নরসিংদী জজ কোর্ট ভবনের ভেতরে সিয়াম (২৫) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে আদালত ভবনের সি.ডি রুমের সামনে তার ওপর হামলা হয়। তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সিয়াম পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক। 

আরো পড়ুন:

গোপালগঞ্জে থানায় ককটেল হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ 

মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা: চিকিৎসাধীন অবস্থায় সোহলের মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা সিয়ামের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা তাকে কুপিয়ে আহত করে দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আদালত ভবনের ভেতরেই ছিলেন। পরে গুরুতর আহত সিয়ামকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনের আলোয় আদালতের ভেতরে এ ধরনের ঘটনায় আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। 

হামলার পর পুলিশ আদালত ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। পাশাপাশি আদালত ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

নরসিংদী কোর্ট পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম বলেন, “আদালত ভবনের ভেতরে হামলা অত্যন্ত উদ্বেগজনক। আমরা প্রাথমিক তথ্য সংগ্রহ করেছি। হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। আদালত এলাকার নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।” 

ঢাকা/হৃদয়/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ মল ব এনপ ছ ত রদল র ভ তর

এছাড়াও পড়ুন:

বৃদ্ধাশ্রমে বুবলীর জন্মদিন

ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। বেশকিছু সিনেমায় অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) তার জন্মদিন। বাবা-মা, একমাত্র ছেলে শেহজাদ ছাড়াও বৃদ্ধাশ্রমে গিয়ে বিশেষ দিনে সময় কাটান এই অভিনেত্রী।   

অন্যান্য বছরের মতো উৎসবমুখর জন্মদিন উদযাপনের বাইরে গিয়ে বুবলী তার বিশেষ দিনে ব্যতিক্রমী এই আয়োজন করেন। রাজধানীর একটি বৃদ্ধাশ্রমে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সময় কাটান, কেক কাটেন, গল্প করেন আর ভাগ করে নেন খাবার। শুধু তাই নয়, সেখানে উপস্থিত প্রতিটি সিনিয়র সিটিজেনের জন্য আলাদা উপহারের ব্যবস্থাও করেন এই অভিনেত্রী।  

আরো পড়ুন:

‘সোলজার’-এ শাকিবের বিপরীতে তানজিন তিশার ফার্স্টলুক প্রকাশ

ফের বিজ্ঞাপনচিত্রে শাকিব খান

এ বিষয়ে শবনম বুবলী বলেন, “জন্মদিনের আগে থেকেই দেশ-বিদেশের ভক্তদের কাছ থেকে অসংখ্য শুভেচ্ছা পাই। সবার বার্তায় আলাদা করে জবাব দিতে না পারলেও প্রতিটি বার্তা মন দিয়ে পড়ি। এগুলো আমাকে গভীরভাবে ছুঁয়ে যায়। তাই এবার ভিন্ন কিছু করার ইচ্ছা ছিল।” 

বর্তমানে বুবলীর হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। জাহিদ জুয়েলের ‘পিনিক’, লাজুক পরিচালিত ‘শাপলা শালুক’ এবং ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বুবলী।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ