নাটোরের লালপুরে গোঁসাইয়ের আশ্রমে আমপাড়াকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন উপজেলার নওপাড়া গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে মো. রুবেল আলী (৩০) ও মনিহারপুর গ্রামের মো. রেজু আলীর ছেলে আব্দুল জব্বার (৪৫)। 

পুলিশ জানায়, বুধবার (২১ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের মনিহারপুর গ্রামে অভিযান চালিয়ে আব্দুল জব্বার ও মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে নওপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো.

রুবেল আলীকে আটক করা হয়। বুধবারই তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, ‘‘গোঁসাই আশ্রমে গোলাগুলির ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে রুবেল ও জব্বারকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া বাকি আসামিদের আটক ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।’’ 

মঙ্গলবার (২০ মে) আশ্রমের বাগানের  আম সংগ্রহ করতে গেলে উভয়পক্ষের লোকজন বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এসময় ২ রাউন্ড গুলিবর্ষণ ও মোটরসাইকেল ভাঙচুর ঘটে। এ ঘটনায় নাসির হোসেন ১৮ জনের নাম উল্লেখ করে লালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ঢাকা/আরিফুল/টিপু 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বেক্সিমকোর বন্ধ কারখানা চালুর উদ্যোগ

বেক্সিমকো গ্রুপের বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করার জন্য জাপানের রিভাইভাল নামক একটি প্রতিষ্ঠান ২৪৫ কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে। এই উদ্যোগে রিভাইভালের সাথে যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের ইকোমিলি। সরকার এই যৌথ বিনিয়োগে সম্মতি দিয়েছে এবং ত্রিপক্ষীয় চুক্তি সাক্ষরের অপেক্ষায় রয়েছে, যেখানে রিভাইভাল, জনতা ব্যাংক ও বেক্সিমকো অন্তর্ভুক্ত থাকবে। প্রাথমিকভাবে ১৫টি কারখানা চালুর চেষ্টা চলছে। বুয়েট ইনভেস্টমেন্ট নেটওয়ার্কের মাধ্যমে আরও ১০ কোটি ডলার ঋণের ব্যবস্থা করা হবে।

সম্পর্কিত নিবন্ধ