২ উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ: যুবদল নেতাকে বহিষ্কার, ছাত্রদল নেতাকে শোকজ
Published: 15th, June 2025 GMT
সিলেটে পর্যটনকেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভে নেতৃত্বে দেওয়ার ঘটনায় যুবদল নেতা জাহিদ খানকে বহিষ্কার করা হয়েছে। শোকজ করা হয়েছে ছাত্রদল নেতা আজির উদ্দিনকে।
শনিবার রাতে বিজ্ঞপ্তির মাধ্যমে যুবদল নেতাকে বহিষ্কার ও আজ রোববার ছাত্রদল নেতাকে শোকজ করা হয়।
জাহিদ খানকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া। জাহিদ খান গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এদিকে আজ পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিনকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কারণ দর্শনোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে আজির উদ্দিনের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না- মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যার নির্দেশ দেওয়া হল।
শনিবার সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ফাওজুল কবির খানের গাড়িবহর আটকে বিক্ষোভ করেন পাথর শ্রমিকসহ যুবদল, ছাত্রদল নেতাকর্মীরা। বিক্ষোভকালে পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খান, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম ও ধর্মবিষয়ক সম্পাদক রমজান মোল্লাসহ অনেক নেতাকর্মীকে দেখা যায়।
প্রসঙ্গত, জাফলং পাথর কোয়ারি এলাকা থেকে সরকার পরিবর্তনের পর অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন শুরু হয়। লুটপাটের নেপথ্যে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নাম সামনে চলে আসে। এ সব ঘটনায় এরই মধ্যে পদ স্থগিত হয়েছে সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরাণের। দল থেকে বহিষ্কার করা হয়েছে জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমকে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: য বদল ন ত ছ ত রদল ন ত ছ ত রদল ন ত ছ ত রদল র গঠন ক উপজ ল য বদল
এছাড়াও পড়ুন:
সিলেটে পাথরবাহী ট্রাক্টরচাপায় পর্যটক নিহত, আহত ৫
সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে পাথরবাহী ট্রাক্টরচাপায় জিয়াউল হক (৬৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
শনিবার (১ নভেম্বর) দুপুরে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ভোলাগঞ্জ পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে, একজনের অবস্থা আশঙ্কাজনক।
আরো পড়ুন:
চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পুলিশবাহী বাস, আহত ২০
খাগড়াছড়িতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে পাঁচজন পর্যটক নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা সাদাপাথর পর্যটন কেন্দ্রে যাচ্ছিল। ভোলাগঞ্জ পয়েন্টে আসলে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাক্টর অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ ৬ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জিয়াউল হককে মৃত ঘোষণা করেন। পরে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ বলেন, ‘‘ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে পাথরবাহী ট্রাক্টরচাপায় এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/নূর/রাজীব