জুলাই সনদ সই হয়েছে, ভালো হয়েছে: মান্না
Published: 17th, October 2025 GMT
জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর করার পর এই প্রতিক্রিয়া জানান মান্না। তিনি বলেন, ‘একটা শঙ্কা ছিল। বাইরে একটা বিশৃঙ্খলা দেখা গেছে। আমি বলব, সরকার এবং কমিশন খুব ঠান্ডা মাথায়, ধৈর্য ধরে এটা মোকাবিলা করেছে, যার কারণে এটা করা গেছে।’
জুলাই সনদ নিয়ে তিনি বলেন, ‘বিতর্কিত বিষয় ছিল, সেগুলো পরিহার করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত এটা (জুলাই জাতীয় সনদ) সই হয়েছে, আমি বলব, বিষয়টা ভালো হয়েছে।’
এক প্রশ্নের জবাবে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘রাষ্ট্রের চার মূলনীতির সঙ্গে সঙ্গে স্বাধীনতার ঘোষণাটাও বাদ পড়ে গেছে। এটা আমরা কথা বলেছি, ঘোষণা থাকবে–বলা হয়েছে আমাদেরকে। খসড়াটা দেখা হয়নি, আমরা বিশ্বাস করি, স্বাধীনতার ঘোষণাটা থাকবে।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবক সবুজ মিয়ার (৩০) মরদেহ ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে হস্তান্তর করে তারা।
এর আগে, একইদিন ভোরে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্তের ৮৪৬ নং সীমানা পিলারের কাছে বিএসএফের গুলিতে নিহত হন সবুজ। তিনি একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
আরো পড়ুন:
দুইজনের প্যান্টের পকেটে মিলল ২ কোটি টাকার স্বর্ণ
গাংনী সীমান্ত দিয়ে ৩০ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
আরো পড়ুন: পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বিজিবি জানায়, সবুজ মিয়া সঙ্গীদের নিয়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পারাপারের চেষ্টা করছিলেন। এ সময় সীমান্তে টহলরত বিএসএফের একটি দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই সবুজ মিয়া মারা যান। তার সঙ্গীরা দ্রুত সেখান থেকে সরে যান।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নাজিরগোমানী বিওপির সীমান্ত পিলার ৮৬৮/৩-এস এর নিকটবর্তী ব্রিটিশরোড নামক স্থান দিয়ে মরদেহটি ফেরত দেয় বিএসএফ। পরে মরদেহটি নিহতের বড়ভাই আরিফ হাসানের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ সময় পাটগ্রাম থানা পুলিশ এবং নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।
৬১ বিজিবির অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম মোবাইলে বলেন, “বিএসএফের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। মরদেহটি ফেরত আনার জন্য বৃহস্পতিবার বিকেলে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করার উদ্যোগ নেওয়া হয়েছিল। রাতে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি ফেরত আনা হয়েছে।”
ঢাকা/সিপন/মাসুদ