নব্বই মিনিটের পর রেফারি বাড়তি সময় দিলেন ৪ মিনিট। কিন্তু ম্যাচজুড়ে এর চেয়ে বেশি সময় নষ্ট হয়েছে, এবং যোগ করা সময় কম হয়ে গেছে দাবি করে কড়া প্রতিবাদ জানান বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ফলাফল: লাল কার্ড। বাধ্য হয়ে ডাগআউট থেকে পেছনে চলে যাওয়া ফ্লিক এর ৩ মিনিট পরই পারলে চিৎকার করতে করতে মাঠে ঢুকে পড়েন।

১-১ সমতায় থাকা ম্যাচে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জিরোনার জালে বল পাঠান রোনাল্‌দ আরাউহো। আর শেষ মুহূর্তের এই গোলই বার্সেলোনাকে এনে দিয়েছে জিরোনার বিপক্ষে ২-১ গোলের জয়। যে জয় অন্তত এক দিনের জন্য হলেও লা লিগা পয়েন্ট তালিকায় শীর্ষে উঠিয়েছে বার্সেলোনাকে।

বিস্তারিত আসছে .

..।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৯৩ মিনিটে আরউহোর গোল, রোমাঞ্চকর জয় বার্সেলোনার

নব্বই মিনিটের পর রেফারি বাড়তি সময় দিলেন ৪ মিনিট। কিন্তু ম্যাচজুড়ে এর চেয়ে বেশি সময় নষ্ট হয়েছে, এবং যোগ করা সময় কম হয়ে গেছে দাবি করে কড়া প্রতিবাদ জানান বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ফলাফল: লাল কার্ড। বাধ্য হয়ে ডাগআউট থেকে পেছনে চলে যাওয়া ফ্লিক এর ৩ মিনিট পরই পারলে চিৎকার করতে করতে মাঠে ঢুকে পড়েন।

১-১ সমতায় থাকা ম্যাচে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জিরোনার জালে বল পাঠান রোনাল্‌দ আরাউহো। আর শেষ মুহূর্তের এই গোলই বার্সেলোনাকে এনে দিয়েছে জিরোনার বিপক্ষে ২-১ গোলের জয়। যে জয় অন্তত এক দিনের জন্য হলেও লা লিগা পয়েন্ট তালিকায় শীর্ষে উঠিয়েছে বার্সেলোনাকে।

বিস্তারিত আসছে ...।

সম্পর্কিত নিবন্ধ