বান্দরবানের রোয়াংছড়ির দেবতাখুম পর্যটন এলাকার তারাছা খালে ডুবে উবাইচিং মারমা (৪০) নামে স্থানীয় এক ব্যক্তি মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে শীলবান্ধাপাড়ার নিচের খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশের মাথায় সামান্য আঘাতের দাগ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

এর এক সপ্তাহ আগে ২৫ জুলাই শীলবান্ধাপাড়ায় উথোয়াইশৈ মারমা (১৮) নামের আরও একজনের মৃত্যু হয়েছিল। চোলাই মদ পান করে তাঁর দুই বন্ধু তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। পরে তারাছা খাল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, উবাইচিং মারমা পারিবারিক সমস্যায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। গতকাল বুধবার রাতে পাড়ার বৌদ্ধবিহারে ঘুমাতে গিয়েছিলেন তিনি। গভীর রাতে বৌদ্ধবিহার থেকে তিনি উধাও হয়ে যান। সকালে পাড়ার নিচে তারাছা খালে তাঁর লাশ পাওয়া যায়।

দেবতাখুমসংলগ্ন শীলবান্ধাপাড়া রোয়াংছড়ি উপজেলা সদর থেকে ১১ কিলোমিটার দূরে আলেক্ষ্যং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত। আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা জানিয়েছেন, বছরখানেক আগে স্ত্রী মারা যাওয়ার পর থেকে উবাইচিং মারমা মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েন। তাঁর দুই সন্তান ও বৃদ্ধা মা ছাড়া বাড়িতে কেউ নেই। রাতে কী মনে করে হয়তো খালে গিয়ে পানিতে পড়ে মারা গেছেন। কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ জানিয়েছেন, তারাছা খাল থেকে উবাইচিং মারমার লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মাথায় সামান্য আঘাতের চিহ্ন দেখা গেছে। সেটি পানির স্রোতে পাথরের সঙ্গে আঘাতে হয়েছে কি না, বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জুলাই অভ্যুত্থান উদযাপনে ডিএসসিসির সাইকেল র‌্যালি

ছাত্র-জনতার অভ্যুত্থান উদযাপন উপলক্ষে জুলাই মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) সাইকেল র‌্যালির আয়োজন করেছে।

শুক্রবার (১ আগস্ট) ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে সাইকেল র‌্যালিটি শুরু হয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে এসে শেষ হয়।ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়ার উপস্থিতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম র‌্যালির উদ্বোধন করেন।

এদিন সকাল সাড়ে ৭টায় রবীন্দ্র সরোবর থেকে শুরু হওয়া এ র‌্যালিতে ১৯০ জন সাইক্লিস্টস এবং বিভিন্ন শ্রেণি-পেশার নগরবাসী অংশগ্রহণ করেন।

আরো পড়ুন:

ঢাবির সিনেটে ৫ অধ্যাপককে নিয়োগ দিলেন রাষ্ট্রপতি

ডাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশ

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ ঢাকা শহরকে বাসযোগ্য করার জন্য সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল আচরণ করতে হবে।”

ডিএসসিসি প্রশাসক বলেন, “ঢাকাকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করতে হলে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই।”

পরিচ্ছন্নতা ও মশক নিধন সিটি কর্পোরেশনের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে প্রশাসক এ বিষয়ে নাগরিকদের সম্পৃক্ততা ও সহযোগিতা কামনা করেন।

র‌্যালি উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সব বিভাগীয় প্রধান এবং ঢাকা ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত নিবন্ধ