লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
Published: 10th, June 2025 GMT
সিলেটের কোম্পানীগঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেট–কোম্পানীগঞ্জ–ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১০ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার খাগাইল মোড় এলাকায় প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা।
সড়ক অবরোধের নেতৃত্বদানকারী খাগাইল গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিন বলেন, ‘‘গত কয়েকদিনের লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ লোকজন। সোমবার রাতে প্রচণ্ড গরমে খাগাইল গ্রামের এক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। এতে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এর প্রতিবাদে আজ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা।’’
এদিকে, অবরোধের সময় মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হয়। এতে কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্রে বেড়াতে যাওয়া পর্যটক ও সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ বলেন, ‘‘বিক্ষুব্ধ লোকজন ও পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপকের সঙ্গে আলাপ করে বিষয়টির সমাধানের আশ্বাস দেওয়া হয়। এরপর অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন।’’
এ বিষয়ে জানতে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
ঢাকা/নূর/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিনষ্ট করা বাবুই পাখির বাসা প্রতিস্থাপন
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিনষ্ট করা ৩০টি বাবুই পাখির বাসা এবং ২০টি বাবুই পাখির ডিম প্রতিস্থাপন করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে উপজেলার উত্তর আমখোলা গ্রামের তাল গাছে এ সব বাসা প্রতিস্থাপন করা হয়।
বুধবার (৩০ জুলাই) ওই গ্রামের কৃষক সিদ্দিক মোল্লা এ সব বাসা বিনষ্ট করেন। বাসা প্রতিস্থাপনের সময় গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের উপ বন সংরক্ষক সফিকুল ইসলাম ও এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সাপ ও বন্যপ্রাণী উদ্ধার কর্মী আসাদুল্লাহ হাসান মুসা উপস্থিত ছিলেন।
আসাদুল্লাহ হাসান মুসা বলেন, ‘‘কৃষক সিদ্দিক মোল্লার ধানক্ষেতের পাশের তালগাছে বাবুই পাখি এসব বাসা বুনন করেছিল। কৃষক সিদ্দিক মোল্লা এ সব বাসা বিনষ্ট করেন। আমরা খবর শোনামাত্র বিষয়টি বন বিভাগকে অবহিত করি। পরে আজ বাসাগুলো প্রতিস্থাপন করা হয়েছে।’’
আরো পড়ুন:
প্রকৃতির প্রতি ভালোবাসা
তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যায় ২ মামলা
পটুয়াখালী উপকূলীয় বন বিভাগের উপ বন সংরক্ষক সফিকুল ইসলাম বলেন, ‘‘বাসাগুলো ওই কৃষকের ধানক্ষেত সংলগ্ন তালগাছে বুননের কারণে তিনি বিনষ্ট করেছেন। তার পরিবার হতদরিদ্র। তিনি আর বাবুই পাখির বাসা বিনষ্ট করবেন না মর্মে মুচলেখা দিলে তাকে ছেড়ে দেয়া হয় এবং বাসাগুলো প্রতিস্থাপন করা হয়।’’
গত মাসে ঝালকাঠিতে তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির বাসা ধ্বংস ও ছানা হত্যার ঘটনা নিয়ে সমলোচনা হয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।
ঢাকা/ইমরান/বকুল