৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশের পর কোন ছবি হতে পারে অস্কার সেরা, কার হাতে উঠতে পারে এ পুরস্কার– তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে মনোনয়ন ঘোষণা করা হয়।

এবারের আসরে একে একে ২৩টি বিভাগে মনোনীতদের নাম জানান ইতালিয়ান-আইরিশ বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী র‌্যাচেল সেনেট ও চীনা বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা-কমেডিয়ান বোয়েন ইয়েং।

অস্কারের দুটি ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্ম এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস ও হুলু’তে সরাসরি দেখানো হয় এ আয়োজন।

একনজরে জেনে নেওয়া যাক মনোনয়ন পাওয়া চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রীদের নাম।

সেরা চলচ্চিত্র
আনোরা (অ্যালেক্স কোকো, সামান্থা কোয়ান, শন বেকার), এমিলিয়া পেরেজ (নেটফ্লিক্স), দ্য ব্রুটালিস্ট (এ২৪), অ্যা কমপ্লিট আননোন (ফ্রেড বার্গার, জেমস ম্যানগোল্ড, অ্যালেক্স হাইনম্যান), আই অ্যাম স্টিল হিয়ার, নিকেল বয়েজ, দ্য সাবস্ট্যান্স, উইকেড (মার্ক প্লাট), কনক্লেভ (টেসা রস, জুলিয়েট হাওয়েল, মাইকেল অ্যা.

জ্যাকম্যান), ডুন: পার্ট টু (ম্যারি প্যারেন্ট, কেল বয়টার, তানিয়া লাপয়েন্ট, ডেনি ভিলন্যুভ)  

অভিনেতা
সেবাস্টিয়ান স্ট্যান (দি অ্যাপ্রেন্টিস), তিমোতি শালামে (অ্যা কমপ্লিট আননোন), কোলম্যান ডমিঙ্গো (সিং সিং), অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট), র‌্যালফ ফাইনস (কনক্লেভ) 

অভিনেত্রী
কার্লা সোফিয়া গাসকোন (এমিলিয়া পেরেজ), সিনথিয়া এরিভো (উইকেড), ফার্নান্দা তোরেস (আই অ্যাম স্টিল হিয়ার), মাইকি ম্যাডিসন (আনোরা), ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স) 

পার্শ্ব অভিনেতা
কিয়ের‌্যান কালকিন (অ্যা রিয়েল পেইন), এডওয়ার্ড নর্টন (অ্যা কমপ্লিট আননোন), গাই পিয়ার্স (দ্য ব্রুটালিস্ট), ইউরা বরিসভ (আনোরা), জেরেমি স্ট্রং (দ্য অ্যাপ্রেন্টিস)

পার্শ্ব অভিনেত্রী
ইজাবেলা রসেলিনি (কনক্লেভ), জোয়ি সালদেনিয়া (এমিলিয়া পেরেজ), মনিকা বারবারো (অ্যা কমপ্লিট আননোন), আরিয়ানা গ্রান্ডে (উইকেড), ফেলিসিটি জোন্স (দ্য ব্রুটালিস্ট), 

পরিচালক
জেমস ম্যানগোল্ড (অ্যা কমপ্লিট আননোন), ব্র্যাডি কোর্বে (দ্য ব্রুটালিস্ট), জ্যাক অঁডিয়ার (এমিলিয়া পেরেজ), কোরালি ফারজাঁ (দ্য সাবস্ট্যান্স), শন বেকার (আনোরা)

মৌলিক চিত্রনাট্য
দ্য সাবস্ট্যান্স (কোরালি ফারজাঁ), দ্য ব্রুটালিস্ট (ব্র্যাডি কোর্বে, মোনা ফাস্টফল্ড), অ্যা রিয়েল পেইন (জেসি আইজেনবার্গ), আনোরা (শন বেকার), সেপ্টেম্বর ফাইভ (মরিৎজ বিন্ডার, টিম ফেলবাম, অ্যালেক্স ডেভিড) 

রূপান্তরিত চিত্রনাট্য
অ্যা কমপ্লিট আননোন (জেমস ম্যানগোল্ড, জে ককস), সিং সিং (ক্লিন্ট বেন্টলি, গ্রেগ কিডার, ক্লারেন্স ম্যাকলিন, জন ডিভাইন, জি হুইটফিল্ড), কনক্লেভ (পিটার স্ট্রাউহ্যান), এমিলিয়া পেরেজ (জ্যাক অঁদিয়ার, টমা বিদেগেঁ, লেয়া মিসিয়াস, নিকোলা লাভাকি), নিকেল বয়েজ (রামেল রস, জসলিন বার্নস)

আন্তর্জাতিক চলচ্চিত্র
আই অ্যাম স্টিল হিয়ার (ব্রাজিল), ফ্লো (লাটভিয়া), দ্য গার্ল উইথ দ্য নিডল (ডেনমার্ক), এমিলিয়া পেরেজ (ফ্রান্স), দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (ইরান)। 

এ ছাড়া আরও বিভিন্ন শাখায় সেরাদের মনোনয়ন দেওয়া হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: কনক ল ভ এম ল য়

এছাড়াও পড়ুন:

আবার ‘লাস্ট মিনিট শো’, জন্মদিনের রাতে স্লটকে জয় উপহার ফন ডাইকের

লিভারপুল ৩–২ আতলেতিকো মাদ্রিদ

জন্মদিনের রাতে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে!

রেফারি শেষ বাঁশি বাজাতেই মাঠে ঢুকে পড়লেন আর্নে স্লট। লিভারপুলের সমর্থকেরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে থাকলেন, দল জেতায় অভিনন্দনও জানালেন। মুখে চওড়া হাসি নিয়ে হাত নেড়ে স্লট সেই অভিবাদনের জবাব দিলেন।   

ভার্জিল ফন ডাইকের সঙ্গে আলিঙ্গনের সময় স্লটকে একটু বেশিই খুশি মনে হলো। কারণ, লিভারপুল অধিনায়ক ফন ডাইক ত্রাতার ভূমিকায় আবির্ভূত না হলে তাঁর বিশেষ রাতটা যে অনেকটাই পানসে হয়ে যেত!

২০২৫–২৬ মৌসুমে শেষ মুহূর্তে জয়সূচক গোল করাকে অভ্যাস বানিয়ে ফেলেছে লিভারপুল। যেটিকে বলা হচ্ছে লাস্ট মিনিট শো, কয়েকটি সংবাদমাধ্যম নাম দিয়েছে স্লট টাইম।

এবার সেই শো–এর নায়ক ফন ডাইক। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তাঁর হেডারেই আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ের পথে থাকা ম্যাচটা ৩–২ গোলে জিতে চ্যাম্পিয়নস লিগে শুভসূচনা করল লিভারপুল।

এ নিয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল লিভারপুল। সবকটি ম্যাচে অলরেডরা জয়সূচক গোল করল ৮০ মিনিটের পর; এর তিনটিই যোগ করা সময়ে।

সম্পর্কিত নিবন্ধ