সিলেটে গোলাপগঞ্জ উপজেলার কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপের সংস্কারের কাজ শেষ হয়েছে। বন্ধ থাকা কূপটির আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গ্যাস পরীক্ষা করা হবে। দুই দিন পর ওই কূপের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা। এটি সচল হলে প্রতিদিন প্রায় ৫০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।

সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন কূপের সংস্কারকাজ (ওয়ার্কওভার) শেষে আজ এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল জলিল প্রামাণিক।

গ্যাস ফিল্ডস সূত্রে জানা গেছে, সিলেটের কৈলাশটিলা ১ নম্বর কূপে ১৯৬১ সালে গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছিল। মাঝে বিরতির পর কূপ থেকে ২০১৯ সাল পর্যন্ত গ্যাস উত্তোলন করা হয়। পরে ২০২৩ সালে এটির সংস্কার শুরু করা হয়। এর মধ্যে সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন ১৪টি কূপের সংস্কারকাজ চলছে। কৈলাশটিলা ১ নম্বর কূপটির ওয়ার্কওভার কাজ প্রায় ৪ মাস আগে শুরু করা হয়। এর আগে ১৫ সেপ্টেম্বর থেকে সিলেট গ্যাস ফিল্ডের আওতাধীন রশিদপুর গ্যাস ফিল্ডের ৩ নম্বর কূপ ওয়ার্কওভারের পর দৈনিক প্রায় ৯ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়। সিলেট গ্যাস ফিল্ডসের আওতাধীন কূপগুলোতে আরও কয়েকটি প্রকল্পের কাজ চলমান আছে। সেগুলো দ্রুত শেষ হওয়ার কথা রয়েছে। প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও কূপ ওয়ার্কওভারের কাজ চালানো হচ্ছে।

কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপের ওয়ার্কওভার কাজের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, গ্যাসকূপটির প্রায় ২ হাজার ২৪১ মিটার থেকে ৬৭ মিটারে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এর আগে প্রায় ৩ হাজার ১০০ মিটার গভীর থেকে গ্যাস উত্তোলন করা হয়। ওয়ার্কওভারের মাধ্যমে প্রাপ্ত গ্যাস আগামী প্রায় ১০ বছর উত্তোলন করা সম্ভব।

সিলেট গ্যাস ফিল্ডসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল জলিল প্রামাণিক বলেন, সিলেট গ্যাস ফিল্ডসের বিয়ানীবাজার-২ নম্বর কূপেও আগামী ডিসেম্বরের মধ্যে ওয়ার্কওভার শুরু হবে। ওই কূপ থেকেও গ্যাসের সন্ধান পাওয়ার সম্ভাবনা আছে। কৈলাশটিলা কূপের প্রোডাকশন টেস্টিং (উৎপাদন পরীক্ষা) শেষে আগামী দুই দিনের মধ্যে জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত করা হবে। কূপটি থেকে প্রতিদিন প্রায় ৫০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঘনফ ট গ য স র আওত ধ ন ক ল শট ল সন ধ ন র সন ধ

এছাড়াও পড়ুন:

‘আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে আটক বাউল শিল্পী ডিবি হেফাজতে

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ‘আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে এক বাউল শিল্পীকে আটক করে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই শিল্পীর বিচার দাবিতে মানববন্ধন করেছেন আলেম-ওলামারা। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে মাদারীপুর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. মোশাররফ হোসেন।

আটক আবুল সরকার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের বাসিন্দা। তিনি ‘ছোট আবুল সরকার’ নামে পরিচিত।

মোশাররফ হোসেন বলেন, সম্প্রতি আবুল সরকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে ভিডিও দেখে তাকে হেফাজতে নেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী কাজ করবে ডিবি।

এদিকে, আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ আদালত চত্বরে মানববন্ধন করা হয়েছে।

মানববন্ধনে মুফতি আরিফুল ইসলাম বলেছেন, “১ নভেম্বর ঘিওর উপজেলার জাবরা এলাকায় গানের আসরে আল্লাহকে নিয়ে কটূক্তি করেন আবুল সরকার। আমরা জেনেছি, তিনি ডিবি হেফাজতে আছেন। তার সর্বোচ্চ শাস্তির দাবিতে এখানে দাঁড়িয়েছি।”

হেফাজত ইসলামের জেলা কমিটির আমির শাহ সাইদ নূরের সভাপতিত্বে ও মাওলানা শেখ মাহবুবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন—আব্দুল হান্নান, আব্দুল্লাহ আল ফিরোজ, মুজিবুর রহমান, ইলিয়াস আহমদ এবং আব্দুল করিম কাসেমী।

ঢাকা/চন্দন/রফিক 

সম্পর্কিত নিবন্ধ