সৌদি আরবের জেদ্দায় ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন প্রতিনিধিরা। ইউক্রেনে যুদ্ধবিরতি ও দেশটির খনিজ সম্পদ নিয়ে চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছতে আজ মঙ্গলবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এ প্রেক্ষাপটে গতকাল সোমবার সৌদির উদ্দেশে রওনা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি সৌদি যুবরাজ মোহম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন। তবে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি অংশ নেবেন না। এ আলোচনায় রাশিয়ার কোনো প্রতিনিধি থাকছেন না।
এর আগে ইউক্রেনে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রতিনিধিদের সঙ্গে রুশ কর্মকর্তারা আলোচনা করেন। ওই আলোচনায় কিয়েভের কোনো প্রতিনিধি ছিলেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাগ্বিতণ্ডা এবং এর জেরে ইউক্রেনে সামরিক ও গোয়েন্দা সহায়তা স্থগিতের পর প্রথমবারের মতো দুই দেশ আলোচনায় বসছে। সম্প্রতি ইউক্রেনে বিমান হামলাও জোরদার করেছে রাশিয়া। এতে বেড়েছে হতাহতের ঘটনা।
গতকাল রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন ও মার্কিন প্রতিনিধিদের আলোচনার কেন্দ্রে থাকবে দ্বিপক্ষীয় খনিজ সম্পদ চুক্তি ও কীভাবে যুদ্ধ বন্ধ করা যায়, সে বিষয়টি। এর আগে নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিবাদে জড়ান প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি জানান, তারা যুদ্ধবিরতিতে রাজি। তবে রাশিয়া যে আর কখনও এ ধরনের হামলা চালাবে না, তার নিশ্চয়তা যুক্তরাষ্ট্রকে দিতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ নিয়ে কোনো সমঝোতা এখনও হয়নি।
জেলেনস্কি জানান, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি থাকছেন না। ইউক্রেনের পক্ষে থাকবেন চিফ অব স্টাফ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে সামরিক বাহিনীর কর্মকর্তারা। সামাজিক মাধ্যমে পোস্টে জেলেনস্কি লেখেন, ‘আমরা গঠনমূলক আলোচনায় অঙ্গীকারবদ্ধ। আমরা আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও পদক্ষেপের বিষয়ে আশাবাদী।’ তিনি বলেন, ‘যদি টেবিলে বাস্তবিক প্রস্তাব থাকে, তাহলে দ্রুত ও কার্যকরভাবে এগোতে হবে।’
মার্কিন কর্মকর্তারা বলছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে কিয়েভ বাস্তবিক মতৈক্যে পৌঁছতে পেরেছে কিনা, সেটা নিশ্চিত হতেই জেদ্দায় তাদের বৈঠকের পরিকল্পনা। এক কর্মকর্তা বলেন, ‘কোনো কিছুতে ছাড় দিতে রাজি নই, অথচ বলছি– শান্তি চাই। এভাবে বলা যায় না।’ আরেক মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমরা দেখতে চাচ্ছি, ইউক্রেনীয়রা আসলেই শান্তি চায় কিনা।’
এর আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তাঁর প্রত্যাশা, এ আলোচনা ফলপ্রসূ হবে। তিনি জানান, ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহ স্থগিত করেছিল যুক্তরাষ্ট্র। সেটি আবার চালু হচ্ছে। ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ আলোচনার আয়োজন করেছেন মধ্যপ্রাচ্যে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি বলেন, শান্তি ও যুদ্ধবিরতির জন্য একটি কাঠামো তৈরির লক্ষ্যে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।
জেলেনস্কির দাবি, প্রাথমিকভাবে যুদ্ধবিরতি যেন শুধু আকাশ ও সাগরে হয়। সেই সঙ্গে বন্দিবিনিময় করা হয়। এর মাধ্যমে যুদ্ধ বন্ধে রাশিয়ার অঙ্গীকারের পরীক্ষা হয়ে যাবে। মস্কো সাময়িক যুদ্ধবিরতির ধারণাকে উড়িয়ে দিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে রাশিয়া একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে।
এদিকে যুদ্ধবিরতি নিয়ে যখন আলোচনা চলছে, তখন ইউক্রেনে হামলা বাড়িয়েছে রাশিয়া। গত শুক্রবার পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে ভয়ংকর আঘাতটি আসে শুক্রবার শেষ রাতে দোনেতস্কের দব্রোপিলিয়ায়। সেখানে রুশ হামলায় ১১ জন নিহত ও ৪০ জন আহত হন। হতাহতের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স দ আরব ইউক র ন কর মকর ত ইউক র ন
এছাড়াও পড়ুন:
অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে, দুই বন্ধু নিহত
রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার বনশ্রীর এফ ব্লক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিন মতিঝিলের ফকিরাপুল মোড়ে প্রাইভেট কারের চাপায় আব্দুল মতিন (৩৬) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ছাড়া পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন।
বনশ্রীতে নিহত দু’জন হলেন– আব্দুল্লাহ আল নোমান (২১) ও পাভেল মিয়া (২০)। নোমানের মামা আব্দুল হামিদ জানান, নিহতরা পরস্পর বন্ধু। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ঢাকায় ঘুরতে যাওয়ার সময় দু’জন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তারা রূপগঞ্জের নামারমুসুরি এলাকায় থাকতেন। নোমান মুড়াপাড়া ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। পাভেল তেমন কিছুই করতেন না। এ ঘটনায় নোমানের পরিবারের পক্ষ থেকে সড়ক নিরাপত্তা আইনে খিলগাঁও থানায় মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালক টিপু সুলতান বলেন, সড়কটি যানবাহনে ঠাসা ছিল। এ কারণে গাড়ি চলছিল ধীরগতিতে। হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাশ থেকে এসে নোমানের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দু’জন সড়কের ওপর ছিটকে পড়েন। পরে মিয়ামি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। নোমান ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল আরোহী পাভেলকে গুরুতর আহত অবস্থায় ফরাজী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন জানান, বাসটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারী পালিয়ে গেছে। অটোরিকশা চালককেও আটক করা যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ফকিরাপুল মোড়ে প্রাইভেটকারের চাপায় প্রাণ হারান রিকশাচালক আব্দুল মতিন। তাঁর বাড়ি রংপুরে। তিনি মুগদার মাণ্ডা এলাকায় একটি রিকশার গ্যারেজে থাকতেন। মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম জানান, প্রাইভেটকারের চালক আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাইভেটকার জব্দ করা হয়েছে। ময়নাতন্ত শেষে পরিবারের কাছে মতিনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এদিকে মঙ্গলবার রাতে বিমানবন্দর থানার সিভিল এভিয়েশন কোয়ার্টার গেটের (সি-টাইপ) সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর। বিমানবন্দর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
সড়কে ঝরল আরও ছয় প্রাণ
খুলনার ডুমুরিয়ায় তেলবাহী লরির চাপায় দুই নারী নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার আটলিয়া ইউনিয়নের নরনিয়া মহিলা মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– রোকেয়া বেগম (৫৫) ও রশিদা বেগম (৪৫)।
গতকাল সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় শামসুল হক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি গাজীপুরের শ্রীপুরে গণস্বাস্থ্য উপকেন্দ্রের নিরাপত্তাকর্মী ছিলেন। সাভার থেকে অবসরের পাওনাদি নিয়ে ফেরার পথে তিনি প্রাণ হারান। শামসুলের বাড়ি চাঁদপুরে। ঘটনার পর গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীরা সেলফি পরিবহনের পাঁচটি বাস আটক করেন।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নয়ন মিয়া (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত ইসলাম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। শান্ত মথুরাপুর পশ্চিমপাড়া গ্রামের রিপন মণ্ডলের ছেলে।
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে স্বপন শীল নামে এক স্যালুন ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল ছেলের বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র বিলি করতে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।