ফুটবল খেলে গোসলে নামে পাঁচ বন্ধু, এক ঘণ্টা পর একজনের মরদেহ উদ্ধার
Published: 23rd, June 2025 GMT
কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের আলিগ্যাকাটা এলাকায় খাল থেকে মো. পারভেজ উদ্দিন (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেল পাঁচটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কিশোর পারভেজ স্থানীয় অটোরিকশাচালক জাকের হোসেনের ছেলে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেলে স্থানীয় ১০–১২ কিশোর মাঠে ফুটবল খেলে। খেলা শেষে পাঁচ বন্ধু আলিগ্যাকাটা এলাকার নুনিয়ারছরা খালে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে নিখোঁজ হয়ে যায় কিশোর পারভেজ। এক ঘণ্টা পর তার নিথর দেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন। পরে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত পারভেজ স্থানীয় গ্রাম পুলিশ কামাল হোসেনের ভাতিজা। কামাল হোসেন বলেন, ফুটবল খেলা শেষে খালে গোসলের সময় মৃত্যু হয় পারভেজের। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা কিশোর পারভেজের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নেপালে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু
নেপালে একটি পর্বতের বেস ক্যাম্পে তুষারধসে তিনজন ইতালীয়সহ সাতজনের মৃত্যু হয়েছে। তাদের দেহাবশেষ উদ্ধারের চেষ্টা চলছে। মঙ্গলবার এক অভিযান সংগঠন এ তথ্য জানিয়েছে।
সোমবার সকালে ৫ হাজার ৬৩০ মিটার উঁচু ইয়ালুং রি শৃঙ্গের বেস ক্যাম্পে ১২ জনের একটি দল তুষারধসের কবলে পড়ে।
অভিযান সংগঠক ড্রিমার্স ডেস্টিনেশনের ফুরবা তেনজিং শেরপা এএফপিকে জানিয়েছেন, দুই নেপালিসহ একজন জার্মান এবং একজন ফরাসি পর্বতারোহীও মারা গেছেন।
উদ্ধার অভিযানের জন্য সোমবার তুষারধস স্থানে পৌঁছানো শেরপা বলেন, “আমি সাতজনের মৃতদেহই দেখেছি।”
শেরপার কোম্পানি সাতজনের মধ্যে তিনজনের জন্য অভিযান পরিচালনা করেছিল।
দোলখা জেলার একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জ্ঞান কুমার মাহাতো জানিয়েছেন, মঙ্গলবার সকালে দুই ফরাসি এবং দুই নেপালিসহ পাঁচজন বেঁচে থাকা পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, “আজ ভোরে হেলিকপ্টারে করে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছেছে।”
মাউন্ট এভারেস্টসহ বিশ্বের ১০টি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে আটটি অবস্থিত নেপালে। এখানে প্রতি বছর শত শত পর্বতারোহী এবং ট্রেকাররা ভ্রমণ করেন।
ঢাকা/শাহেদ