চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টের প্রথম পাঁচ দিনে বাংলাদেশে বৈধ পথে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৪ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি আগস্টের প্রথম পাঁচ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তা আগের বছরের একই সময়ের চেয়ে ৮১ শতাংশ বেশি। ২০২৪ সালে আগস্টের প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স এসেছিল ১৮ কোটি ১০ লাখ ডলার।  

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, অর্থপাচার রোধে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে। এ কারণে হুন্ডিসহ বিভিন্ন অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমে গেছে। ফলে, বৈধ পথে রেমিট্যান্স আহরণ বেড়েছে।

গত জুলাই মাসে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। 

২০৪-২০২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স আহরণ ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। ওই অর্থবছরের জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বরে ২১৯ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার, ডিসেম্বরে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার, জানুয়ারিতে ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার, ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার, মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ মার্কিন, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ মার্কিন ডলার, মে মাসে ২৯৭ কোটি মার্কিন ডলার এবং জুন মাসে ২৮২ কোটি ১২ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

ঢাকা/নাজমুল/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ম ট য ন স এস ছ আগস ট র প

এছাড়াও পড়ুন:

অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার সম্মানে ‘রেভফেস্ট-২০২৫’ কনসার্ট

জুলাই গণ-অভ্যুত্থানে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মত্যাগকে সম্মান জানাতে ‘রেভফেস্ট-২০২৫’ কনসার্টের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আলোকি কনভেনশন সেন্টারে এ কনসার্টের আয়োজন করা হয়। চলে রাত ১১টা পর্যন্ত।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করে। কনসার্টে ওয়ারফেজ, অ্যাভয়েড রাফা, সন্ধি, সভ্যতা, লেভেল ফাইভ, রকসল্ট, ইডেনস গার্ডেনসহ আরও অনেকে গান পরিবেশন করে।

আয়োজন নিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ প্রথম আলোকে বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ধন্যবাদ প্রাপ্য, আমার কাছে মনে হয়েছে সঠিকভাবে হয়তো তাঁদেরকে এটা প্রদান করা হয়নি। সেই জায়গা থেকে তাঁদের শিক্ষক হিসেবে, তাঁদের সহযোদ্ধা হিসেবে আজকে এই অনুষ্ঠানটা আমার তরফ থেকে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।’

নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ফেরদৌস নাভিদ প্রথম আলোকে বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে যারা ৫ আগস্টের গণ–অভ্যুত্থানে অবদান রেখেছিল, তাদের অবদানকে স্মরণে রেখে আমাদের শিক্ষক ববি হাজ্জাজ স্যার এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, এটি তাঁর পক্ষ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের জন্য একটি উপহার। সে জন্য আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

সম্পর্কিত নিবন্ধ

  • নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের বরাদ্দ ২,৯৫৬ কোটি টাকা
  • ঢাকা দক্ষিণে ৩৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট ঘোষণা
  • ২ কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয়
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন নিয়োগ, ৫ পদে নেবে ১৫৫ জন
  • আজ টিভিতে যা দেখবেন (৬ আগস্ট ২০২৫)
  • অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার সম্মানে ‘রেভফেস্ট-২০২৫’ কনসার্ট
  • জুলাইয়ে পণ্য রপ্তানি বেড়েছে প্রায় ২৫%
  • কাপ্তাই হ্রদ: মৎস্য আহরণের প্রথম দিন রাজস্ব আয় ২০ লাখ টাকা
  • কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু