

প্রতিদিনের অসংখ্য খবরের ভিড়ে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্যের চাহিদা দিন দিন বাড়ছে। কিন্তু সময় স্বল্পতা আর ব্যস্ততার কারণে অনেকের পক্ষেই দিনের সব গুরুত্বপূর্ণ সংবাদ জানার সুযোগ হয়ে ওঠে না। পাঠক ও দর্শকদের সেই চাহিদা মেটাতে আজ শনিবার থেকে শুরু হচ্ছে প্রথম আলোর নতুন আয়োজন ‘একেএস বার্তা সংক্ষেপ’।

শনিবার থেকে শুক্রবার—সপ্তাহে সাত দিনই সন্ধ্যা ৬টায় প্রথম আলোর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে প্রচারিত হবে এ আধেয়টি (কনটেন্ট)। এতে থাকবে রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি, কৃষি, বাণিজ্য, ক্রীড়া, শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি ও বিনোদনসহ জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচিত খবরের সারসংক্ষেপ।

তথ্য আর বিশ্লেষণের সমন্বিত এ আয়োজনটি শুধু খবর উপস্থাপন করবে না; বরং প্রতিটি ঘটনাকে দর্শকের দৈনন্দিন জীবনের সঙ্গে সংযুক্ত করবে। এ ধরনের উদ্যোগ ডিজিটাল সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলেও আশাবাদী সংশ্লিষ্টরা।

সম্পর্কিত নিবন্ধ