সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট
Published: 4th, August 2025 GMT
সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের বন্ধেরা গ্রামের আলিফ লায়লা তানিয়া নামের এক সরকারি চাকরিজীবির বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার(৪ জুলাই) দুপুরে ভুক্তভোগী তানিয়া সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বন্ধেরা গ্রামের আলিফ লায়লা তানিয়া একজন সরকারি চাকরিজীবি। তার বাসা থেকেই প্রতিদিন কর্মস্থলে যাওয়া আসা করেন।
স্বামী প্রবাসে থাকায় প্রতিদিনের মতো গত ৩ আগষ্ট সকালে সকালে বাড়ির দরজায় তালা দিলে উপজেলার কালাপাহাড়িয়ার ইউনিয়ন অফিসে যায়।
পরবর্তীতে কর্মস্থলে ঐ বাড়িতে না গিয়ে পৈতৃক বাড়িতে গিয়ে বাবা-মার সাথে রাত্রীযাপন করেন। এই সুযোগে কোনো এক সময় ডাকাতদল বাড়ির গেইটের তালা কেটে ও দরজা ভেঙ্গে ঢুকে আলমারি ভেঙ্গে নগদ ৩ লক্ষ ৮০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ৬০ হাজার টাকা ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
0.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ স ন রগ
এছাড়াও পড়ুন:
নড়াইলে আগুনে পুড়ল তিন দোকান, দগ্ধ ১
নড়াইলের সদর উপজেলায় আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন একজন। তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোরে উপজেলার গোবরা বাজারে ঘটনাটি ঘটে। এই বাজারে দগ্ধ সাইফুল ইসলামের মুদি দোকান রয়েছে।
আরো পড়ুন:
বৃষ্টির পানিতে নিভল মহালছড়ির ভয়াবহ আগুন
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
ফায়ার সার্ভিস ও ভুক্তভোগী দোকান মালিকরা জানান, আজ ভোর সাড়ে ৫টার দিকে সাইফুল ইসলামের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের দুইটি দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।
আগুনে পুড়তে থাকা দোকান থেকে মালামাল বের করতে গিয়ে সাইফুল ইসলাম দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
নড়াইল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।”
ঢাকা/শরিফুল/মাসুদ