নাটোরে গোঁসাইয়ের আশ্রমে আমপাড়া সিয়ে গোলাগুলির ঘটনায় আটক ২
Published: 22nd, May 2025 GMT
নাটোরের লালপুরে গোঁসাইয়ের আশ্রমে আমপাড়াকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার নওপাড়া গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে মো. রুবেল আলী (৩০) ও মনিহারপুর গ্রামের মো. রেজু আলীর ছেলে আব্দুল জব্বার (৪৫)।
পুলিশ জানায়, বুধবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মনিহারপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুল জব্বার ও মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে নওপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো.
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, ‘‘গোঁসাই আশ্রমে গোলাগুলির ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে রুবেল ও জব্বারকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া বাকি আসামিদের আটক ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।’’
মঙ্গলবার (২০ মে) আশ্রমের বাগানের আম সংগ্রহ করতে গেলে উভয়পক্ষের লোকজন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এসময় ২ রাউন্ড গুলিবর্ষণ ও মোটরসাইকেল ভাঙচুর ঘটে। এ ঘটনায় নাসির হোসেন ১৮ জনের নাম উল্লেখ করে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ঢাকা/আরিফুল/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরায় মেয়রের দায়িত্ব বুঝে পেতে বিএনপি নেতার আল্টিমেটাম
সাতদিনের মধ্যে সাতক্ষীরা পৌরসভার মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে সময় বেঁধে দিয়েছেন বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতী।
বৃহস্পতিবার (২২ মে) সাতক্ষীরা পৌরসভায় হাজির এ সময় বেঁধে দেন তিনি।
এসময় তিনি বলেন, ‘‘২০২৩ সালে মেয়র পদে নির্বাচিত হয়েও বিগত ফ্যাস্টিট সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেআইনিভাবে মেয়র পদ শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেন। উক্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে আদালত স্থগিতাদেশ প্রদান করেন। দীর্ঘ শুনানি অন্তে চলতি বছরের ১ জানুয়ারি হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ রুলটি নিস্পত্তি করেন।’’
আইনগতভাবে এখনো নিজেকে মেয়র দাবি করে তিনি বলেন, ‘‘সরকার পৌরসভায় প্রশাসক বসিয়েছে। আমি সম্মান দেখিয়ে উকিল নোটিশ পাঠিয়েছি। সাতদিনের মধ্যে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি হাতে নেওয়া হবে।’’
ঢাকা/শাহীন/টিপু