হিন্দুধর্মের অনুসারীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। নানা আয়োজন এ উৎসব পালিত হয়েছে। ভারতীয় বাংলা সিনেমার তারকারাও পরিবার নিয়ে আনন্দে মেতেছিলেন। চলুন ছবিতে দেখে নিই, তারকাদের দুর্গাপূজা—  

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা-নির্মাতা পরমব্রত চ্যাটার্জি। কিছুদিন আগে পুত্রসন্তানের বাবা হয়েছেন। বাবা হওয়ার পর প্রথমবার দুর্গাপূজা উদযাপন করলেন। পূজার পুরো সময়টা স্ত্রী-সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে আনন্দে মেতেছিলেন এই অভিনেতা।

আরো পড়ুন:

চাঁদপুরে নেচে-গেয়ে দেবী দুর্গাকে বিদায় দিল হরিজনরা

বরিশালে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা

১.

অষ্টমীর দিনে স্ত্রী-সন্তান নিয়ে পূজামণ্ডপে যান পরমব্রত। সেখানে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই অভিনেতা লেখেন, “আমাদের তিনজনের প্রথম মহা অষ্টমী। মামার বাড়ির পাড়ায়, যেখানে বড় হয়েছি, বালিগঞ্জ স্টেশন রোডে। পুজোর এই দিনে প্রতি বছর এখানেই ফিরে যাই। সহজ সাধারণ মিষ্টি পাড়ার পুজো। বাবার ছোটবেলার পাড়ায়, ছোটবেলার পুজোয় নগ্ন বাবুর এইবার প্রথম আসা।”

 

২. অভিনেত্রী মিমি চক্রবর্তী চুটিয়ে উপভোগ করেছেন পূজার আনন্দ। ৬ষ্ঠী থেকে শুরু করে প্রত্যেক দিন পূজামণ্ডপে গিয়েছেন এই অভিনেত্রী। মজার ব্যাপার হলো, প্রত্যেক দিনই শাড়িতে সেজেছিলেন এই অভিনেত্রী। 

 

৩. বিয়ের পর সংসারে অধিক মন দেন কোয়েল মল্লিক। যদিও পাশাপাশি সিনেমার কাজ চালিয়ে গিয়েছেন। ২০২০ সালে পুত্রসন্তানের মা হন কোয়েল। গত বছর কন্যা সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। দুর্গাপূজায় স্বামী ও দুই সন্তান ছাড়াও বাবা-মাসহ পরিবারের সঙ্গে আনন্দে উদযাপন করেন এই অভিনেত্রী। তার নানা মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। সপ্তমীর দিন কন্যার ছবি প্রথম প্রকাশ করেন কোয়েল।    

 

৪. দুর্গাপূজার আনন্দ দারুণ উপভোগ করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এ আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ‘দেবী চৌধুরানী’ সিনেমা। কারণ পূজা উপলক্ষে মুক্তি পেয়েছে তার অভিনীত এই সিনেমা। অষ্টমীর দিন পূজামণ্ডপে গিয়ে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ অভিনেত্রী লেখেন—“শুভ অষ্টমী।”

 

৫. টলিউডের আলোচিত তারকা দম্পতি নুসরাত জাহান-যশ দাশগুপ্তা। মাঝে গুঞ্জন উড়েছিল, ভেঙে যাচ্ছে তাদের সংসার। যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন নুসরাত-যশ। সবকিছু পেছনে ফেলে দুর্গাপূজা চুটিয়ে উপভোগ করেন এই দম্পতি। একসঙ্গে পূজামণ্ডপে দেখা গেছে তাদের। অষ্টমীর দিন তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নুসরাত জাহান লেখেন, “একটু দেখো মা।”\

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সন ত ন আনন দ

এছাড়াও পড়ুন:

দিনভর আনন্দ আয়োজনে সাফল্য উদ্‌যাপন

ভালো ফলাফলের পাশাপাশি প্রথমে ভালো মানুষ হয়ে উঠতে হবে। দেশ ও মানুষকে ভালোবাসতে হবে। বই ও জ্ঞানের কোনো সীমা-পরিসীমা নেই। যুগের সঙ্গে তাল মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তির জ্ঞান আহরণ করতে হবে। পাশাপাশি গান, আবৃত্তি, অভিনয়ের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা বাড়াতে হবে।

শুক্রবার রংপুরে ‘প্রেসিডেন্সি ইউনিভার্সিটি-প্রথম আলো কৃতী শিক্ষার্থী উৎসব-২০২৫’-এ কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে আমন্ত্রিত অতিথিরা এ কথাগুলো বলেন। ‘স্বপ্ন থেকে সাফল্যের পথে, একসাথে’ স্লোগানে প্রথম আলোর আয়োজনে ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে।

চট্টগ্রামের পর আজ রংপুরে ছিল দ্বিতীয় আয়োজন। অন্য ছয়টি বিভাগীয় শহরে এ সংবর্ধনা দেওয়া হবে। রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ২ হাজার ৪০০ শিক্ষার্থী নিবন্ধন করেন। সকাল থেকেই কৃতী শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। নির্ধারিত বুথ থেকে ক্রেস্ট, স্ন্যাকস ও ডিজিটাল সার্টিফিকেট সংগ্রহ করে বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা।

রংপুর পুলিশ লাইনস স্কুল থেকে পাস করা শিক্ষার্থী আরেফা খানম এসেছেন এক দিনের জন্য চাপমুক্ত থাকতে। তিনি বলেন, ভর্তি পরীক্ষা পড়াশোনার চাপে বেড়ানোর সুযোগ হয় না। তাই আজকের দিন বন্ধুদের সঙ্গে আনন্দে কাটাতে চান। কুড়িগ্রামের আবদুর রহিম এসএসসিতেও জিপিএ-৫ পেয়েছিলেন। প্রথম আলোর সংবর্ধনার কথা উল্লেখ করে বলেন, এইচএসসির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার এই আয়োজন তাঁর ভালো লাগছে।

রংপুরে ‘প্রেসিডেন্সি ইউনিভার্সিটি-প্রথম আলো কৃতী শিক্ষার্থী উৎসব-২০২৫’-এ আগত অতিথিরা। শুক্রবার রংপুর জিলা স্কুল মাঠে

সম্পর্কিত নিবন্ধ

  • ইবিতে অভয়ারণ্যের মেহেদি উৎসব
  • জানা গেল রাজামৌলির ছবির নাম, থাকছেন মহেশ বাবু-প্রিয়াঙ্কা
  • দেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদারের জয়ের গল্প আসছে
  • নানা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আদি নববর্ষ’ উদ্‌যাপন
  • মুগ্ধ করল নবান্ন উৎসবে ধান কাটার প্রতিযোগিতা
  • নবান্নের পিঠায় সুবাসিত রাবি
  • ঘূর্ণির জাদুতে বিশ্বজয় 
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব রোববার
  • পয়লা অগ্রহায়ণে ‘নববর্ষ’ উদ্‌যাপন করবে ডাকসু
  • দিনভর আনন্দ আয়োজনে সাফল্য উদ্‌যাপন