এবি পার্টির নতুন চেয়ারম্যান মজিবুর, জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান
Published: 11th, January 2025 GMT
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রথম জাতীয় কাউন্সিলে বিপুল ভোটের ব্যবধানে দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। জেনারেল সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ। তাঁরা আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।
আজ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে নির্বাচনের ফলাফল ঘোষণা করে দলটির অভ্যন্তরীণ নির্বাচন কমিশন। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হয়। সারা দেশের কাউন্সিলররা সেখানে ভোট দেন। প্রবাসী ও অসুস্থ কাউন্সিলররা ভোট দেন অনলাইনে।
এবি পার্টির চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্যসচিব মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সত্য প্রকাশই প্রথম আলোর বড় শক্তি
প্রথম আলো পত্রিকা দেশের অন্য সব পত্রিকা থেকে আলাদা। কারণ, সত্যতা যাচাই করার জন্য পাঠককে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে প্রথম আলোর। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সত্য প্রকাশের কারণে প্রথম আলো দেশের শীর্ষ পত্রিকা। প্রথম আলো এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও সব বাধাবিঘ্ন অতিক্রম করে প্রথম আলো এগিয়ে যাবে। প্রথম আলোর সব থেকে বড় শক্তি হলো সত্য প্রকাশ।
প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার গোপালগঞ্জ, কুড়িগ্রাম ও কিশোরগঞ্জে আয়োজিত সুধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন। এসব সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, অধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে প্রথম আলো সম্পর্কে খোলামেলা মতামত ব্যক্ত করেন।
গোপালগঞ্জগোপালগঞ্জ পৌর মিলনায়তনে বিকেল চারটায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া সমাবেশে শিক্ষক, চিকিৎসক, রাজনীতিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিল্প-সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধি, কবি-সাহিত্যিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সুধী সমাবেশে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখর বলেন, প্রথম আলো নিয়ে অনেকে সমালোচনা করে। সমালোচনার জন্য একটা জায়গায় যেতে হয়। প্রথম আলো সেই গ্রহণযোগ্যতা অর্জন করেছে। প্রথম আলো যেন বিগত সময়ের মতো বস্তুনিষ্ঠ সংবাদিকতা ধরে রাখে।
প্রথম আলোর সুধী সমাবেশে অতিথিরা। গোপালগঞ্জ পৌর মিলনায়তনে