এআইইউবিতে আন্তর্জাতিক রোবোটিক্স, ইলেকট্রিক্যাল ও সিগনাল প্রসেসিং টেকনিক কনফারেন্স
Published: 17th, January 2025 GMT
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) চতুর্থ আন্তর্জাতিক রোবোটিক্স, ইলেকট্রিক্যাল এবং সিগনাল প্রসেসিং টেকনিক কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ ও ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক এবং এআইইউবি ট্রাস্টি বোর্ডের সদস্য ড.
আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হকের পক্ষে অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ বক্তব্যে প্রযুক্তিগত গবেষণা ও শিক্ষায় আইইইই-এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
কনফারেন্সে ৮টি মূল বক্তব্য, ১টি আমন্ত্রিত বক্তব্য এবং ৮টি ভিন্ন বিষয়ে মোট ১৬টি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে ৭টি দেশ এবং ৪টি মহাদেশ থেকে ৩৬৫ জন গবেষক অংশ নেন। তাদের মধ্যে ২৬৫টি গবেষণাপত্র জমা পড়ে, যার মধ্যে ৯৬টি গবেষণাপত্র গৃহীত হয়। গৃহীত গবেষণাপত্রগুলোর মধ্যে ৩২টি গবেষণাপত্র বিদেশি গবেষকদের ছিল। ১০৬ জন রিভিউয়ার এবং ২৭ জন সেশন চেয়ার এই কনফারেন্সকে সফল করতে সহায়তা করেছেন।
সমাপনী অনুষ্ঠানে এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আয়োজকদের এই কনফারেন্স আয়োজনের জন্য প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও সহযোগিতার প্রতিশ্রুতি দেন। ড. হাসানুল এ. হাসান, অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ড. কারমেন জিটা লামাগনা বিজয়ী গবেষকদের সেরা গবেষণাপত্র এবং সেরা উপস্থাপনার জন্য ড. আনোয়ারুল আবেদীন এবং মিসেস হাসনা আবেদীন স্কলার গ্রান্ট প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন এআইইউবির প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আব্দুর রহমান এবং ডিন অধ্যাপক ড. এ বি এম সিদ্দিক হোসেন। কনফারেন্সের আয়োজক চেয়ার এবং এআইইউবির প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আব্দুর রহমান কনফারেন্সে অংশগ্রহণকারী, স্পনসর, আয়োজকক, স্বেচ্ছাসেবক এবং মিডিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সমাপনী অনুষ্ঠানে গবেষকগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও শিক্ষকবৃন্দ, এআইইউবি’র ডিন, শিক্ষক শিক্ষিকা ও উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
উৎস: Samakal
কীওয়ার্ড: কনফ র ন স
এছাড়াও পড়ুন:
জুলাইয়ের ৩০ দিনে রেমিট্যান্স ২৩৬ কোটি ডলার ছাড়িয়েছে
নতুন ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ৩০ দিনে দেশে বৈধ পথে ২৩৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৮ হাজার ৮৮৯ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ জানা গেছে।
তথ্যমতে, জুলাইয়ের ৩০ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তা আগের বছর একই সময়ের চেয়ে ৩২ শতাংশ বেশি। ২০২৪ সালে জুলাইয়ের ৩০ দিনে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ৪০ লাখ ডলার।
আরো পড়ুন:
নতুন মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার অপরিবর্তিত
সালমানকে ১০০ কোটি, সায়ানকে ৫০ কোটি টাকা জরিমানা
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, অর্থপাচারে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে। এ কারণে হুন্ডিসহ বিভিন্ন অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমে গেছে। ফলে বৈধ পথে রেমিট্যান্স আহরণ বেড়েছে।
সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বরে ২১৯ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার, ডিসেম্বরে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার, জানুয়ারিতে ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার, ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার, মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ডলার, মে মাসে ২৯৭ কোটি মার্কিন ডলার এবং জুনে ২৮২ কোটি ১২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
ঢাকা/নাজমুল/মেহেদী