নাট্যশিল্পী এরশাদ হাসানকে নিয়ে মঞ্চে আসছেন ফেরদৌসী মজুমদার
Published: 20th, November 2025 GMT
নাট্যশিল্পী মো. এরশাদ হাসানের একক অভিনীত নাটক ‘ভাসানে উজান’। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
দীর্ঘদিন পর শিল্পকলা একাডেমির মঞ্চে হাজির হতে যাচ্ছেন একক নাটকের পথিকৃৎ, মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। উদ্দেশ্য, বিবেকানন্দ থিয়েটার প্রযোজিত ‘ভাসানে উজান’ নাটককের উদ্বোধন করা। তিনিই থাকবেন এ আয়োজনের মধ্যমণি।
আরো পড়ুন:
স্কলাস্টিকায় মঞ্চস্থ হবে ‘হীরক রাজার দেশে’
‘বেহুলা দরদী’ রূপে পর্দায় স্নিগ্ধা
দেশের তারুণ্যনির্ভর সক্রিয় নাট্যসংগঠন বিবেকানন্দ থিয়েটারের ২৫তম প্রযোজনা ‘ভাসানে উজান’। দস্তয়ভস্কির ছোটগল্প ‘দ্য জেন্টেল স্পিরিট’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কুণ্ডু, নির্দেশনায় রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। আর নাটকটিতে একক অভিনয় করবেন মো.
নাটকটির নির্মাণ নেপথ্যে মঞ্চ ও আলোয় পলাশ হেন্ড্রি সেন দেখার মাঝে অদেখা আবার অদেখার মাঝে দেখাকে দৃশ্যমান করে তোলার চেষ্টা করেছেন। এ ক্ষেত্রে বিন্দু পরিমাণ উপকরণে সিন্ধুসম দৃশ্যকল্প ফুটিয়ে তোলায় তার আন্তরিক প্রচেষ্টা। সংগীতে হামিদুর রহমান পাপ্পু সুরের মূর্ছনায় মনের গহীনে আলো ফেলেছেন। পোশাকে এনাম তারা সাকি আশরাফ বোয়ারীর এন্টিক এবং আধুনিক সত্তার রসায়ন নয়ানাভিরাম করে ফুটিয়ে তুলবে নাটকটিকে।
কোরিওগ্রাফিতে রবিন বসাক থিয়েটার এবং যাত্রার অভিনয় আঙিকের ফিউশানের উপর জোর দিয়েছেন। রূপসজ্জায় নাটকের নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় চেষ্টা করেছেন আশরাফ বোয়ারী মানুষটির মনের চেহারাটাকে রং তুলি দিয়ে আঁকতে।
ঢাকা/রাহাত/শান্ত
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহত, ট্রাক ভাঙচুর
নীলফামারীতে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মার্জিয়া আক্তার (১০) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলশিক্ষার্থী মারা গেছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে জেলা সদরের মডেল মসজিদের সামনে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া মার্জিয়া সদর উপজেলার টুপামারী ইউনিয়নের পীরের মাজার শাহ পাড়া এলাকার মোস্তাকীম শাহের মেয়ে। তিনি শহরের মমতাজ মেমোরিয়াল বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
আরো পড়ুন:
চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ল গাড়ি, নিহত ১
গোপালগঞ্জে গাড়িচাপায় বৃদ্ধা নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে বিদ্যালয়ের ক্লাস পার্টিতে অংশ নেয় মার্জিয়া। দুপুরে অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে চাচা হাসু শাহের সঙ্গে বাড়ি ফিরছিলেন তিনি। মডেল মসজিদের সামনে তার পিপাসা লাগে। রাস্তা থেকে নিরাপদ দূরত্বে মোটরসাইকেলে মার্জিয়াকে বসিয়ে হোটেল থেকে পানি আনতে যান তার চাচা। এ সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড় করানো মোটরসাইকেটিকে ধাক্কা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মার্জিয়া। পরে উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করেন।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর সাঈদ জানান, দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে ভাঙচুর করেন।
ঢাকা/সিথুন/মাসুদ