কুষ্টিয়ায় তিন মোটর শ্রমিককে মারধরের প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এসময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন বিভিন্ন পরিবহনের যাত্রী ও চালকরা।

বুধবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল বাইপাস চত্বরে অবস্থান নিয়ে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলে। এসময় শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে দুপুর ৩টার দিকে স্বাভাবিক হয় যান চলাচল। 

এলাকাবাসী জানান, আজ দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরের ঘোড়ার ঘাট এলাকায় মোটর শ্রমিক শহিদুল, খোয়াজ ও সাবুকে মারধর করে কিছু লোক। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মারধরের খবর জানতে পেরে অন্য শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করেন। তারা এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

আরো পড়ুন:

কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকে মারধর, আটক ১

হাসপাতালে ঢুকে বৈষম্যবিরোধী আন্দোলনের সংগঠকসহ ১০ জনকে পিটুনি

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন বলেন, ‍“বিষয়টি নিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলা হয়। পরে তারা মহাসড়ক থেকে সরে যান। যানচলাচল স্বাভাবিক আছে।”

ঢাকা/কাঞ্চন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম রধর আহত ম রধর

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদের নেতৃত্বে (জাকির) উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। 

এসময় জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মূলমন্ত্র। বিগত ১৭ বছর দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল।

মানুষের কথা বলার অধিকার ছিল না। ভোটের অধিকার ছিলনা। তাই ২৪’এর গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। 

এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আল আমিন, সৈয়দ গোলাপ, মোক্তার, কাজী শান্ত, সেচ্ছাসেবকদলের দেলোয়ার হোসেন প্রধান, আসাদ, মোশাররফ, ছাত্রদলের লাদেন হোসেন, শিপন, আবির, আপন প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে’ 
  • প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাযায় মতি, কান্নাজড়িত কণ্ঠে চাইলেন ক্ষমা
  • সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও ২১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
  • কষ্টি পাথরের শিবলিঙ্গসহ গ্রেপ্তার ৩
  • ১২ ও ১৩ নং ওয়ার্ডের পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত 
  • রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ