আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) চতুর্থ আন্তর্জাতিক রোবোটিক্স, ইলেকট্রিক্যাল এবং সিগনাল প্রসেসিং টেকনিক কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ ও ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক এবং এআইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য ড.

কারমেন জিটা লামাগনা স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। কনফারেন্সের জেনারেল চেয়ার ও এআইইউবির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম সিদ্দিক হোসেন গবেষণার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের পক্ষে অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ বক্তব্যে প্রযুক্তিগত গবেষণা ও শিক্ষায় আইইইই-এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

কনফারেন্সে ৮টি মূল বক্তব্য, ১টি আমন্ত্রিত বক্তব্য এবং ৮টি ভিন্ন বিষয়ে মোট ১৬টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে ৭টি দেশ এবং ৪টি মহাদেশ থেকে ৩৬৫ জন গবেষক অংশ নেন। তাদের মধ্যে ২৬৫টি গবেষণাপত্র জমা পড়ে, যার মধ্যে ৯৬টি গবেষণাপত্র গৃহীত হয়। গৃহীত গবেষণাপত্রগুলোর মধ্যে ৩২টি গবেষণাপত্র বিদেশি গবেষকদের ছিল। ১০৬ জন রিভিউয়ার এবং ২৭ জন সেশন চেয়ার এই কনফারেন্সকে সফল করতে সহায়তা করেছেন।

সমাপনী অনুষ্ঠানে এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আয়োজকদের এই কনফারেন্স আয়োজনের জন্য প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার প্রতিশ্রুতি দেন। ড. হাসানুল এ. হাসান, অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ড. কারমেন জিটা লামাগনা বিজয়ী গবেষকদের সেরা গবেষণাপত্র এবং সেরা উপস্থাপনার জন্য ড. আনোয়ারুল আবেদীন এবং মিসেস হাসনা আবেদীন স্কলার গ্রান্ট প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন এআইইউবির প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আব্দুর রহমান এবং ডিন অধ্যাপক ড. এ বি এম সিদ্দিক হোসেন। কনফারেন্সের আয়োজক চেয়ার এবং এআইইউবির প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আব্দুর রহমান কনফারেন্সে অংশগ্রহণকারী, স্পনসর, আয়োজকক, স্বেচ্ছাসেবক এবং মিডিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমাপনী অনুষ্ঠানে গবেষকগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও শিক্ষকবৃন্দ, এআইইউবি’র ডিন, শিক্ষক শিক্ষিকা ও উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

উৎস: Samakal

কীওয়ার্ড: কনফ র ন স

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ