এবি পার্টির নতুন চেয়ারম্যান মজিবুর, জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান
Published: 11th, January 2025 GMT
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রথম জাতীয় কাউন্সিলে বিপুল ভোটের ব্যবধানে দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। জেনারেল সেক্রেটারি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ। তাঁরা আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।
আজ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে নির্বাচনের ফলাফল ঘোষণা করে দলটির অভ্যন্তরীণ নির্বাচন কমিশন। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হয়। সারা দেশের কাউন্সিলররা সেখানে ভোট দেন। প্রবাসী ও অসুস্থ কাউন্সিলররা ভোট দেন অনলাইনে।
এবি পার্টির চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁরা হলেন দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্যসচিব মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দেখে নিন ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপিং ও সূচি চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার আইসিসি ঘোষণা করেছে টুর্নামেন্টের সূচি। ৭ ফেব্রুয়ারি শুরু বিশ্বকাপ শেষ হবে ৮ মার্চ। ২০টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রথম পর্বে। বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। যেখানে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও নবাগত ইতালি। উদ্বোধনী দিনেই প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান অনুমিতভাবেই পড়েছে এক গ্রুপে। ‘এ’ গ্রুপে দল দুটির সঙ্গী যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডস।
প্রথম পর্ব শেষে চার গ্রুপ থেকে দুটি করে মোট আটটি দল উঠবে সুপার এইটে। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে এই আট দল। এরপর সেমিফাইনাল ও ফাইনাল।
কোন গ্রুপে কারাগ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া, নেদারল্যান্ডসগ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান
গ্রুপ ‘সি’: বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, নেপাল
গ্রুপ ‘ডি’: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা ও আরব আমিরাতপ্রথম পর্বের সূচিআরও পড়ুনএক বছরে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা এখন সালমানের২৪ নভেম্বর ২০২৫