সৌদির ক্লাব আল-হিলালে আটকে গেল রিয়াল
Published: 19th, June 2025 GMT
রিয়াল মাদ্রিদ বনাম আল-হিলাল। নামের ভারে ইউরোপীয় দাপট স্পষ্ট। কিন্তু মাঠে দেখা গেল অন্য গল্প। এক উত্তেজনাপূর্ণ ম্যাচে বিশ্ব ফুটবলের দুই প্রান্তের প্রতিনিধিত্বকারী দল দুটি ১-১ গোলে সমতায় থেমে গেল। আর ম্যাচের নাটকীয়তায় অন্যতম হাইলাইট হয়ে রইলো ফেদেরিকো ভালভার্দের মিস করা পেনাল্টি।
খেলাটি ছিল নতুন অধ্যায়ের সূচনা। দুই দলের কোচই ছিলেন প্রথমবারের মতো দায়িত্বে। রিয়ালের ডাগআউটে সাবেক বায়ার লেভারকুজেন গুরু জাভি আলোনসো। আর আল-হিলালের ছত্রছায়ায় ইন্টার মিলান-নির্মাতা সিমোনে ইনজাগি।
প্রথমার্ধে আল-হিলাল শুরু থেকেই রিয়ালকে চাপে রাখে। দ্বিতীয় মিনিটেই মিলিনকোভিচ-সাভিচের প্রচণ্ড শট থিবো কোর্তোয়া আটকে দিয়ে সমর্থকদের হৃদপিণ্ডে ধাক্কা দিয়ে জানান দেন সহজ জয় আজকের দিনে মিলবে না।
রক্ষণভাগে ইনজুরির ছোবল সামাল দিতে হিমশিম খাওয়া রিয়াল ম্যাচের ৩৩ মিনিটে গোলের দেখা পায় গন্সালো গার্সিয়ার নিখুঁত ফিনিশে। তবে সেই আনন্দের সময় সংক্ষিপ্ত ছিল। মাত্র চার মিনিটের মাথায় রাউল আসেন্সিওর ফাউলে পেনাল্টি পায় আল-হিলাল। আর পেনাল্টি থেকে রুবেন নেভেস সমতায় ফেরান দলকে।
দ্বিতীয়ার্ধে ম্যাচ রিয়ালের নিয়ন্ত্রণে থাকলেও আল-হিলাল একের পর এক প্রতিরোধ গড়ে তোলে। বিশেষ করে ইয়াসিন বোনোর গোললাইনের দৃঢ়তা ছিল চোখে পড়ার মতো। ৮৭ মিনিটে ফ্রান গার্সিয়াকে ফাউল করে পেনাল্টি উপহার দেয় আল-হিলাল। কিন্তু সেখানেও ভাগ্যের বিপরীতে গিয়ে ভালভার্দের দুর্বল শট আটকে দেন বোনো।
এই ম্যাচে অভিষেক হয় রিয়ালের নতুন দুই তারকা ট্রেন্ট-আলেকজ্যান্ডার আর্নল্ড ও ডিন হাউসেনের। যদিও শুরুটা হয়নি প্রত্যাশামতো। অন্যদিকে, আল-হিলালের গতি ও গেমপ্লান দেখে বোঝা যাচ্ছে ইনজাগির অধীনে এই দলটি শুধুই নামেই এশিয়ান জায়ান্ট নয়, মাঠেও তারা ইউরোপীয় পরাশক্তিদের চ্যালেঞ্জ জানানোর মতো প্রস্তুত।
পরের ম্যাচে ২২ জুন দিবাগত রাতে মেক্সিকান ক্লাব পাচুকা এফসির মুখোমুখি হবে রিয়াল। আর আল-হিলাল খেলবে অস্ট্রিয়ান ক্লাব আরবি সলসবুর্গের বিপক্ষে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঢাবিতে সপ্তাহব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাস্কর্য বিভাগের উদ্যোগে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে সপ্তাহব্যাপী ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী’ শুরু হয়েছে।
রবিবার (২ নভেম্বর) চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আরো পড়ুন:
জাবি অধ্যাপককে হুমকি গণতান্ত্রিক চেতনার পরিপন্থি: ইউট্যাব
ঢাবি উপ-উপাচার্যের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান নাসিমুল খবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, শিল্পাচার্য তনয় প্রকৌশলী ময়নুল আবেদিন, ভাস্কর্য বিভাগের অধ্যাপক লালা রুখ সেলিম এবং শিল্পকর্ম প্রদর্শনীর আহ্বায়ক ড. নাসিমা হক মিতু।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “শিল্পের কোন সীমা নেই। এর একটি শাশ্বত ভাষা রয়েছে। এই শৈল্পিক ভাষা ও শিল্পকর্মের মাধ্যমে শিল্পীরা মানুষের মনে স্থান করে নেন।”
শিক্ষার্থীদের ১ বছরের শ্রেণির কাজ থেকে বাছাইকৃত শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীটি প্রয়াত ভাস্কর অধ্যাপক হামিদুজ্জামান খান স্মরণে উৎসর্গ করা হয়েছে। এতে ৪৩ জন শিল্পীর ৭১টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। শ্রেষ্ঠ শিল্পকর্মের জন্য ছয়জন শিল্পীকে পুরস্কৃত করা হয়েছে। তাদের সনদ ও পুরস্কার প্রদান করেন। পরে তিনি সেরা শিল্পকর্মের জন্য ছয়জনকে সনদ ও পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি।
পুরস্কারপ্রাপ্ত শিল্পীরা হলেন- প্রত্যয় সাহা (শিল্পী আনোয়ার জাহান স্মৃতি পুরস্কার), চিন্ময় ঘোষ (অধ্যাপক আবদুর রাজ্জাক স্মৃতি পুরস্কার), অলি মিয়া (ভাস্কর নভেরা আহমেদ স্মৃতি পুরস্কার), মৃধা মো. রাইয়ান আযীম (অধ্যাপক হামিদুজ্জামান খান স্মৃতি পুরস্কার), সুমিত রায় (মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার) এবং সুপ্রিয় কুমার ঘোষ (নিরীক্ষামূলক শ্রেষ্ঠ পুরস্কার)।
আগামী ৮ নভেম্বর পর্যন্ত এ শিল্পকর্ম প্রদর্শনী চলবে । প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
ঢাকা/সৌরভ/মেহেদী