এবি পার্টির নতুন চেয়ারম্যান মজিবুর, জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান
Published: 11th, January 2025 GMT
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রথম জাতীয় কাউন্সিলে বিপুল ভোটের ব্যবধানে দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। জেনারেল সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ। তাঁরা আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।
আজ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে নির্বাচনের ফলাফল ঘোষণা করে দলটির অভ্যন্তরীণ নির্বাচন কমিশন। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হয়। সারা দেশের কাউন্সিলররা সেখানে ভোট দেন। প্রবাসী ও অসুস্থ কাউন্সিলররা ভোট দেন অনলাইনে।
এবি পার্টির চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্যসচিব মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৩০ কোটি রুপি প্রতারণা মামলা, পরিচালক গ্রেপ্তার
আইভিএফ–জালিয়াতি মামলায় বলিউড পরিচালক বিক্রম ভাটকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাজস্থান পুলিশ ও মুম্বাই পুলিশের যৌথ অভিযানে ভাটকে তাঁর শ্যালিকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। রাজস্থান পুলিশ এখন বান্দ্রা আদালত থেকে ট্রানজিট রিমান্ড চাইবে, যাতে তাঁকে উদয়পুরে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যায়।
এর ঠিক সাত দিন আগে উদয়পুর পুলিশ বিক্রম ভাট, তাঁর স্ত্রী শ্বেতাম্বরি ও আরও ছয়জনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে। অভিযোগ ছিল, তাঁরা ইন্দিরা গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা চিকিৎসক অজয় মুরদিয়ার সঙ্গে ৩০ কোটি রুপির প্রতারণা করেছেন। নোটিশের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের ৮ ডিসেম্বরের মধ্যে উদয়পুর পুলিশের সামনে হাজির হতে বলা হয়েছিল এবং বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিক্রম ভাট। এক্স থেকে