৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশের পর কোন ছবি হতে পারে অস্কার সেরা, কার হাতে উঠতে পারে এ পুরস্কার– তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে মনোনয়ন ঘোষণা করা হয়।
এবারের আসরে একে একে ২৩টি বিভাগে মনোনীতদের নাম জানান ইতালিয়ান-আইরিশ বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী র্যাচেল সেনেট ও চীনা বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা-কমেডিয়ান বোয়েন ইয়েং।
অস্কারের দুটি ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্ম এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস ও হুলু’তে সরাসরি দেখানো হয় এ আয়োজন।
একনজরে জেনে নেওয়া যাক মনোনয়ন পাওয়া চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রীদের নাম।
সেরা চলচ্চিত্র
আনোরা (অ্যালেক্স কোকো, সামান্থা কোয়ান, শন বেকার), এমিলিয়া পেরেজ (নেটফ্লিক্স), দ্য ব্রুটালিস্ট (এ২৪), অ্যা কমপ্লিট আননোন (ফ্রেড বার্গার, জেমস ম্যানগোল্ড, অ্যালেক্স হাইনম্যান), আই অ্যাম স্টিল হিয়ার, নিকেল বয়েজ, দ্য সাবস্ট্যান্স, উইকেড (মার্ক প্লাট), কনক্লেভ (টেসা রস, জুলিয়েট হাওয়েল, মাইকেল অ্যা.
অভিনেতা
সেবাস্টিয়ান স্ট্যান (দি অ্যাপ্রেন্টিস), তিমোতি শালামে (অ্যা কমপ্লিট আননোন), কোলম্যান ডমিঙ্গো (সিং সিং), অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট), র্যালফ ফাইনস (কনক্লেভ)
অভিনেত্রী
কার্লা সোফিয়া গাসকোন (এমিলিয়া পেরেজ), সিনথিয়া এরিভো (উইকেড), ফার্নান্দা তোরেস (আই অ্যাম স্টিল হিয়ার), মাইকি ম্যাডিসন (আনোরা), ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স)
পার্শ্ব অভিনেতা
কিয়ের্যান কালকিন (অ্যা রিয়েল পেইন), এডওয়ার্ড নর্টন (অ্যা কমপ্লিট আননোন), গাই পিয়ার্স (দ্য ব্রুটালিস্ট), ইউরা বরিসভ (আনোরা), জেরেমি স্ট্রং (দ্য অ্যাপ্রেন্টিস)
পার্শ্ব অভিনেত্রী
ইজাবেলা রসেলিনি (কনক্লেভ), জোয়ি সালদেনিয়া (এমিলিয়া পেরেজ), মনিকা বারবারো (অ্যা কমপ্লিট আননোন), আরিয়ানা গ্রান্ডে (উইকেড), ফেলিসিটি জোন্স (দ্য ব্রুটালিস্ট),
পরিচালক
জেমস ম্যানগোল্ড (অ্যা কমপ্লিট আননোন), ব্র্যাডি কোর্বে (দ্য ব্রুটালিস্ট), জ্যাক অঁডিয়ার (এমিলিয়া পেরেজ), কোরালি ফারজাঁ (দ্য সাবস্ট্যান্স), শন বেকার (আনোরা)
মৌলিক চিত্রনাট্য
দ্য সাবস্ট্যান্স (কোরালি ফারজাঁ), দ্য ব্রুটালিস্ট (ব্র্যাডি কোর্বে, মোনা ফাস্টফল্ড), অ্যা রিয়েল পেইন (জেসি আইজেনবার্গ), আনোরা (শন বেকার), সেপ্টেম্বর ফাইভ (মরিৎজ বিন্ডার, টিম ফেলবাম, অ্যালেক্স ডেভিড)
রূপান্তরিত চিত্রনাট্য
অ্যা কমপ্লিট আননোন (জেমস ম্যানগোল্ড, জে ককস), সিং সিং (ক্লিন্ট বেন্টলি, গ্রেগ কিডার, ক্লারেন্স ম্যাকলিন, জন ডিভাইন, জি হুইটফিল্ড), কনক্লেভ (পিটার স্ট্রাউহ্যান), এমিলিয়া পেরেজ (জ্যাক অঁদিয়ার, টমা বিদেগেঁ, লেয়া মিসিয়াস, নিকোলা লাভাকি), নিকেল বয়েজ (রামেল রস, জসলিন বার্নস)
আন্তর্জাতিক চলচ্চিত্র
আই অ্যাম স্টিল হিয়ার (ব্রাজিল), ফ্লো (লাটভিয়া), দ্য গার্ল উইথ দ্য নিডল (ডেনমার্ক), এমিলিয়া পেরেজ (ফ্রান্স), দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (ইরান)।
এ ছাড়া আরও বিভিন্ন শাখায় সেরাদের মনোনয়ন দেওয়া হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জুলাইয়ের ৩০ দিনে রেমিট্যান্স ২৩৬ কোটি ডলার ছাড়িয়েছে
নতুন ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ৩০ দিনে দেশে বৈধ পথে ২৩৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৮ হাজার ৮৮৯ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা)।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ জানা গেছে।
তথ্যমতে, জুলাইয়ের ৩০ দিনে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তা আগের বছর একই সময়ের চেয়ে ৩২ শতাংশ বেশি। ২০২৪ সালে জুলাইয়ের ৩০ দিনে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ৪০ লাখ ডলার।
আরো পড়ুন:
নতুন মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার অপরিবর্তিত
সালমানকে ১০০ কোটি, সায়ানকে ৫০ কোটি টাকা জরিমানা
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, অর্থপাচারে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে। এ কারণে হুন্ডিসহ বিভিন্ন অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমে গেছে। ফলে বৈধ পথে রেমিট্যান্স আহরণ বেড়েছে।
সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ মার্কিন ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বরে ২১৯ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার, ডিসেম্বরে ২৬৩ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার, জানুয়ারিতে ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার, ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার, মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ডলার, মে মাসে ২৯৭ কোটি মার্কিন ডলার এবং জুনে ২৮২ কোটি ১২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
ঢাকা/নাজমুল/মেহেদী