কোটি টাকা আত্মসাৎ, সমাজসেবা কর্মকর্তাসহ ২ জনের বিরুদ্ধে মামলা
Published: 17th, October 2025 GMT
মাদারীপুরের কোটি টাকা আত্মসাতের অভিযোগে সমাজসেবা কর্মকর্তাসহ দুইজনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. সাইদুর রহমান অনু বাদী হয়ে মামলাটি করেন।
আরো পড়ুন:
দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক এমপি শিবলী সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা
অভিযুক্তরা হলেন- মাদারীপুরের সাবেক শহর সমাজসেবা কর্মকর্তা শ্যামল পান্ডে এবং শাহ মাদার দরগাহ শরীফের সুপার মোহাম্মদ আল আমিন। শ্যামল পান্ডে বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত।
দুদকের অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্ত দুই কর্মকর্তা যৌথভাবে সরকারি অর্থ আত্মসাৎ ও জালিয়াতির মাধ্যমে নিজেদের আর্থিক সুবিধা নিয়েছেন। তারা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় মৃত ও অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নামে ভুয়া ফাইল তৈরি করেন এবং জাল ব্যাংক হিসাব খুলে সরকারি অর্থ উত্তোলন করেন। তদন্তে দেখা যায়, তারা প্রায় ৪৩ লাখ টাকার সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। এ ছাড়া, ইসলামী ব্যাংক মাদারীপুর শাখায় প্রভিডেন্ট ফান্ড ও অন্যান্য ডিপোজিট স্কিমের অর্থে অনিয়ম করে ৪৭ লাখ টাকা এবং শাহ মাদার দরগাহ শরীফ এতিমখানার অনুদানকৃত ১১ লাখ টাকা আত্মসাৎ করেছেন। সব মিলিয়ে আত্মসাৎকৃত মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি এক লাখ টাকা।
দুদক সূত্র জানায়, সরকারি অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের প্রাথমিক প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন আইন, ১৯৪৭ সালের ৫(২) ধারা অনুযায়ী মামলাটি করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, “দুর্নীতির বিরুদ্ধে দুদক সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে শাহ মাদার দরগাহ শরীফ এতিমখানার অনুদান আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
ঢাকা/বেলাল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত সরক র
এছাড়াও পড়ুন:
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়েছে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান মঞ্চে এসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
উপস্থিত হয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।
বিস্তারিত আসছে..
ঢাকা/আসাদ/নঈমুদ্দীন/সাইফ