৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশের পর কোন ছবি হতে পারে অস্কার সেরা, কার হাতে উঠতে পারে এ পুরস্কার– তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে মনোনয়ন ঘোষণা করা হয়।
এবারের আসরে একে একে ২৩টি বিভাগে মনোনীতদের নাম জানান ইতালিয়ান-আইরিশ বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী র্যাচেল সেনেট ও চীনা বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা-কমেডিয়ান বোয়েন ইয়েং।
অস্কারের দুটি ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্ম এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস ও হুলু’তে সরাসরি দেখানো হয় এ আয়োজন।
একনজরে জেনে নেওয়া যাক মনোনয়ন পাওয়া চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রীদের নাম।
সেরা চলচ্চিত্র
আনোরা (অ্যালেক্স কোকো, সামান্থা কোয়ান, শন বেকার), এমিলিয়া পেরেজ (নেটফ্লিক্স), দ্য ব্রুটালিস্ট (এ২৪), অ্যা কমপ্লিট আননোন (ফ্রেড বার্গার, জেমস ম্যানগোল্ড, অ্যালেক্স হাইনম্যান), আই অ্যাম স্টিল হিয়ার, নিকেল বয়েজ, দ্য সাবস্ট্যান্স, উইকেড (মার্ক প্লাট), কনক্লেভ (টেসা রস, জুলিয়েট হাওয়েল, মাইকেল অ্যা.
অভিনেতা
সেবাস্টিয়ান স্ট্যান (দি অ্যাপ্রেন্টিস), তিমোতি শালামে (অ্যা কমপ্লিট আননোন), কোলম্যান ডমিঙ্গো (সিং সিং), অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট), র্যালফ ফাইনস (কনক্লেভ)
অভিনেত্রী
কার্লা সোফিয়া গাসকোন (এমিলিয়া পেরেজ), সিনথিয়া এরিভো (উইকেড), ফার্নান্দা তোরেস (আই অ্যাম স্টিল হিয়ার), মাইকি ম্যাডিসন (আনোরা), ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স)
পার্শ্ব অভিনেতা
কিয়ের্যান কালকিন (অ্যা রিয়েল পেইন), এডওয়ার্ড নর্টন (অ্যা কমপ্লিট আননোন), গাই পিয়ার্স (দ্য ব্রুটালিস্ট), ইউরা বরিসভ (আনোরা), জেরেমি স্ট্রং (দ্য অ্যাপ্রেন্টিস)
পার্শ্ব অভিনেত্রী
ইজাবেলা রসেলিনি (কনক্লেভ), জোয়ি সালদেনিয়া (এমিলিয়া পেরেজ), মনিকা বারবারো (অ্যা কমপ্লিট আননোন), আরিয়ানা গ্রান্ডে (উইকেড), ফেলিসিটি জোন্স (দ্য ব্রুটালিস্ট),
পরিচালক
জেমস ম্যানগোল্ড (অ্যা কমপ্লিট আননোন), ব্র্যাডি কোর্বে (দ্য ব্রুটালিস্ট), জ্যাক অঁডিয়ার (এমিলিয়া পেরেজ), কোরালি ফারজাঁ (দ্য সাবস্ট্যান্স), শন বেকার (আনোরা)
মৌলিক চিত্রনাট্য
দ্য সাবস্ট্যান্স (কোরালি ফারজাঁ), দ্য ব্রুটালিস্ট (ব্র্যাডি কোর্বে, মোনা ফাস্টফল্ড), অ্যা রিয়েল পেইন (জেসি আইজেনবার্গ), আনোরা (শন বেকার), সেপ্টেম্বর ফাইভ (মরিৎজ বিন্ডার, টিম ফেলবাম, অ্যালেক্স ডেভিড)
রূপান্তরিত চিত্রনাট্য
অ্যা কমপ্লিট আননোন (জেমস ম্যানগোল্ড, জে ককস), সিং সিং (ক্লিন্ট বেন্টলি, গ্রেগ কিডার, ক্লারেন্স ম্যাকলিন, জন ডিভাইন, জি হুইটফিল্ড), কনক্লেভ (পিটার স্ট্রাউহ্যান), এমিলিয়া পেরেজ (জ্যাক অঁদিয়ার, টমা বিদেগেঁ, লেয়া মিসিয়াস, নিকোলা লাভাকি), নিকেল বয়েজ (রামেল রস, জসলিন বার্নস)
আন্তর্জাতিক চলচ্চিত্র
আই অ্যাম স্টিল হিয়ার (ব্রাজিল), ফ্লো (লাটভিয়া), দ্য গার্ল উইথ দ্য নিডল (ডেনমার্ক), এমিলিয়া পেরেজ (ফ্রান্স), দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (ইরান)।
এ ছাড়া আরও বিভিন্ন শাখায় সেরাদের মনোনয়ন দেওয়া হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
একজন চা শ্রমিকের দিনে আয় ১৭৮ টাকা
হবিগঞ্জে ছোট-বড় মিলেয়ে চা বাগানের সংখ্যা প্রায় ৪১টি। এসব বাগানের বাসিন্দা প্রায় দেড় লাখ। এর মধ্যে, স্থায়ী ও অস্থায়ী মিলে ৩২ থেকে ৩৫ হাজার মানুষ চা পাতা উত্তোলনে জড়িত।
চা বাগানে একজন শ্রমিককে প্রতিদিন ২৩ কেজি পাতা তুলতে হয়। এর বিনিময়ে মজুরি পান ১৭৮ টাকা ৫০ পয়সা। অভিযোগ রয়েছে, কোনো কোনো বাগানে নিয়মিত এই মজুরিও দেওয়া হয় না।
শ্রমিকদের দাবি, দৈনিক মজুরি ৫০০ থেকে ৬০০ টাকা করতে হবে। বর্তমানে যে মজুরি পাওয়া যায় তা দিয়ে সংসার চলে না। প্রতিদিনই নিত্যপণ্যের দাম বাড়ছে। সেই সঙ্গে চা শ্রমিকদের নৈমিত্তিক ছুটির ব্যবস্থা করতে হবে।
আরো পড়ুন:
বৈষম্য কেন? নারী শ্রমিকেরা পান না সমান মজুরি
ধান কাটায় আধুনিক যন্ত্রের ব্যবহার, পেশা বদলাচ্ছেন কৃষি শ্রমিকেরা
সরেজমিনে কয়েকটি বাগান ঘুরে দেখা যায়, শ্রমিকরা ছোট্ট কুঠুরিতে গাদাগাদি করে পরিবারের সবাইকে নিয়ে বসবাস করেন। পুষ্টিকর খাবার তো দূরের কথা, দু-বেলা পেটভরে খেতে পারেন না।
শ্রমিকদের দাবির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, ‘‘দুই বছর অন্তর চা শ্রমিকদের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে চা বাগান মালিক পক্ষের সংগঠনের সঙ্গে চা শ্রমিক ইউনিয়ন প্রতিনিধির বৈঠক হয়। সর্বশেষ গত বছরের আগস্টে বৈঠক হয়েছে। সে সময় ৮ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়ে মজুরি ১৭৮ টাকা ৫০ নির্ধারিত হয়েছে।’’
শ্রমিকদের কষ্টের কথা স্বীকার করে তিনি বলেন, ‘‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এই টাকায় চলা যায় না। দেশের কোথাও এতো সস্তা শ্রমের দাম নেই। বর্তমানে একজন কৃষিশ্রমিক দিনে ৫০০-১০০০ টাকা আয় করেন, একজন রিকশাচালকের প্রতিদিনের আয় ৭০০ থেকে ৯০০ টাকা। সেখানে একজন চা শ্রমিক পান ১৭৮ টাকা ৫০ পয়সা। এজন্য তাকে প্রতিদিন ২৩ কেজি পাতা তুলতে হয়।’’
চা শ্রমিকদের অধিকার আদায়ে নাটক ও গানের মাধ্যমে দাবি জানিয়ে আসা জেলার চুনারুঘাট উপজেলার দেউন্দি প্রতীক থিয়েটারের সভাপতি সুনীল বিশ্বাস বলেন, ‘‘দৈনিক ১৭৮ টাকা ৫০ পয়সা মজুরিতে শ্রমিকদের চলা কঠিন হয়ে পড়েছে। অচিরেই মজুরি ৬০০ টাকা নির্ধারণ করা হোক। এছাড়া, শ্রমিকদের আরো সুযোগ সুবিধা বৃদ্ধি করা প্রয়োজন।’’
ঢাকা/রাজীব