‘তারেক রহমান মানবতার দূত হিসেবে কাজ করছেন’
Published: 18th, November 2025 GMT
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘‘সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানবতার দূত হিসেবে কাজ করছেন।’’
তিনি বলেন, ‘‘কোনো লোক অসুস্থ, কারো ঘরে খাবার নেই, জুলাই বিপ্লব বা ফ্যাসিবাদী আমলে স্বজন হারিয়েছেন—সেসব অসহায় পরিবারের দিকে যেন তারেক রহমান চোখ পড়ে আছে। আমরা বিএনপি পরিবারের মাধ্যমে তারেক রহমান তাদের পাশে দাঁড়াচ্ছেন।’’
আরো পড়ুন:
ইসির সামনে অনশনরত তারেকের পাশে রিজভী
পাশের দেশে পালান ব্যক্তিকে ফেরাতে সুড়ঙ্গ তৈরির চেষ্টা চলছে: রিজভী
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বগুড়া শহীদ খোকন পার্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘‘বিরোধী দলের লোকজনকে হত্যা করে ক্ষমতা মজবুত করবেন, আজীবন টিকে থাকবেন বলে মনে করতেন যারা। তারা নিজের চোখেই নিজের পতন দেখলেন। আল্লাহ অন্যায়ের বিচার পৃথিবীতে করেন এটি প্রমাণিত।’’
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব আরো বলেন, ‘‘বেগম খালেদা জিয়াকে যখন তার স্বামীর স্মৃতিবিজড়িত বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তখন তিনি বলেছিলেন, আপনাদের ওপর আল্লাহর গজব পড়বে। ম্যাডাম এখনো বেঁচে আছেন, আমরা গজব দেখছি।’’
ঢাকা/এনাম/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ত র ক রহম ন ব এনপ র
এছাড়াও পড়ুন:
সহ–অধিনায়ক হলেন মিরাজ, নাজমুল ও সাইফ
গত জুনেই তিন সংস্করণের জন্য আলাদা তিন অধিনায়ক বেছে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু কোনো সংস্করণেই ছিল না সহ-অধিনায়ক। এবার একসঙ্গেই তিন সহ-অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, টেস্টে মেহেদী হাসান মিরাজ, ওয়ানডেতে নাজমুল হোসেন আর টি-টোয়েন্টিতে সহ–অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফ হাসান।
আরও পড়ুনমুশফিকের মধ্যে ১৫০ টেস্টের ক্ষুধা দেখেন সিমন্স৩ ঘণ্টা আগেআয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপের আগামী চক্র পর্যন্ত টেস্ট অধিনায়ক হিসেবে নাজমুল হোসেনের নাম ঘোষণা করা হয়। এই সংস্করণে তাঁর ‘ডেপুটি’ হয়েছেন মিরাজ।
ওয়ানডেতে ঠিক এর উল্টো। আগামী বছরের জুন পর্যন্ত এক বছরের জন্য ওয়ানডে সংস্করণের অধিনায়ক করা হয়েছে মিরাজকে। সেখানে তাঁর ডেপুটি হলেন নাজমুল। গত জুনে শ্রীলঙ্কা সিরিজের আগে নাজমুলকে সরিয়েই মিরাজকে এ সংস্করণের অধিনায়ক করা হয়েছিল।
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। গত এশিয়া কাপ থেকে এ সংস্করণে ব্যাট হাতে সামর্থ্যের প্রমাণ দিয়ে ধারাবাহিকতা ধরে রেখেছেন সাইফ হাসান। তাঁকে এ সংস্করণে এখন সহ–অধিনায়কও করা হলো।
আরও পড়ুনক্রিকেটার মুশফিককে তো চেনেন, মানুষ মুশফিককে চেনেন কতটা১০ ঘণ্টা আগে