শিল্প কখনো কখনো কেবল বিনোদনের মাধ্যম নয়—এটি সমাজ ও অঞ্চলের রূপান্তরেও ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ঘটেছে তেমনই একটি ঘটনা। একটি সিনেমা বদলে দিয়েছে একটি গ্রামের পরিচিতি, আর সেই পরিবর্তনের স্বীকৃতি পেলেন চলচ্চিত্র পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড। 

১৯৫০ সালের ৫ জানুয়ারি নাচোলে সংঘটিত ইলা মিত্রের নেতৃত্বে কৃষক–সাঁওতাল বিদ্রোহের কাহিনি অবলম্বনে ডায়মন্ড নির্মাণ করেন ‘নাচোলের রানী’ সিনেমা। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি নাচোলকে নতুন করে পরিচিত করে বিশ্বজুড়ে। সিনেমার শুটিং স্পটকে কেন্দ্র করে ইলা মিত্রের নামে গড়ে ওঠে সংগ্রহশালা, যা এখন গ্রামীণ পর্যটনের অন্যতম আকর্ষণ। 

আরো পড়ুন:

‘সোলজার’-এ শাকিবের বিপরীতে তানজিন তিশার ফার্স্টলুক প্রকাশ

ফের বিজ্ঞাপনচিত্রে শাকিব খান

গ্রামবাসী পরিচালক ডায়মন্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাননি। তারই অংশ হিসেবে ১৬ নভেম্বর সংগ্রহশালার পাশে স্থাপন করা হয়েছে একটি স্বীকৃতি ফলক, যা উন্মোচন করেছেন কৃষক সমাজের প্রতিনিধি জিল্লুল রহমান এবং সাঁওতাল জনগোষ্ঠীর প্রতিনিধি বিধান সিং। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেছে গ্রামবাসী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। 

স্বীকৃতির মুহূর্তে আবেগপ্রবণ ডায়মন্ড বলেন, “জীবদ্দশায় এমন স্বীকৃতি পাওয়া সত্যিই দুর্লভ এবং আবেগঘন।” 

এ নিয়ে ফেসবুকে একটি পোস্টে দিয়েছেন ডায়মন্ড। তাতে তিনি লিখেছেন, “নাচোলের রানী মুক্তির পর নাচোল বিশ্বব্যাপী নতুন পরিচিতি পায়। দুই দশক পর এলাকাবাসীর উদ্যোগে এই ফলক স্থাপন সত্যিই গর্বের।”

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র ড য়মন ড

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তিতে ধস, বছরে কমেছে ১৭%

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমেছে। এ বছর শরৎ সেশনে নতুন বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে প্রায় ১৭%, যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হ্রাস বলে জানা গেছে। গতকাল সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানায় অলাভজনক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই)।

ভিসা উদ্বেগই প্রধান কারণ

প্রতিবেদনে বলা হয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান নতুন ভর্তি কমার কথা জানিয়েছে, তাদের ৯৬% ভিসা আবেদন নিয়ে উদ্বেগকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে। এ ছাড়া ৬৮% প্রতিষ্ঠান জানিয়েছে, বিভিন্ন ভ্রমণ নিষেধাজ্ঞা ও বিধিনিষেধও প্রভাব ফেলেছে।

ট্রাম্প প্রশাসনের কড়া ভিসা নীতি, শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যাচাই, ভিসা বিলম্ব ও বাতিল হওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তার স্বার্থে ভিসাপ্রক্রিয়া আরও শক্তিশালী করছেন।

আরও পড়ুনঅস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ফেলোশিপ, ৬ খাতে বিনা মূল্যে প্রশিক্ষণের সুযোগ১৭ নভেম্বর ২০২৫

অর্থনীতিতে প্রভাব

২০২৪–২৫ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে প্রায় ১২ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করেছেন। তাঁরা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ৫৫ বিলিয়ন ডলার অবদান রেখেছেন, যা বিশ্ববিদ্যালয়গুলোর আয় ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুনকমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ, ভাতা–আবাসন–বিমানভাড়ার সঙ্গে সন্তানের জন্যও অর্থ ৯ ঘণ্টা আগে

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি

প্রতিবেদনে বলা হয়েছে, ৮২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২৯ শতাংশ বলেছে, নতুন ভর্তি বেড়েছে; ১৪% বলেছে, অপরিবর্তিত আছে এবং ৫৭% জানিয়েছে যে নতুন ভর্তি কমেছে। সবচেয়ে বেশি নতুন ভর্তি হ্রাস দেখা গেছে ভারতীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে, যাঁরা যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সবচেয়ে বড় উৎস।

ভিসা জটিলতা অব্যাহত

অনেক প্রতিষ্ঠান জানিয়েছে, দীর্ঘ সময় ধরে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, সাময়িক ভিসা ইস্যু বন্ধ থাকা এবং আবেদন প্রত্যাখ্যান শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আসার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভিসা উদ্বেগ বহু বছর ধরেই ভর্তি কমার প্রধান কারণ হিসেবে বিবেচিত।

আরও পড়ুনআধুনিক ভাষা ইনস্টিটিউটে ১৪টি ভাষা কোর্স, আবেদনের শেষ ৭ ডিসেম্বর৭ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ