নোয়াখালীর রঙ্গমালা হয়ে ফিরছেন তুষি
Published: 10th, May 2025 GMT
‘হাওয়া’র পর যেন সত্যি সত্যিই হাওয়ায় মিলিয়ে গিয়েছিলেন নাজিফা তুষি। ২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমাটির পর বড় পর্দা তো বটেই, ওটিটিতেও তুষিকে দেখা যায়নি। মাঝে মেজবাউর রহমান সুমনের সিনেমা রইদ ও আব্দুল্লাহ মুহাম্মদ সাদের একটি ওয়েব সিরিজে অভিনয় করলেও কোনোটিই মুক্তি পায়নি। অবশেষে ‘সখী রঙ্গমালা’ নিয়ে ফিরছেন তিনি। এখানে তিনিই ‘রঙ্গমালা’। সিনেমাটি পরিচালনা করেছেন ‘চন্দ্রাবতী কথা’র নির্মাতা এন রাশেদ চৌধুরী।
খবরটি প্রথম আলোকে নিশ্চিত করে এন রাশেদ চৌধুরী বলেন, ‘আঠারো শতকের নোয়াখালীর জমিদার পরিবারের এক নারীর জীবন ও সংগ্রাম নিয়ে লেখা শাহীন আখতারের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। সরকারি অনুদানের ছবিটির প্রথম ধাপের শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। জুনে দ্বিতীয় লটের কাজ শুরু হবে।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভারতে মেসি কখন, কোথায়, কী করবেন?
লিওনেল মেসি আসবেন। লিওনেল মেসি আসছেন। লিওনেল মেসি চলেই এলেন। ভারতের কলকাতায় পা রেখেছেন লিওনেল মেসি। দিবাগত রাত ২টা ১০ মিনিটে লিওনেল মেসি কলকাতায় পৌঁছান। তার সঙ্গে আছেন ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল। গোটা শহর মেসি জ্বরে কাঁপছে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই।
ভারতে মেসি কখন, কোথায়, কী করবেন? চলুন এক নজরে দেখে নেওয়া যাক,
মেসির ভারত সফরের সময় সূচি (বাংলাদেশ সময়)
১৩ ডিসেম্বর, কলকাতা
দিবাগত রাত ২টা: কলকাতায় অবতরণ।
সকাল ১০টা-১১টা: বিশেষ অতিথিদের সঙ্গে সাক্ষাৎ।
সকাল ১১টা-১১.৪৫ মি.: ভার্চুয়ালি নিজের ভাস্কর্য উদ্বোধন।
সকাল ১১.৪৫-১১.৫৫ মি.: যুব ভারতী স্টেডিয়ামে আগমন।
দুপুর ১২টা: শাহরুখ খানের স্টেডিয়ামে আগমন।
দুপুর ১২.৩০ মি.: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও সৌরভ গাঙ্গুলির আগমন।
দুপুর ১২.৩০-১টা: প্রীতি ম্যাচ উপভোগ ও অন্যান্য অনুষ্ঠান।
দুপুর ২টা: হায়দরাবাদের উদ্দেশ্যে যাত্রা।
১৩ ডিসেম্বর, হায়দরাবাদ
সন্ধ্যা ৭.৩০ মি.: রাজীব গান্ধী স্টেডিয়ামে সেভেন ভার্সেস সেভেন ম্যাচ (সঙ্গে থাকবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী)। এরপর মিউজিক্যাল কনসার্ট।
১৪ ডিসেম্বর, মুম্বাই
বিকেল ৪টা: ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার প্যাডেল কাপে অংশগ্রহণ।
বিকেল ৪.৩০ মি.: সেলিব্রেটি ফুটবল ম্যাচ।
বিকেল ৫.৩০ মি.: ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠান ও চ্যারিটি ফ্যাশন শো।
১৫ ডিসেম্বর, নয়াদিল্লি
নির্ধারিত সময়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ।
দুপুর ২টা: অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠান ও মিনার্ভা অ্যাকাডেমির খেলোয়াড়দের পুরস্কার প্রদান।
সন্ধ্যা ৭টা: ভারতের উদ্দেশ্যে বিদায়।
ঢাকা/ইয়াসিন