চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৫ হল সংসদে নির্বাচিত যারা
Published: 17th, October 2025 GMT
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৫টি হল ও হোস্টেল সংসদ নির্বাচনে জয়ীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে হল ও হোস্টেল সংসদের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করে রাকসু নির্বাচন কমিশন।
আরো পড়ুন:
চাকসুর ফলাফল: ২ জন বাদে সবাই শিবিরের
চাকসু নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে: নাছির
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী মিলেয়ে হল রয়েছে ১৪টি। হোেস্টেল আছে একটি। এই ১৫টিতেই নির্বাচন হয়েছে। এই ১৫ সংসদে জয়ীদের তালিকা একনজরে দেখে নেওয়া যাক।
এফ রহমান হল সংসদ
ভিপি- শাহরিয়ার আহমেদ সোহাগ, জিএস- তামিম চৌধুরী, এজিএস- সাইদুল ইসলাম, খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক- নাইমুর রহমান; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- জয়নুল আবেদীন ফাহিম, দপ্তর সম্পাদক- কামরুল ইসলাম; রিডিংরুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি সম্পাদক- জামাল উদ্দিন; সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক- শেখ মাআজ আহাম্মেদ; বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক- ওমর বিন কাসেম ইফতি, স্বাস্থ্য সম্পাদক- তানজিম আশরাফ রাতুল, যোগাযোগ ও আবাসন সম্পাদক- মাঈনউদ্দিন হাসান ওয়াসি।
এছাড়া ৩ নির্বাহী সদস্য হলেন- আবু বাইত সিয়াম, আবু রায়হান বাবু ও মাহাফুজুর রহমান।
আলাওল হল সংসদ
ভিপি- রাকিব মাহমুদ, জিএস- নুরনবী হাসান, এজিএস- শোয়েব তুষার, খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক- আল-আমিন সরকার বনি; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- শেফায়েত হোসাইন, দপ্তর সম্পাদক- মো.
এছাড়া ৩ নির্বাহী সদস্য হলেন- হাবিব পাটওয়ারি, শাহেনশাহ তানজিম ও ইসমাইল হোসেন।
অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল সংসদ
ভিপি- রিপুল চাকমা, জিএস- কবির আলী, এজিএস- অনন্ত কীর্ত্তনীয়া, খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক- রুমনজয় তঞ্চঙ্গ্যা; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- মনষা ত্রিপুরা, দপ্তর সম্পাদক- অরিয়ন চাকমা; রিডিংরুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি সম্পাদক- অন্তর চদ্র দেব; সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক- চয়ন বড়ুয়া; বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি: অমিতাভ বড়ুয়া, স্বাস্থ্য সম্পাদক- সিনেট চাকমা, যোগাযোগ ও আবাসন সম্পাদক- আমানুল্লাহ।
নির্বাহী সদস্যরা হলেন- শোভন চাকমা, সজীব তঞ্চঙ্গ্যা ও রাওঙি ম্রো।
শাহ আমানত হল সংসদ
ভিপি- জাহাঙ্গীর আলম হান্নান, জিএস- আবিদুর রহমান, এজিএস- আলী আহছান মো. মুজাহিদ, খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক- ফয়সাল আহম্মেদ; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- জাহিদুল ইসলাম সজল, দপ্তর সম্পাদক- আইমান বিন কামাল; রিডিংরুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি সম্পাদক- জয় মিয়া; সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক- আকাইদ খান; বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক- আশিকুল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক- আশ্রাফুল এলাহী চৌধুরী, যোগাযোগ ও আবাসন সম্পাদক- মোস্তাফিজুর রহমান।
নির্বাহী সদস্যরা হলেন- জাওয়াদ ইবনে জিহাদ, ফুরকান উদ্দিন ও আব্দুল্লাহ আল রায়হান।
আব্দুর রব হল সংসদ
ভিপি- বোরহান উদ্দিন, জিএস- মনির হোসেন, এজিএস- আবু বক্কর, খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক- জহিরুল ইসলাম; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- আব্দুর রহিম সিয়াম, দপ্তর সম্পাদক- সাকিব আল মাহমুদ; রিডিংরুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি সম্পাদক- আশিকুর রহমান; সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার: আব্দুল্লাহ আল সাদ; বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক- মুজাহিদুল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক- আশিকুর রহমান আসিফ, যোগাযোগ ও আবাসন সম্পাদক- রেদোয়ানুল করিম
নির্বাহী সদস্যরা হলেন- সানি মাহবুব, সুলতানুল আরেফিন আকিল ও তানজিত রাহাত জয়।
শহীদ ফরহাদ হোসেন হল সংসদ
ভিপি- শরিফুল ইসলাম, জিএস- মাসউদুর রহমান ফাহাদ, এজিএস- কাজী তাফহিমুল হক, খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক- বখতিয়ারুল ইসলাম; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- সানোয়ার আলম শিহাব, দপ্তর সম্পাদক- হারুনুর রশিদ; রিডিংরুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি সম্পাদক- তানভীর আহমদ; সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক- পারভেজ মোশাররফ; বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক- জাহিন সরকার আবির, স্বাস্থ্য সম্পাদক- তৌফিকুল ইসলাম তফু, যোগাযোগ ও আবাসন সম্পাদক- মাছুম মিয়া।
নির্বাহী সদস্যরা হলেন- মোকাদ্দেছ হোসাইন, আবির হোসেন ও মাছুম আব্দুল্লাহ।
শাহজালাল হল সংসদ
ভিপি- আলাউদ্দিন সন্দ্বীপী, জিএস- রায়হান চৌধুরী, এজিএস- ইমতিয়াজ জাবেদ, খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক- রাশেদ জামিল ইফতি; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- ইসতিয়াক হোসেন মজুমদার, দপ্তর সম্পাদক- তৌহিদুল ইসলাম ; রিডিংরুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি সম্পাদক- তানভীর হাসান প্রান্ত (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক- মাহমুদুর রহমান তামিম; বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক- মাহিদুজ্জামান মাহিদ, স্বাস্থ্য সম্পাদক- মোহাম্মদ রিয়াদ, যোগাযোগ ও আবাসন সম্পাদক- শরীফ সাদমান শাহরীয়ার।
নির্বাহী সদস্যরা হলেন- মুনতাসির আহমেদ, আসআদ উদদৌলা ও মোহাম্মদ ফারুক।
সোহরাওয়ার্দী হল সংসদ
ভিপি- নিয়ামত উল্লাহ ফারাবী, জিএস- নূরন্নবী সোহান, এজিএস- রেসালাত লিসান, খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক- কবির হাসান শুভ; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক-নাঈম উদ্দীন, দপ্তর সম্পাদক- আব্দুল্লাহ ফারহান আসিফ; রিডিংরুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি সম্পাদক- আজহারুল ইসলাম; সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক- আসিফ আহমদ চৌধুরী; বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক- গোলাম রাব্বানী নাঈম, স্বাস্থ্য সম্পাদক- সাজেদুর রহমান মারুফ, যোগাযোগ ও আবাসন- রায়হান কবির।
নির্বাহী সদস্যরা হলেন- মুশফিকুর রহিম, আবু আয়াজ মো. তাওসিফ ও শাহ আলম।
মাস্টার দ্য সূর্যসেন হল সংসদ
ভিপি- তাজিম ইবনে হাবিব, জিএস- সাদমান আল-তাছিন, এজিএস- শাখাওয়াত হোসেন, খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক- সাদেফুর রহমান৷ সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- নিলয় দত্ত, দপ্তর সম্পাদক- নাজমুল হাসান; রিডিংরুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি সম্পাদক- তরুন বিজয় চাকমা; সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক-আরাফাত বিন আজিজ; বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি মাজহারুল হক, স্বাস্থ্য সম্পাদক- শিহাব আলী, যোগাযোগ ও আবাসন সম্পাদক তৌফিকুল ইসলাম।
নির্বাহী সদস্যরা হলেন- জানে আলম বায়েজিদ, আবিরুল ইসলাম ও সাইফুদ্দিন মো. খালেদ
বিজয় ২৪ হল সংসদ (ছাত্রী হল)
ভিপি- সানু আক্তার নদী, জিএস- সাদিয়া মাহসীন, এজিএস- শাম্মী আক্তার সুরভী, খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক-অন্তরা সাহা (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- আফিয়া ইবনাত ওয়াফা, দপ্তর সম্পাদক- আবিদা সুলতানা; রিডিংরুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি সম্পাদক- সাদিয়া নাসরিন; সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক- তাহিয়া রহমান নুহা; বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক- আম্মাতুল বাসরী বৃষ্টি, স্বাস্থ্য সম্পাদক- সানজিদা শারমিন তৃষা (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), যোগাযোগ ও আবাসন সম্পাদক- তাবাসসুম কায়সার জেরিন।
নির্বাহী সদস্যরা হলেন- রেহানা আক্তার, আয়েশা খাতুন ও মিফতাহুল জান্নাহ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদ (ছাত্রী হল)
ভিপি- সুমাইয়া নুসরাত, জিএস- নাজিফা তাশফিয়াহ, এজিএস- ইসরাত জাহান, খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক- স্বর্ণালী আক্তার ইমা; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- রাদিয়া আক্তার শশী, দপ্তর সম্পাদক- সানজিদা আফরোজ; রিডিংরুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি সম্পাদক- শারমিন সুলতানা; সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক- পূর্ণিমা রাণী দাশ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদা- নিশাত সালসাবিল শিকদার, স্বাস্থ্য সম্পাদক: তানিয়া রহমান, যোগাযোগ ও আবাসন সম্পাদক- আয়শা সিদ্দিকা আরবী।
নির্বাহী সদস্যরা হলেন- উম্মে হাবীবা, জেবা তাহসিন সূচি ও সীমা আক্তার।
নবাব ফয়জুন্নেসা হল সংসদ (ছাত্রী হল)
ভিপি- পারমিতা চাকমা (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), জিএস- সিংঞো ইউ মারমা, এজিএস- সুমাইয়া আক্তার, খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক- ইতি চাকমা (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- প্রত্যাশা চাকমা (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), দপ্তর সম্পাদক- অপরাজিতা বড়ুয়া তিন্নী (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); রিডিংরুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি সম্পাদক- খিং খিং ছেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক- মোনালিসা চাকমা (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি: সুরঞ্জনা ত্রিপুরা (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), স্বাস্থ্য সম্পাদক- তাসফিয়া তাবাসসুম, যোগাযোগ ও আবাসন সম্পাদক- শ্রেয়া তালুকদার (বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত)।
নির্বাহী সদস্যরা হলেন- অনন্যা চাকমা, প্রমিতা ত্রিপুরা ও শিপ্রা তনচংগ্যা। তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত।
প্রীতিলতা হল সংসদ (ছাত্রী হল)
ভিপি- নুসরাত জাহান তৃনা, জিএস- নাদীয়া সুলতানা তাসনীয়া, এজিএস- আফরিদা রিমা, খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক- অন্তরা চাকমা (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- নাবিলা সুলতানা, দপ্তর সম্পাদক- হুমায়রা তাবাসসুম; রিডিংরুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি সম্পাদক- তাহসিন আহমেদ তৃষা; সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক- কুলসোন খাতুন; বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক- সিরাজুম মুনিরা, স্বাস্থ্য সম্পাদক- ইসরাত জাহান ইপ্তি, যোগাযোগ ও আবাসন সম্পাদক- অজিফা আক্তার মিম।
নির্বাহী সদস্যরা হলেন- সুমাইয়া করিম, আফরোজা সুলতানা ও এরিনা চাকমা।
শামসুন নাহার হল সংসদ (ছাত্রী হল)
ভিপি- ফাইরোজ ফেরদৌস, জিএস- সাদিয়া বিনতে সিদ্দিক, এজিএস- পিংকী রানী; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- মোনতাহিনা জান্নাত স্বর্ণা, দপ্তর সম্পাদক- সাইমুন সাদিয়া (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); রিডিংরুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি সম্পাদক- নিসাদ জান্নাত (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক- ইফফাত আরা জুই (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক- তাসমিন আক্তার চৌধুরী, স্বাস্থ্য সম্পাদক- সুমাইয়া আক্তার বর্ষা, যোগাযোগ ও আবাসন- কানিজ ফাতেমা সিফাত (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)।
নির্বাহী সদস্যরা হলেন- নাফিসা নাঈম তাসফিয়া, মিফতাহুল জান্নাত ও আফিয়া জাহিন। তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।
শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল সংসদ
ভিপি- খন্দকার মাসরুর আল ফাহিম, জিএস- আফসার সরকার, এজিএস- নুর ইকবাল সানি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); খেলাধুলা, ক্রিয়া ও ক্যান্টিন সম্পাদক- সুকুমার রায়; শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- ফরহাদ হোসেন সুমন, দপ্তর সম্পাদক- আশিক বাবু; সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক- তুষার দে; স্বাস্থ্য, আবাসন ও যোগাযোগ সম্পাদক- জামিল হোসেন
নির্বাহী সদস্যরা হলেন- মাহমুদুল ইসলাম মিনহাজ ও আবু বকর ছিদ্দিক। তারা উভয়েই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।
ঢাকা/রাসেল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ল ইসল ম দ ল ইসল ম দ র রহম ন দ র রহ উদ দ ন সদস য
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৯ অক্টোবর ২০২৫)
ওয়ানডেতে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথেয়তা দেবে লিভারপুল। আগামীকাল ভোরে অ-২০ বিশ্বকাপে ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও মরক্কো।
১ম ওয়ানডেঅস্ট্রেলিয়া-ভারত
সকাল ৯-৩০ মি., স্টার স্পোর্টস ১
ভারত-ইংল্যান্ড
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
টটেনহাম-অ্যাস্টন ভিলা
সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
লিভারপুল-ম্যান ইউনাইটেড
রাত ৯-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
হেতাফে-রিয়াল মাদ্রিদ
রাত ১টা, বিগিন অ্যাপ
কোমো-জুভেন্টাস
বিকেল ৪-৩০ মি., ডিএজেডএন
আতালান্তা-লাৎসিও
রাত ১০টা, ডিএজেডএন
এসি মিলান-ফিওরেন্তিনা
রাত ১২-৪৫ মি., ডিএজেডএন
আর্জেন্টিনা-মরক্কো
আগামীকাল ভোর ৫টা, ফিফা প্লাস
জাপান-নিউজিল্যান্ড
সন্ধ্যা ৭টা, ফিফা প্লাস
নাইজেরিয়া-কানাডা
রাত ১টা, ফিফা প্লাস
স্পেন-কলম্বিয়া
রাত ১টা, ফিফা প্লাস
জাম্বিয়া-প্যারাগুয়ে
রাত ১টা, ফিফা প্লাস