রূপগঞ্জে তারুণ্যের উচ্ছ্বাসের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
Published: 4th, February 2025 GMT
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারুণ্যের উচ্ছ্বাস সামাজিক সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.
অনুষ্ঠানে কাঞ্চন পৌরসভার সকল স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক, শিক্ষিকা এবং কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মো. সাইফুল ইসলাম শিক্ষনীয় বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন জীবনে কিছু করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নয়ন ঘটাতে পারে না।
তারুণ্যের উচ্ছ্বাস সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। সবাইকে শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। রূপগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের পাশে থাকাবেন বলেও তিনি ঘোষণা দেন।
রূপগঞ্জ থেকে মাদক, যৌতুক ও বাল্য বিয়ে নির্মূল করতে স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের সহযোগিতা চান অতিথিবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ স গঠন র র পগঞ জ
এছাড়াও পড়ুন:
নিজের ঘরের আদলে ভার্চ্যুয়াল ঘরে আড্ডার সুযোগ দেবে মেটার হাইপারস্কেপ
ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) প্রযুক্তিনির্ভর কোয়েস্ট ৩ ও কোয়েস্ট ৩এস হেডসেটের ক্যামেরা ব্যবহার করে যেকোনো ঘরের ছবি স্ক্যান করে সেটির ভার্চ্যুয়াল প্রতিরূপ তৈরি করা যায়। তবে এই ভার্চ্যুয়াল ঘর শুধু ভিআর হেডসেট ব্যবহারকারীই দেখতে পারেন। ফলে চাইলেও বন্ধুদের সঙ্গে নিজেদের পছন্দের ভার্চ্যুয়াল ঘরে বসে আড্ডা দেওয়া যায় না। এবার নিজেদের হাইপারস্কেপ প্রযুক্তি কাজে লাগিয়ে যেকোনো ঘরের ভার্চ্যুয়াল প্রতিরূপ তৈরি করে অনলাইন বন্ধুদের সঙ্গে আড্ডার সুযোগ চালু করছে মেটা। নতুন এ সুবিধা চালু হলে নিজেদের ঘরে বসেই ভার্চ্যুয়াল আড্ডা দেওয়ার সুযোগ পাবেন কোয়েস্ট ৩ ও কোয়েস্ট ৩এস ভিআর হেডসেট ব্যবহারকারীরা।
মেটার তথ্যমতে, হাইপারস্কেপে তৈরি যেকোনো কক্ষের একটি লিংক শেয়ার করে এখন থেকে ব্যবহারকারীরা বন্ধুদেরও আমন্ত্রণ জানাতে পারবেন। বিশ্বের যেকোনো প্রান্তে থাকা বন্ধুরা সেই লিংকে ক্লিক করে ভার্চ্যুয়াল ঘরে বসে আড্ডা দিতে পারবেন। কোয়েস্ট ৩ বা ৩এস হেডসেট ছাড়াও মেটা হরাইজন মোবাইল অ্যাপ ব্যবহার করেও এই ভার্চ্যুয়াল ঘরে প্রবেশ করা যাবে।
মেটার মুখপাত্র রেচেল হোম জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে সব ব্যবহারকারীর জন্য সুবিধাটি চালু করা হবে। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ভার্চ্যুয়াল কক্ষ তৈরি করতে ঘরকে স্ক্যান করতে হবে। প্রতিটি ভার্চ্যুয়াল ঘরে সর্বোচ্চ আটজন একসঙ্গে যুক্ত হতে পারবেন। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
মেটার হাইপারস্কেপ ভবিষ্যতে মেটাভার্সে গেমিং অভিজ্ঞতার পাশাপাশি বাস্তব স্থানগুলোর নিখুঁত ডিজিটাল প্রতিরূপ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। ফলে মেটার হাইপারস্কেপ ব্যবহারকারীরা চাইলে ভার্চ্যুয়ালি প্রিয়জনের ঘরে আড্ডা দিতে পারবেন, যেখানে বাস্তবে যাওয়ার সুযোগ নেই। এমনকি পরিচিত পরিবেশে কাছের মানুষদের সঙ্গে সময় কাটানোর সুযোগও মিলবে হাইপারস্কেপে।
সূত্র: দ্য ভার্জ