Risingbd:
2025-12-11@13:25:17 GMT

ইউনাইটেড পাওয়ারে এমডি নিয়োগ

Published: 4th, February 2025 GMT

ইউনাইটেড পাওয়ারে এমডি নিয়োগ

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ পদে নিয়োগ সম্পন্ন করেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কুতুবউদ্দিন আক্তার রশীদকে নিয়োগের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ।

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৫ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৫৭৯ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার ৫৭ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার ২৭০টি। সর্বশেষ, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৯০ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৭.

৪২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২.৫৭ শতাংশ শেয়ার আছে।

ঢাকা/এনটি/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

তরুণদের দক্ষতা ও কর্মসংস্থান বাড়াতে কাজ করছে ব্র্যাক ও মেটলাইফ ফাউন্ডেশন

তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে রংপুরে ‘ক্যারিয়ার হাব’ চালু করেছে ব্র্যাক। মেটলাইফ ফাউন্ডেশনের অংশীদারত্বে গড়ে ওঠা এ ওয়ান-স্টপ প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় তরুণদের চাকরি প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা ও দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

ব্র্যাক জানায়, ক্যারিয়ার হাবের মাধ্যমে ক্যারিয়ার কাউন্সেলিং, চাকরির প্রস্তুতিমূলক প্রশিক্ষণ, জলবায়ু সচেতনতা বাড়াতে শিক্ষা এবং নিয়োগদাতাদের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপনে সহায়তা দেওয়া হবে। উদ্যোগটির মাধ্যমে সরাসরি ৩ হাজার তরুণ-তরুণী উপকৃত হবেন বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

এ প্রকল্পটি বাস্তবায়ন করছে ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিপি), যার লক্ষ্য তরুণদের দক্ষতা উন্নয়নকে তাদের ক্যারিয়ার লক্ষ্যের সঙ্গে যুক্ত করা। ব্র্যাক বলছে, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থানীয় নিয়োগদাতাদের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে শিক্ষা ও শ্রমবাজারের মধ্যকার সক্ষমতার ব্যবধান কমিয়ে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনে টেকসই ভূমিকা রাখবে এই হাব।

মেটলাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দেশের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির ক্ষেত্রে এ অংশীদারত্ব গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও প্রতিষ্ঠানটি উল্লেখ করে।

সম্পর্কিত নিবন্ধ