ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে ছিনিয়ে নেওয়া হয় ১৫ লাখ টাকা
Published: 14th, January 2025 GMT
ইসলামী ব্যাংক নিমতলা শাখা থেকে ১৫ লাখ ৭০ হাজার টাকা উঠিয়ে অটোরিকশায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানীপুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় যাচ্ছিলেন এজেন্ট ব্যাংক কর্মচারী আফজাল শেখ। পথে সিরাজদীখান উপজেলার কাঠালতলী এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ পরিচয়ে সড়ক থেকে তাকে ধরে মাইক্রোবাসে ওঠানো হয়। এসময় তার দুই হাতে হ্যান্ডকাপ পরিয়ে মারধরও করা হয়। পরে তার কাছে থাকা ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় ৫ দুর্বৃত্ত।
আজ মঙ্গলবার দুপুরে চলন্ত মাইক্রোবাসে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ভুক্তভোগী এজেন্ট ব্যাংক কর্মচারী আফজাল শেখ এ দাবি করে বলেন, পরে মাইক্রোবাসটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে ঢাকার দিকে যেতে থাকে। পথে দক্ষিণ কেরানীগঞ্জের রুহিতপুর এলাকায় নির্জন স্থানে তাকে ফেলে দেওয়া হয়। পরে ঢাকার দিকে চলে যায় মাইক্রোবাসটি।
এদিকে এ ঘটনায় সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ইসলামী ব্যাংক ভবানীপুর আউটলেট শাখার এজেন্ট কামাল শেখ। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও আশপাশ সড়কে থাকা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চালাচ্ছেন বলে পুলিশ জানিয়েছে।
ভুক্তভোগী আফজাল শেখ আরও বলেন, হাতকড়া পরানো ও চোখ বাঁধার বিষয় জানতে চাইলে দুর্বৃত্তরা আমাকে মারধর করে। একই সঙ্গে তারা বলে তোর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা রয়েছে, কোর্টে চালান করে দেব।
এ ব্যাপারে সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চকবাজারে প্রিজন ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ির শ্রমিক নিহত
রাজধানীর চকবাজারে প্রিজন ট্রাকের ধাক্কায় সোহাগ হাওলাদার (৩০) নামের ঠেলাগাড়ির এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ রোববার বেলা সোয়া একটার দিকে চকবাজারের নাজিমুদ্দিন রোডে এই দুর্ঘটনা ঘটে।
সহকারী প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম বলেন, দুপুরে কেরানীগঞ্জ থেকে কারা সদর দপ্তরের দিকে যাচ্ছিল ট্রাকটি। ট্রাকটি চালাচ্ছিলেন মনসুর নামের এক চালক। নাজিমুদ্দিন রোডে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে।
সোহাগের সহকর্মীরা বলেন, দুপুরে আগামাছি লেন থেকে তাঁরা চারজন মিলে ঠেলাগাড়িতে ইট বহন করে নাজিমুদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন। নাজিমুদ্দিন রোডের বড় মসজিদের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি প্রিজন ট্রাক ঠেলাগাড়িতে ধাক্কা দেয়। এতে সোহাগ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সোহাগকে উদ্ধার করে বেলা দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সোহাগের সহকর্মী আশরাফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাক ও চালককে আটক করেছেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, সোহাগের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহত সোহাগের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। বাবার নাম দুলাল হাওলাদার। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে সোহাগ কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় থাকতেন।