কার প্রেমে পড়েছেন ‘কনফিডেন্স কুইন’ তারকা
Published: 20th, November 2025 GMT
প্রেম করছেন কোরীয় গায়িকা ও অভিনেত্রী ইউন চে–কিয়ং। তাঁর প্রেমিক কোরিয়ার তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় লি ইয়ং দে।
স্পোটিভি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বছরখানেক ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন ইউন চে-কিয়ং ও লি ইয়ং দে। বিষয়টি ঘনিষ্ঠদের জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুনদুই কোরীয় তারকার বিয়ে০৫ জুলাই ২০২৫বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে ইউনের এজেন্সি পিএ এন্টারটেইনমেন্টের সঙ্গে কথা বলেছেন সাংবাদিকেরা। তবে প্রেমের বিষয় নিয়ে সরাসরি কোনো কথা বলেনি প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে বলেছে, ‘এটি শিল্পীর ব্যক্তিগত জীবন, বিষয়টি (প্রেম করছেন কি না) আমরা নিশ্চিত করতে পারি না।’
ইউন চে-কিয়ং ও লি ইয়ং দে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহত, ট্রাক ভাঙচুর
নীলফামারীতে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মার্জিয়া আক্তার (১০) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলশিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে জেলা সদরের মডেল মসজিদের সামনে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া মার্জিয়া সদর উপজেলার টুপামারী ইউনিয়নের পীরের মাজার শাহ পাড়া এলাকার মোস্তাকীম শাহের মেয়ে। তিনি শহরের মমতাজ মেমোরিয়াল বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
আরো পড়ুন:
চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ল গাড়ি, নিহত ১
গোপালগঞ্জে গাড়িচাপায় বৃদ্ধা নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে বিদ্যালয়ের ক্লাস পার্টিতে অংশ নেয় মার্জিয়া। দুপুরে অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে চাচা হাসু শাহের সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। মডেল মসজিদের সামনে তার পিপাসা লাগে। রাস্তা থেকে নিরাপদ দূরত্বে মোটরসাইকেলে মার্জিয়াকে বসিয়ে হোটেল থেকে পানি আনতে যান তার চাচা। এ সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড় করানো মোটরসাইকেটিকে ধাক্কা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মার্জিয়া। পরে উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করেন।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর সাঈদ জানান, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে ভাঙচুর করেন।
ঢাকা/সিথুন/মাসুদ