খুলনার আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর সন্ধান পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে বস্তুটি পাওয়া যায়। ঘটনাস্থল লাল রঙের দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে। 

খুলনা সদর থানার এসআই পার্ডন কুমার সিংহ জানান, বিকেল ৪টার কিছু পরে আদালত পাড়া থেকে থানায় ককটেল উদ্ধারের খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে যান তিনি। ঘটনাস্থলের চারপাশ লাল রঙের দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে। র‌্যাব-৬-এর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা  রওনা হয়েছেন।

আরো পড়ুন:

ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোম নিক্ষেপের অভিযোগ

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১

তিনি বলেন, “আদালতে আসা মানুষ লাল টেপ দিয়ে মোড়া ককটেল সদৃশ কোটা পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনা জানাজানি হলে আদালত চত্বরে আতঙ্ক বিরাজ করে।” 

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর খ লন ককট ল

এছাড়াও পড়ুন:

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহত, ট্রাক ভাঙচুর 

নীলফামারীতে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মার্জিয়া আক্তার (১০) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলশিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে জেলা সদরের মডেল মসজিদের সামনে ঘটনাটি ঘটে। 

মারা যাওয়া মার্জিয়া সদর উপজেলার টুপামারী ইউনিয়নের পীরের মাজার শাহ পাড়া এলাকার মোস্তাকীম শাহের মেয়ে। তিনি শহরের মমতাজ মেমোরিয়াল বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

আরো পড়ুন:

চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ল গাড়ি, নিহত ১

গোপালগঞ্জে গাড়িচাপায় বৃদ্ধা নিহত

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে বিদ্যালয়ের ক্লাস পার্টিতে অংশ নেয় মার্জিয়া। দুপুরে অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে চাচা হাসু শাহের সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। মডেল মসজিদের সামনে তার পিপাসা লাগে। রাস্তা থেকে নিরাপদ দূরত্বে মোটরসাইকেলে মার্জিয়াকে বসিয়ে হোটেল থেকে পানি আনতে যান তার চাচা। এ সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড় করানো মোটরসাইকেটিকে ধাক্কা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মার্জিয়া। পরে উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করেন। 

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর সাঈদ জানান, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে ভাঙচুর করেন।

ঢাকা/সিথুন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ