নোয়াখালীর রঙ্গমালা হয়ে ফিরছেন তুষি
Published: 10th, May 2025 GMT
‘হাওয়া’র পর যেন সত্যি সত্যিই হাওয়ায় মিলিয়ে গিয়েছিলেন নাজিফা তুষি। ২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমাটির পর বড় পর্দা তো বটেই, ওটিটিতেও তুষিকে দেখা যায়নি। মাঝে মেজবাউর রহমান সুমনের সিনেমা রইদ ও আব্দুল্লাহ মুহাম্মদ সাদের একটি ওয়েব সিরিজে অভিনয় করলেও কোনোটিই মুক্তি পায়নি। অবশেষে ‘সখী রঙ্গমালা’ নিয়ে ফিরছেন তিনি। এখানে তিনিই ‘রঙ্গমালা’। সিনেমাটি পরিচালনা করেছেন ‘চন্দ্রাবতী কথা’র নির্মাতা এন রাশেদ চৌধুরী।
খবরটি প্রথম আলোকে নিশ্চিত করে এন রাশেদ চৌধুরী বলেন, ‘আঠারো শতকের নোয়াখালীর জমিদার পরিবারের এক নারীর জীবন ও সংগ্রাম নিয়ে লেখা শাহীন আখতারের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। সরকারি অনুদানের ছবিটির প্রথম ধাপের শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। জুনে দ্বিতীয় লটের কাজ শুরু হবে।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যুবদলের র্যালিতে বন্দর থানা যুবদলের সাবেক নেতাদের যোগদান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের বিজয় র্যালিতে বিপুল নেতাকর্মী নিয়ে যোগদান করেছে বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেনসহ যুবদলের নেতৃবৃন্দ।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে বন্দর থানার ৯টি ওয়ার্ডের যুবদলের সাবেক নেতাকর্মী বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে মহানগর যুবদলের ব্যানারে শহরের মন্ডলপাড়া এলাকায় সমবেত হয়। পরে র্যালীটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সভার মাধ্যমে শেষ হয়।
বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালীতে উপস্থিত ছিলেন বন্দর থানার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, ২৬ নং ওয়ার্ডের সাবেক সভাপতি সফর আলী ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, ২৫ নং ওয়ার্ডের যুবদলের সাবেক সভাপতি নূর আলম খন্দকার, ২৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফারুক হোসেন সাধারন সম্পাদক আক্তার হোসেনসহ বন্দরে ৯টি ওয়ার্ডের যুবদলের সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।