গভীর রাতে বিআরটিএ ভবনে আগুন, ‘পেট্রলবোমা’ ছোড়া হয় বলে পুলিশ জানিয়েছে
Published: 14th, February 2025 GMT
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাইরে থেকে ভবনের নিচতলায় ‘পেট্রলবোমা’ নিক্ষেপ করে এই অগ্নিসংযোগ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, গতকাল রাত দুইটার দিকে চার–পাঁচ ব্যক্তি তুরাগের দিয়াবাড়ির বিআরটিএ ঢাকা মেট্রো-৩ সার্কেলের ১ নম্বর ভবনের সামনে যান। তাঁরা ভবনের নিচতলায় ‘পেট্রলবোমা’ নিক্ষেপ করলে আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান।
বিআরটিএ সূত্র জানায়, বাইরে থেকে কাচের বোতলে পেট্রল ভরে ভবনটিকে লক্ষ্য করে নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ভবনটির ফটকে আগুন ধরে যায়। কিছু বৈদ্যুতিক তার পুড়ে গেছে। নিচতলার বিদ্যুৎ ও জেনারেটরের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন ওপরের দিকে যেতে পারেনি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। এই আগুনে বিআরটিএর ৪০-৫০ হাজার টাকার ক্ষতি হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এসি) সাদ্দাম হোসেন আজ শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছেন, চার–পাঁচজন যুবক পেট্রল, অকটেন বা এ–জাতীয় দাহ্য কোনো পদার্থ বোতলে ঢুকিয়ে বিআরটিএ ভবনের উদ্দেশে মেরেছেন। এ ঘটনায় তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ভবনের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেল গাড়ি, চালক অক্ষত হলেও নিহত ৪
যুক্তরাষ্ট্রের ইলিনয়ে একটি গাড়ি দ্রুত বেগে একটি ভবনের ভেতর ঢুকে পড়লে শিশুসহ চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। যে ভবনটিতে গাড়ি ঢুকে পড়েছিল, সেটি ক্যাম্প হিসেবে ব্যবহার করা হতো।
পুলিশ বলেছে, ওয়াইএনওটি আফটার স্কুল ক্যাম্পে ওই ঘটনায় নিহত ব্যক্তিদের বয়স ৪ থেকে ১৮ বছর।
স্থানীয় সময় গতকাল সোমবার বিকেলে ইলিনয়ের চ্যাথাম গ্রামে একটি গাড়ি দ্রুতগতিতে এসে ভবনটির এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। কেউ ইচ্ছা করে এ কাজ করেছেন, নাকি এটি দুর্ঘটনা ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
ইলিনয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। গাড়ির ধাক্কায় মারা পড়া তিনজনের মৃতদেহ ভবনের বাইরে পড়ে ছিল। আরেকটি মৃতদেহ ভবনের ভেতরে পাওয়া গেছে।এ ঘটনার পর হতাহতদের অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইলিনয় অঙ্গরাজ্য পুলিশ বলেছে, গাড়িচালক অক্ষত আছেন। তবে পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ইলিনয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। গাড়ির ধাক্কায় মারা পড়া তিনজনের মৃতদেহ ভবনের বাইরে পড়ে ছিল। আরেকটি মৃতদেহ ভবনের ভেতরে পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইলিনয়ের গভর্নর জে বি প্রিটজকার বলেছেন, তাঁর প্রশাসন থেকে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।