দশম বারের মতো ভারতের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৭৫ বছর বয়সী নিতিশ কুমার। ক্ষমতাসীন ‘জাতীয় গণতান্ত্রিক জোট’ (এনডিএ)-এর মুখ্যমন্ত্রী হিসেবে আজ বৃহস্পতিবার শপথ নিতে চলেছেন এই পোড়খাওয়া রাজনীতিবিদ।

গতকাল পাটনা বিধানসভায় ‘জাতীয় গণতান্ত্রিক জোট’ (এনডিএ)-এর বিধায়কদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই সর্বসম্মতিক্রমে এনডিএ জোটের বিধান পরিষদীয় দলের নেতা হিসাবে নির্বাচিত করা হয় জোটের শরিক দল ‘জনতা দল ইউনাইটেড’ (জেডিইউ) প্রধান নীতিশ কুমারকে। এরপর রাজভবনে গিয়ে বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র তুলে দেন রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের হাতে। পাশাপাশি নতুন সরকার গঠনের দাবি পেশ করেন। 

আরো পড়ুন:

৬ দিনে অজয়-রাকুলের সিনেমা কত টাকা আয় করেছে?

জুটি বেঁধে পর্দায় ফিরছেন সাই পল্লবী-ধানুশ!

পাটনার গান্ধী ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রীসভার একাধিক সদস্য এবং বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা। মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের সঙ্গেই বৃহস্পতিবার তার নতুন ক্যাবিনেটের আরো একাধিক মন্ত্রী শপথ গ্রহণ করার কথা। বিজেপি সূত্রে খবর, এবারও উপমুখ্যমন্ত্রী হিসেবে দুজন শপথ নিতে পারেন। এরা হলেন সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা।  

বৃহস্পতিবারের হাই প্রোফাইল শপথ গ্রহণ অনুষ্ঠানেকে কেন্দ্র করে সাজ সাজ রব গান্ধী ময়দান। গান্ধী ময়দান চত্বর এবং পাটনায় আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। কোনোরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আড়াই হাজারের বেশি নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষের চলাফেরার উপরে বিধিনিষেধ জারি করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি বিহার রাজ্য বিধানসভার যে নির্বাচন হয়, তাতে ২৪৩ আসনের মধ্যে ২০২ আসনে জয় পায় এনডিএ জোট। এরমধ্যে জোটের শরিক দল হিসেবে বিজেপি ৮৯ আসন, জেডিইউ ৮৫ আসনে জয় লাভ করে। অন্যদিকে বিরোধী জোট মহাগঠবন্ধন ৩৫ আসনে জয় পায়।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ম খ যমন ত র এনড এ শপথ ন

এছাড়াও পড়ুন:

গোপালগঞ্জে গাড়িচাপায় বৃদ্ধা নিহত

গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় কনক লতা মন্ডল (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। কনক লতা গোপালগঞ্জ সদর উপজেলার ডোমরাশুর গ্রামের বাসিন্দা।

আরো পড়ুন:

মুন্সীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল নারীর

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানিয়েছেন, কনক লতা গান্ধীয়াশুর এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি গাড়ি চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেলারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। 

ঢাকা/বাদল/রফিক

সম্পর্কিত নিবন্ধ