ইবিতে দলিল ও খতিয়ান-বিষয়ক কর্মশালা
Published: 20th, November 2025 GMT
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দলিল ও খতিয়ান-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের দ্বিতীয় তলায় ল' অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটির উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
আরো পড়ুন:
ইবিতে অভয়ারণ্যের মেহেদি উৎসব
বিচারকের ছেলে হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
সংগঠনের সভাপতি তুহিন বাবুর সভাপত্বিতে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড.
নাঈমুর রহমান সুজনের সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে মিশুক শাহরিয়ার ও সাকিব আল হাসান রাকিব উপস্থিত ছিলেন।
প্রশিক্ষকরা সিএস খতিয়ান, আরএস খতিয়ান, এসএ খতিয়ান, বিএস খতিয়ান, সিটি খতিয়ান চেনার উপায়, দলিল পড়ার পদ্ধতি, দলিল যাচাই-বাছাই করার পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি তারা জমি পরিমাপের পদ্ধতি, আনা, গণ্ডা, কড়া, পরিমাপে দেওয়া জমিকে শতাংশে রুপান্তরের পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন।
অধ্যাপক ড. আব্দুল আল মুহিত বলেন, “আমাদের দেশ পরিবর্তন হচ্ছে না। তার কারণ আমরা আইনের অনুশাসন পাচ্ছি না। তাই আমাদের ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড এনলাইটেন্ড সোসাইটি শিক্ষার্থীদের আইনের প্রতি সচেতনতা তৈরি করতে কাজ করে থাকে।”
তিনি বলেন, “আমাদের পৃথিবীতে চলার জন্য কুরআনের পাশাপাশি আমরা মানুষ কিছু আইন তৈরি করেছি, যেগুলো আমার-আপনার ভালোর জন্য। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা দলিল ও খতিয়ান বিষয়ে ভালোভাবে জানুক, যাতে তারা এ বিষয়ে প্রতারণার শিকার না হয়।”
তিনি আরো বলেন, “আমাদের এ কর্মশালার আলোচ্য বিষয় একদিনে সম্পূর্ণ করা সম্ভব না। আমরা আগামীতে আরো কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করে তুলবো। আগামী কর্মশালাগুলোতে শিক্ষার্থীদের জমিজমা সংক্রান্ত বাস্তব সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে।”
কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।
ঢাকা/তানিম/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আম দ র খত য় ন
এছাড়াও পড়ুন:
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহত, ট্রাক ভাঙচুর
নীলফামারীতে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মার্জিয়া আক্তার (১০) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলশিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে জেলা সদরের মডেল মসজিদের সামনে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া মার্জিয়া সদর উপজেলার টুপামারী ইউনিয়নের পীরের মাজার শাহ পাড়া এলাকার মোস্তাকীম শাহের মেয়ে। তিনি শহরের মমতাজ মেমোরিয়াল বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
আরো পড়ুন:
চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ল গাড়ি, নিহত ১
গোপালগঞ্জে গাড়িচাপায় বৃদ্ধা নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে বিদ্যালয়ের ক্লাস পার্টিতে অংশ নেয় মার্জিয়া। দুপুরে অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে চাচা হাসু শাহের সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। মডেল মসজিদের সামনে তার পিপাসা লাগে। রাস্তা থেকে নিরাপদ দূরত্বে মোটরসাইকেলে মার্জিয়াকে বসিয়ে হোটেল থেকে পানি আনতে যান তার চাচা। এ সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড় করানো মোটরসাইকেটিকে ধাক্কা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মার্জিয়া। পরে উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করেন।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর সাঈদ জানান, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে ভাঙচুর করেন।
ঢাকা/সিথুন/মাসুদ