পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানি দুইটি হলো-এবি ব্যাংক পিএলসি ও ফাইন ফুডস লিমিটেড।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আরো পড়ুন:
নিরাপদ অভিবাসন ও ন্যায্য নিয়োগ সুবিধায় ঢাকায় ওইপি উদ্বোধন
সোনালী আঁশ লিমিটেডের মুনাফা বেড়েছে ১৭.
ব্যাংক খাতের প্রতিষ্ঠান এবি ব্যাংক পিএলসিতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পেয়েছেন রিয়াজুল ইসলাম।
এদিকে, খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন নিয়াজ মামনুন রহমান। তিনি ১৯ নভেম্বর থেকে পরবর্তী ৫ বছরের জন্য কোম্পানির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
কোম্পানি দুইটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ পদে নিয়োগ সম্পন্ন করা হয়েছে।
ঢাকা/এনটি/এসবি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে আটক বাউল শিল্পী ডিবি হেফাজতে
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ‘আল্লাহকে নিয়ে কটূক্তি’র অভিযোগে এক বাউল শিল্পীকে আটক করে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই শিল্পীর বিচার দাবিতে মানববন্ধন করেছেন আলেম-ওলামারা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে মাদারীপুর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. মোশাররফ হোসেন।
আটক আবুল সরকার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের বাসিন্দা। তিনি ‘ছোট আবুল সরকার’ নামে পরিচিত।
মোশাররফ হোসেন বলেন, সম্প্রতি আবুল সরকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে ভিডিও দেখে তাকে হেফাজতে নেওয়া হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে, সে অনুযায়ী কাজ করবে ডিবি।
এদিকে, আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ আদালত চত্বরে মানববন্ধন করা হয়েছে।
মানববন্ধনে মুফতি আরিফুল ইসলাম বলেছেন, “১ নভেম্বর ঘিওর উপজেলার জাবরা এলাকায় গানের আসরে আল্লাহকে নিয়ে কটূক্তি করেন আবুল সরকার। আমরা জেনেছি, তিনি ডিবি হেফাজতে আছেন। তার সর্বোচ্চ শাস্তির দাবিতে এখানে দাঁড়িয়েছি।”
হেফাজত ইসলামের জেলা কমিটির আমির শাহ সাইদ নূরের সভাপতিত্বে ও মাওলানা শেখ মাহবুবুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন—আব্দুল হান্নান, আব্দুল্লাহ আল ফিরোজ, মুজিবুর রহমান, ইলিয়াস আহমদ এবং আব্দুল করিম কাসেমী।
ঢাকা/চন্দন/রফিক