নারায়ণগঞ্জে হোসিয়ারি শ্রমিকদের উত্থাপিত সাত দফা দাবী আলোচনার ভিত্তিতে সমাধান করেছেন হোসিয়ারি সমিতির নেতৃবৃন্দরা। শনিবার (১৭ মে) সাত দফা নিয়ে হোসিয়ারি শ্রমিক নেতৃবৃন্দ ও মালিকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উভয় পক্ষের সম্মতিতেই দাবীগুলো নিষ্পত্তি করেন হোসিয়ারি সমিতির নেতারা। শ্রমিকদের দাবির ভিত্তিতে ১৮ থেকে ৩০ সাইজ পর্যন্ত ১৫ শতাংশ, ৩১ থেকে ৩৬ সাইজে ১৫ শতাংশ  এবং ৩৮ থেকে ৪২ সাইজ ৯ শতাংশ মজুরি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন মালিক ও শ্রমিক নেতারা। 

এসময় হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু বলেন, আজকের সভায় আমাদের শ্রমিকদের দাবি সমাধান হয়েছে। মালিক শ্রমিক দুই পক্ষের সমঝোতায় এটার সমাধান হয়েছে। এজন্য শ্রমিক নেতাদের আমি ধন্যবাদ জানাই।

প্রতি দুই বছর পরপর শ্রমিকদের দাবী নিয়ে আলোচনা হয়। আমরা এটা সমাধান করতে পেরেছি। এজন্য আমরা মালিক ও শ্রমিক উভয় পক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী ২০ মে অতিরিক্ত শ্রম পরিচালক দপ্তরে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হবে।

এসময় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন হোসিয়ারি সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর খান সেন্টু, পরিচালক দুলাল মল্লিক, পরিচালক আলহাজ্ব আব্দুল হাই, পরিচালক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, পরিচালক হাজী মোহাম্মদ শাহিন, পরিচালক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, পরিচালক মোঃ মাসুদুর রহমান, পরিচালক মোঃ নাছির শেখ, পরিচালক আবদুস সোবহান তালুকদার, নারায়ণগঞ্জ হোসিয়ারি শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মতিন ভুঁইয়া, সহ-সভাপতি মোঃ রমজান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেপারী প্রমুখ।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মামুন ও রনি আহত 

‎অটো রিক্সার সাথে মোটরসাইকেলে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন নারায়ণগঞ্জ টাইমস এর স্টাফ রিপোর্টার মামুনুর রহমান ও সাংবাদিক মাসুদ রানা রনি। 

‎বৃহস্পতিবার (‎১৪ আগষ্ট) বিকেলে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা প্রশাসক কার্যালয়ের প্রদান গেটের সামনে মোটরসাইকেল নিয়ে রাস্তা পারাপার এক সময় উল্টো পথে একটি ইজিবাইক এসে তাদের উপর উঠিয়ে দেয়। 

এতে গুরুত্বর আহত হন এই দুই সাংবাদিক। পরে স্থানীয়দের সহযোগিতা নিকটস্থ খানপুর হাসপাতালে ইমারজেন্সি বিভাগে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।  

‎‎তাৎক্ষণিক এই খবর পেয়ে তাঁরা সাংবাদিকদের দেখতে হাসপাতালে ছুটে যান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু ইউসুফ খান টিপু।  

‎‎এসময় তারা আহত সাংবাদিকদের খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।  

‎এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম আনোয়ার প্রধানসহ মহানগরের বিভিন্ন নেতকর্মীরা।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ধ্রুব সাহিত্য পরিষদ’র ২দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
  • বন্দর থানা যুব ফেডারেশনের আহ্বায়ক পলাশ, সদস্য সচিব রিয়াদ
  • খালেদা জিয়ার জন্মদিনে সোনারগাঁও উপজেলা বিএনপির দোয়া মাহফিল
  • মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • ভোলাগঞ্জের লুটকৃত ৪০ হাজার ঘনফুট পাথর ডেমরা থেকে উদ্ধার
  • নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে তলব আদালতের
  • সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মামুন ও রনি আহত 
  • বিদ্যানিকেতন স্কুলে জাকির খানকে ক্রেস্ট প্রদান
  • ভোটের মাঠে সরব জামায়াতপন্থি আইনজীবিদের ভোট প্রার্থনা
  • আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, ১৫ কারখানা ছুটি ঘোষণা