Risingbd:
2025-12-15@02:45:02 GMT

ইউনাইটেড পাওয়ারে এমডি নিয়োগ

Published: 4th, February 2025 GMT

ইউনাইটেড পাওয়ারে এমডি নিয়োগ

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ পদে নিয়োগ সম্পন্ন করেছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কুতুবউদ্দিন আক্তার রশীদকে নিয়োগের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ।

ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৫ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৫৭৯ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার ৫৭ কোটি ৯৬ লাখ ৯৫ হাজার ২৭০টি। সর্বশেষ, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৯০ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৭.

৪২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২.৫৭ শতাংশ শেয়ার আছে।

ঢাকা/এনটি/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দুবাইয়ের হারের ম‌্যাচে মিতব‌্যয়ী মোস্তাফিজুর

বল হাতে নিয়মিত উইকেট পাচ্ছেন মোস্তাফিজুর রহমান। সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক‌্যাপিটালসের হয়ে দু‌্যতি ছড়াচ্ছেন বাংলাদেশের পেসার।

বাঁহাতি দ্রুতগতির বোলার রবিবার (১৪ ডিসেম্বর) ডেসার্ট ভাইপার্সের বিপক্ষে ছিলেন মিতব‌্যয়ী। তার বোলিং দলের কাজে আসেনি। ডেসার্ট ভাইপার্স ৫ উইকেটে হারিয়েছে দুবাই ক‌্যাপিটালসকে।

আরো পড়ুন:

এগিয়ে গেল ভারত

বিশ্বকাপে পর্তুগাল-কলম্বিয়া ম‌্যাচের টিকিটের সবচেয়ে বেশি আবেদন

আগে ব‌্যাটিং করে দুবাই ক‌্যাপিটালস ৪ উইকেটে ১৬৬ রান করে। জবাব দিতে নেমে ডেসার্ট ভাইপার্স ১৯.৪ ওভারে লক্ষ‌্যে পৌঁছে যায় ৫ উইকেট হাতে রেখে। দলের হারের ম‌্যাচে ৪ ওভারে ৩০ রানে ১ উইকেট নেন মোস্তাফিজুর। ১টি করে চার ও ছক্কা হজম করেন তিনি। ডট বল ছিল ৮টি। ইকোনমি ৭.৫০।

ডেসার্ট ভাইপার্সের এটি ষষ্ঠ জয়। ছয় ম‌্যাচ খেলে প্রতিটি জিতেছে তারা। দুবাইযের পাঁচ ম‌্যাচে তৃতীয় পরাজয়।

রান প্রসবা উইকেটে দুবাইয়ের ব‌্যাটিং যুৎসই হয়নি। দলের হয়ে লুইস ডি প্লু ৪৪ বলে সর্বোচ্চ ৫৪ রান করেন। ৩০ বলে ৪৯ রান আসে জর্ডান কক্সের ব‌্যাট থেকে। শেষ দিকে দাসুন শানাকা ১৮ বলে ২৯ রান করেন ২ চার ও ১ ছক্কায়। ডেসার্টে হয়ে বল হাতে ১৭ রানে ২ উইকেট নেন স‌্যাম কুরান।

জবাব দিতে নেমে ডেসার্ট ৪ ওভারে ৩২ রান তুলে নেয় কোনো উইকেট না হারিয়ে। পঞ্চম ওভারে বোলিংয়ে আসেন মোস্তাফিজুর। প্রথম ওভারেই উইকেটের দেখা পান তিনি। পাকিস্তানের হার্ডহিটার ওপেনার ফখর জামান মোস্তাফিজুরের স্লোয়ার ব‌াউন্সারে পরাস্ত হয়ে উইকেটের পেছনে ক‌্যাচ দেন। নিজের প্রথম ওভারে ১১ রানে ১ উইকেট নেন তিনি। 

পরের ওভার করতে ফেরেন ইনিংসের ১১তম ওভারে। ১০ রান দেন এই ওভারে। নিজের শেষ দুই ওভারে মোস্তাফিজুর ম‌্যাচের চিত্র পাল্টে দেওয়ার চেষ্টা করেন। ৩০ বলে ৩৬ রানের প্রয়োজনে নিজের তৃতীয় ওভারে মাত্র ৪ রান দেন তিনি। ঠিক একইভাবে নিজের শেষ ওভারে ৫ রান দিয়ে ম‌্যাচে রোমাঞ্চ আনার চেষ্টা করেন। যদিও ডেসার্টের হাতে উইকেট ছিল। তাদের আত্মবিশ্বাস ছিল ভরপুর। 

তাই মোস্তাফিজুরের ভালো বোলিংও খুব একটা কাজে আসেনি। এখন পর্যন্ত ৪ ম‌্যাচে মোস্তাফিজুরের উইকেট ৬টি।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ