‘বিভূতিভূষণের চাঁদের পাহাড় পড়েছিস?’/-‘না স্যার।’ কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘রহস্যময় জঙ্গলবাড়ি’ উপন্যাসের শুরুর দিকে কিশোর অর্ণব ও তার শিক্ষকের এই কথোপকথন। ‘চাঁদের পাহাড়ে’ বাঙালি তরুণের পূর্ব আফ্রিকায় চাকরি, সেখান থেকে হীরার খনির সন্ধানে বের হওয়া। একের পর এক ভয়ংকর প্রাণীর সঙ্গে লড়াই। সঙ্গীর মৃত্যু। আগ্নেয়গিরি ডিঙানো। অ্যাডভেঞ্চার আর টানটান উত্তেজনায় ভরপুর এই উপন্যাস। শেষে শঙ্কর জাহাজে বাড়ি ফেরে। এই একরকম বাড়ি ফেরা আমরা দেখি।
ইমদাদুল হক মিলনের উপন্যাসে অর্ণবের বাড়ি ফেরাটা অন্যরকম। সে অপহরণকারীদের ফাঁদে পড়ে। তাকে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। সেখান থেকে এক সময় সে পালিয়ে আসে। তার এই বাড়ি ফেরাটা নিশ্চয়ই ছিল আনন্দের। কিন্তু তার পকেটে ছিল না টাকা। ফলে তাকে ফিরতে হয় অনেক কষ্টে। চালককে অনুরোধ করে গাড়িতে চড়ে আবার হেঁটে। বাড়ি ফেরার পর অবশ্য অন্যরা আনন্দিত হয়।
তার এই বাড়ি ফেরার কথা পড়তে গিয়ে আমার মনে পড়ে গেল মাইকেল চাকমার কথা। তিনিও বাড়ি ফিরেছেন গত বছর। চোখ বেঁধে চট্টগ্রামের একটি পাহাড়ের ওপর তাঁকে ফেলে রাখা হয়। সেখানে চোখ খুলে তিনি কিংকর্তব্যবিমূঢ়। এক মোটরসাইকেল চালককে অনুরোধ করে বাসস্ট্যান্ডে যান। বাসে উঠে চট্টগ্রাম শহরে আসেন। টাকা না থাকায় পদে পদে তাঁকে অপমান-অপদস্থ করা হয়েছে। মানুষর কাছে হাত পাততে হয়েছে। এই এক বাড়ি ফেরা দেখলাম আমরা বাস্তবে।
আমাদের মাথায় রাখতে হবে ‘রহস্যময় জঙ্গলবাড়ি’ কিশোর উপন্যাস। ছোট ছোট বাক্য, সাবলীল ভাষা, সহজ-সরল উপস্থাপনা– এর বিশেষ গুণ। এই উপন্যাসে যেমন আছে অ্যাডভেঞ্চার, তেমনি আছে রূপকথা। অর্ণব অপহরণের পর যেখানে ছিল, সেটি পুরোনো একটা বাড়ি। এটাই মূলত জঙ্গলবাড়ি। আর এর রহস্য হচ্ছে রাজকন্যা স্বর্ণলতা। আছে তার দেহরক্ষী রুস্তম। অর্ণবকে মুক্ত করতে সহায়তা করে এরা দু’জন।
উপন্যাসের শুরু এক অদ্ভূত স্বপ্ন দিয়ে। পরপর তিন রাত একই স্বপ্ন। স্বপ্নে সে রহস্যময় জঙ্গলবাড়িটা দেখে। সেখানে দু’জন মানুষ। বাস্তবে সে এমন বাড়ি কখনও দেখেনি। এই স্বপ্ন দেখার কিছুদিন পর তাকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাকে সেই জঙ্গলবাড়িতে নিয়ে আসে। এই বাড়ির বর্ণনাটা চিত্তাকর্ষক। একদিন ঘুম ভেঙে অর্ণব দেখে ‘বাইরে বোধহয় প্রখর জ্যোৎস্না ফুটেছে। দরজার ফুটো-ফাটা দিয়ে চাঁদের আলো ঢুকেছে।’ এমন চাঁদের আলোয় কি কেউ ভয় পায়? তার ভয়ও কেটে যায়। সে বাইরে বেরিয়ে পড়ে। এভাবে সে মুক্ত হয়।
বইটি ইতোমধ্যে পাঠকপ্রিয়তা পেয়েছে। প্রথম ১০ দিনে দ্বিতীয় মুদ্রণ ছেপেছে প্রকাশনা প্রতিষ্ঠান অনন্যা। ১১২ পৃষ্ঠার বইয়ের দাম ৩০০ টাকা। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। প্রচ্ছদেও রহস্য ধরা পড়েছে।
হানযালা হান, কবি ও সাংবাদিক
.উৎস: Samakal
কীওয়ার্ড: বইম ল উপন য স রহস য
এছাড়াও পড়ুন:
পটিয়ায় ব্যবসায়ীকে অপহরণ, দুই ঘণ্টা পর উদ্ধার
চট্টগ্রামের পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার একটি দোকান থেকে নুরুল আবছার (২৭) নামের এক ব্যবসায়ীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় একদল মুখোশধারী ব্যক্তি। আজ বুধবার সকাল সাতটায় তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশের তৎপরতায় সকাল সাড়ে ৯টায় তিনি ছাড়া পান।
উদ্ধারের পর পটিয়া থানা প্রাঙ্গণে অপহরণের শিকার নুরুল আবছার প্রথম আলোকে বলেন, তিনি ব্যাংকে চাকরি করতেন। সম্প্রতি তাঁর চাকরি চলে যায়। এরপর পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকার সাহিত্য বিশারদ সড়কে মুরগির দোকান দেন। প্রতিদিনের মতো আজ সকালে দোকান খোলেন তিনি। এ সময় তিন থেকে চারজন মুখোশধারী লোক ধারালো অস্ত্রের মুখে তাঁকে ধরে অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়। তারা তাঁর পকেটে থাকা ৪০ হাজার টাকা নিয়ে নেয়। পরে আরও ৪ লাখ টাকা দাবি করে, পরে ১৭ লাখ এনে দিতে বলেন। তাঁকে চন্দ্র কালারপোল নামের নির্জন এলাকায় নিয়ে অপহরণকারীরা তাঁকে মারধরের পাশাপাশি ছুরিকাঘাতও করেন।
পটিয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র দে প্রথম আলোকে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত তাঁকে উদ্ধারের তৎপরতায় নামে। পরে চন্দ্র কালারপোল এলাকায় পুলিশ গেলে উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, ব্যবসায়ীকে অপহরণ করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে তাঁকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।