পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ পদে নিয়োগ সম্পন্ন করেছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কুতুবউদ্দিন আক্তার রশীদকে নিয়োগের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ।
ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৫ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৫৭৯ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার ৫৭ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার ২৭০টি। সর্বশেষ, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৯০ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৭.
ঢাকা/এনটি/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নমুনায় নৌকা থাকলেও মূল ব্যালটে প্রতীকটি থাকবে না: ইসি
প্রবাসী বাংলাদেশিদের জন্য করা পোস্টাল ব্যালটে নৌকা প্রতীক থাকায় তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের প্রতীক ইসির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবু, নমুনা ব্যালটে নৌকা কেন রাখা হয়েছে, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও হচ্ছে আলোচনা-সমালোচনা।
এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, যে ব্যালটে নৌকা প্রতীক দেখা যাচ্ছে, সেটি নমুনা। মূল ব্যালটে নৌকা প্রতীক থাকবে না।
আরো পড়ুন:
ডিএমপির ৫০ থানার ওসি বদল
নির্বাচনে পুলিশকে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনের আহ্বান প্রধান উপদেষ্টার
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেছেন, “প্রবাসীদের জন্য তৈরি করা পোস্টাল ব্যালটে যে নৌকা প্রতীক দেখা গেছে, সেটি শুধুই একটি নমুনা ডিজাইন। মূল ব্যালট প্রস্তুত করার সময় নৌকা প্রতীক রাখা হবে না।”
তিনি জানান, শুধু নৌকা নয়, আরো কয়েকটি প্রতীক মূল ব্যালটে থাকবে না। নমুনা ব্যালটে পুরনো তালিকার প্রতীক থাকায়, এগুলো দেখা গেছে। প্রকৃত ভোটের ব্যালটে এসব প্রতীক বাদ দেওয়া হবে।
ঢাকা/এএএম/রফিক