বিয়ে বাড়ির খাবার খেয়ে একজনের মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ১৭
Published: 25th, November 2025 GMT
নওগাঁর ধামইরহাটে বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন।
গত রবিবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার আগ্রাদ্বিগুন গ্রামে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন তারা। সোমবার (২৪ নভেম্বর) সকালে রাজশাহী নেওয়ার পথে মারা যান মোজাফফর হোসেন (৩৮)। তিনি আগ্রাদ্বিগুন গ্রামের দলিল উদ্দিনের ছেলে।
আরো পড়ুন:
‘বেগম খালেদা জিয়ার হার্ট ও চেস্টে ইনফেকশন হয়েছে’
নারায়ণগঞ্জে কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে আগ্রাদ্বিগুন গ্রামের আমিরুল ইসলাম নামে এক ব্যক্তির মেয়ের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে প্রায় ৩০০ জনের খাবার আয়োজন ছিল। খাবার খাওয়ার পর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পেটে ব্যাথ্যা ও বমি শুরু হয়। অনেককেই দল বেঁধে ছুটতে থাকেন টয়লেটে। একে একে অনেকে অসুস্থ হলে সোমবার সকালে তাদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে মোজাফফর হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। রাজশাহীতে নেওয়ার পথে মোজাফফরের মৃত্যু হয়।
পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.
ঢাক/সাজু/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পাবনা-৩: ‘বহিরাগত হওয়ার প্রশ্নই আসে না, যারা বলছেন ভুল বলছেন’
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, “কেন্দ্রীয় নেতা হিসেবে তারেক রহমান আমাকে পাবনা-৩ আসনে মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। আমি পাবনারই সন্তান, আমি ও আমার পরিবার এখানকার ভোটার হয়েছি। ফলে বহিরাগত হওয়ার প্রশ্নই আসে না। যারা বলছেন, তারা ভুল বলছেন। আশা করি, তারা অবিলম্বে নিজেদের ভুল বুঝতে পেরে ফিরে আসবেন।”
তিনি বলেন, “তারা যদি দলকে ভালবাসেন, অবশ্যই তারা দ্রুত সময়ের মধ্যে ফিরে এসে ধানের শীষের বিজয়ে কাজ করবেন। কিছু নেতাকর্মী সর্বোচ্চ ৫ ভাগ তারা বাইরে আছেন। তারাও আমাকে বলেছেন, খুব শিগগির তারা মূলধারায় ফিরে আসবেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশ মানবেন।”
আরো পড়ুন:
বিএনপি ক্ষমতায় গেলে মেধার ভিত্তিতে চাকরি পাবে: ডা. জাহিদ
পাবনা-৩: বিএনপির প্রার্থী পরিবর্তন না করলে চাচা-ভাতিজার একজন স্বতন্ত্র হওয়ার ঘোষণা
আরো পড়ুন: পাবনা-৩: বিএনপির প্রার্থী পরিবর্তন না করলে চাচা-ভাতিজার একজন স্বতন্ত্র হওয়ার ঘোষণা
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৫টায় পাবনার চাটমোহরে ধানের শীষের পক্ষে গণমিছিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণমিছিল অনুষ্ঠিত হয়।
চাটমোহর বাসস্ট্যান্ড থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালুচর খেলার মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে, চাটমোহর পৌর ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এবং ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বাসস্ট্যান্ডে জড়ো হন। ব্যানার ফেস্টুন নিয়ে তারা গণমিছিলে অংশ নেন।
গণমিছিলে ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলাম বকু, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মুজাহিদ স্বপন, কৃষক দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শামসুর রহমান শামস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের মনোনয়ন বাতিল করে স্থানীয় নেতাকে প্রার্থী করার দাবিতে মশাল মিছিল ও পথসভা করেন বিএনপির একাংশের নেতারা।
ঢাকা/শাহীন/মাসুদ