‘হাওয়া’র পর যেন সত্যি সত্যিই হাওয়ায় মিলিয়ে গিয়েছিলেন নাজিফা তুষি। ২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমাটির পর বড় পর্দা তো বটেই, ওটিটিতেও তুষিকে দেখা যায়নি। মাঝে মেজবাউর রহমান সুমনের সিনেমা রইদ ও আব্দুল্লাহ মুহাম্মদ সাদের একটি ওয়েব সিরিজে অভিনয় করলেও কোনোটিই মুক্তি পায়নি। অবশেষে ‘সখী রঙ্গমালা’ নিয়ে ফিরছেন তিনি। এখানে তিনিই ‘রঙ্গমালা’। সিনেমাটি পরিচালনা করেছেন ‘চন্দ্রাবতী কথা’র নির্মাতা এন রাশেদ চৌধুরী।
খবরটি প্রথম আলোকে নিশ্চিত করে এন রাশেদ চৌধুরী বলেন, ‘আঠারো শতকের নোয়াখালীর জমিদার পরিবারের এক নারীর জীবন ও সংগ্রাম নিয়ে লেখা শাহীন আখতারের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। সরকারি অনুদানের ছবিটির প্রথম ধাপের শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। জুনে দ্বিতীয় লটের কাজ শুরু হবে।’

নাজিফা তুষি। ছবি: সুমন ইউসুফ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

  ৬ ঘণ্টা রেলপথ অবরোধে রাখেন রাবি শিক্ষার্থীদের

দ্বিতীয় দিনের মতো ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। তবে জনভোগান্তির কথা চিন্তা করে ৬ ঘণ্টা পর রাত ৮টায় সেই অবরোধ তুলে নেন তারা। 

রবিবার (২৩ নভেম্বর) বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ৬ ঘণ্টা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন স্টেশন বাজারে রেলপথ অবরোধে রেখে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে ৬ ঘণ্টা ধরে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে।

আরো পড়ুন:

রাবির দুই শিক্ষককে বিভাগীয় সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি

৭ ঘণ্টা পর রেল অবরোধ স্থগিত রাবি শিক্ষার্থীদের

অবরোধ প্রত্যাহার করে ফলিত রসায়ন ও রয়াসন বিভাগের শিক্ষার্থী মাহবুব আলম বলেন, “আমরা রাত ৮টার সময় রেল অবরোধ প্রত্যাহার করে নিয়েছি। কারণ জনভোগান্তি চরম পর্যায়ে চলে গিয়েছিল। আমরা চাই না আমাদের জন্য মা-বোনরা কষ্ট পান। এই জায়গা থেকে আমরা রেল অবরোধ প্রত্যাহার করেছি এবং তাদের যে ভোগান্তি হয়েছে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।”

“আপাতত আর রেল অবরোধ করার কোনো কর্মসূচি নেই আমাদের,” যেগা করেন তিনি।

ঢাকা/ফাহিম/রাসেল 

সম্পর্কিত নিবন্ধ