বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে প্রশাসন ক্যাডারের দুজন কর্মকর্তাকে পদায়নের প্রতিবাদ জানিয়েছে তথ্য ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন।

গতকাল সোমবার সংগঠনের সহসভাপতি মোহাম্মদ আলী সরকার ও মহাসচিব মো. মামুন অর রশিদের সই করা এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ১৬ নভেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক পত্রে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এবং কনস্যুলেট জেনারেল অফিস অব বাংলাদেশ, দুবাই মিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) পদে বিসিএস (প্রশাসন) ক্যাডারের দুজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। বিদেশে বাংলাদেশ মিশনে এই পদে দীর্ঘ সময় ধরে বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডার কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, গত ১৩ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উল্লিখিত দুটি পদে আবেদন আহ্বান করে যে বিজ্ঞপ্তি দিয়েছিল, তার শর্তে উল্লেখ আছে, ‘গণমাধ্যম ও গণসংযোগের কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।’ চার্টার অব ডিউটিজ অনুযায়ী, গণমাধ্যম ও গণসংযোগের কাজের জন্য বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডার কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত।

বিবৃতিতে বলা হয়, সংগত কারণে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন বিদেশে বাংলাদেশের দুটি মিশনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের দুজন কর্মকর্তা নিয়োগের প্রতিবাদ জানাচ্ছে। অ্যাসোসিয়েশন আশা করছে, কর্তৃপক্ষ শিগগিরই এ নিয়োগ বাতিল করবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত ব স এস

এছাড়াও পড়ুন:

কেডিএস এক্সেসরিজের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি কেডিএস এক্সেসরিজ লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। এ কোম্পানিকে রেটিং দিয়েছে ক্রেডিট ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

রবিবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ক্রেডিট ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের রেটিং অনুযায়ী, কেডিএস এক্সেসরিজ দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কেডিএস এক্সেসরিজের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করছে ক্রেডিট ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • কেডিএস এক্সেসরিজের ক্রেডিট রেটিং নির্ণয়