‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে চলমান আন্দোলন আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। টানা চারদিন আন্দোলন চলার পর মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বুধবার সকালে সচিবালয়ে যে কর্মসূচি পালনের কথা ছিল তা হচ্ছে না।

বৈঠক শেষে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, কর্মচারীদের দাবি নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে আগামীকাল সাক্ষাৎ করব। এ জন্য কর্মচারীদের আন্দোলন আপাতত বন্ধ রাখতে বলেছি।

এদিকে বাংলাদেশ সচিবালয় সংযুক্ত কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মো.

বাদিউল কবির বলেন, মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে আলোচনা করা পর্যন্ত আমরা আন্দোলন কর্মসূচি বন্ধ রাখবো। তবে দাবি আদায় না হলে বৃহস্পতিবার থেকে আবার আন্দোলন চলবে।

এর আগে মঙ্গলবার বিকেলে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বে পাঁচজন সচিবের সঙ্গে বৈঠক করেন সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীরা। 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ক্ষোভ প্রকাশ করে খায়রুল বাসার বললেন, তাদের ওপর আল্লাহর গজব পরুক

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল কম্পাউন্ডে চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার ঘটনায় প্রতিবাদমুখর পুরো দেশ। সোশ্যাল মিডিয়াও উত্তাল এ ঘটনাকে কেন্দ্র করে। ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছেন অনেক তারকা। অভিনেতা খায়রুল বাসারের কণ্ঠেও উঠে এলো তীব্র প্রতিবাদ।

এই অভিনেতা সমাজিক মাধ্যমে লিখেছেন, ‘আল্লাহর গজব পরুক তাদের উপর, যারা মানুষ হতে পারলো না। যারা জীব জন্তুর বৈশিষ্ট্যকেও হার মানিয়েছে। আল্লাহ এ দেশকে হেফাজত করুন কিছু ভালো মানুষের উসিলায়।’ 

বাসার আরও লিখেছেন, ‘এদেশের মানুষ যেন অন্যের ও নিজের শান্তি নিয়ে ঘুমাতে পারে। যেখানেই অন্যায় প্লিজ আপনারা কথা বলুন প্লিজ মানুষ হিসেবে মানুষের পাশে থাকুন, সাহসী হোন সাহস দেখান মানবতা দেখান, আইনের দারস্থ হোন। বারবার ব্যর্থ হলেও আইনের উপর ভরসা রাখুন। পরিবর্তন আসবেই।’

খায়রুল ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকেই কথা বলেছেন বিষয়টি নিয়ে। নির্মাতা আশফাক নিপুণ, অভিনেত্রী আজমেরী হক বাঁধনও জানিয়েছেন প্রতিবাদ।
 
প্রসঙ্গত, গত বুধবার বিকেলে একদল লোক লাল চাঁদ (সোহাগ) নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। অভিযোগ, চাঁদা না পেয়ে প্রকাশ্য এই হত্যার  ঘটনা ঘটানো হয়েছে। এর পেছনে বিএনপির যুব সংগঠন যুবদলের কয়েকজন নেতাকর্মী রয়েছেন। ইতিমধ্যে যুবদল অভিযুক্তদের বহিষ্কার করেছে। পুলিশ প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

সম্পর্কিত নিবন্ধ