পাবনার চাটমোহরে ঋণ খেলাপি মামলা করায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অন্য কর্মীদের মারধর এবং হামলা চালিয়ে ব্যাংকের গ্লাস-আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে লোকমান হোসেন নামের এক যুবদল নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত লোকমান হোসেন উপজেলার ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখার মুখ্য কর্মকর্তা এস এম বশীর উদ্দিন বলেন, ‘‘২০১৮ সালে ব্যাংকের ফৈলজানা শাখা থেকে ৩ লাখ টাকা সিসি ঋণ নেন লোকমান হোসেন। এই ঋণ পরিশোধ না করতে পারলে প্রতিবছর নবায়ন করতে হয়। কিন্তু, গত দুই বছর ধরে তিনি সময়মত ঋণ নবায়ন করেননি। নির্ধারিত সময়ের মধ্যে কেউ ঋণ নবায়ন না করলে ব্যাংকের নিয়মানুযায়ী তিনি ঋণ খেলাপি হিসেবে বিবেচিত হন এবং ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা করতে পারে।’’

আরো পড়ুন:

রাবিতে আ.

লীগ ট্যাগ দিয়ে মেডিকেল টেকনোলজিস্টকে বিবস্ত্র করে মারধর

‘এইচ টি ইমামের’ বন্ধ কারখানায় ডাকাতির চেষ্টা, আটক ৬

তিনি আরো বলেন, ‘‘সেই হিসেবে গত ২৫ মে পাবনার অর্থ ঋণ আদালতে লোকমান হোসেনের বিরুদ্ধে ব্যাংক কর্তৃপক্ষ একটি মামলা করে। মামলার বিষয়টি শুনে বৃহস্পতিবার দুপুরে লোকমান হোসেন লোকজন নিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখায় হামলা চলান এবং শাখা ব্যবস্থাপক ও অন্যান্য কর্মচারীদের মারধর করে আহত করেন। এ সময় ব্যাংকের মধ্যে থাকা লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করেন। পরে স্থানীয়রা এসে ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামসুজ্জামানকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’’

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিজিএম হেলাল উদ্দিন বলেন, ‘‘লোকমান হোসেনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ব্যাংকে প্রবেশ করে। এ সময় ঋণ সংক্রান্ত বিষয়ে ম্যানেজার শামসুজ্জামানের সঙ্গে লোকমান হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লোকমান হোসেন হামলা চালিয়ে ব্যাংকের গ্লাস-আসবাবপত্র ভাঙচুর এবং ম্যানেজার ও অন্য কর্মচারীদের মারধর করে আহত করেন।’’

অভিযোগের বিষয়ে জানতে লোকমান হোসেনের মোবাইলে ব্যবহৃত নম্বরে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে চাটমোহর উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন বলেন, ‘‘লোকমুখে বিষয়টি শুনেছি। পরে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথা হয়েছে। লোকমান হোসেন যদি অন্যায় করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান বাদী হয়ে মামলা করবেন। মামলা দায়েরের পর পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’’

ঢাকা/শাহীন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম রধর অভ য গ ল কম ন হ স ন র য কর ম য বদল ম রধর

এছাড়াও পড়ুন:

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি-এর ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান তৌসিফ মাশরুরুল করিম।

এজিএম-এ পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিসেস নুসরাত জাহান তানিয়া, মো. আশিক হোসেন এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আয়ুব হুসেন।

এছাড়া কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররাম দাস্তগীর, কোম্পানি সচিব মো. আখতারুজ্জামান এবং প্রধান অর্থ কর্মকর্তা এ কে এম মোস্তাক আহম্মেদ খান সভায় অংশগ্রহণ করেন।

শেয়ারহোল্ডারদের মধ্য থেকে মো. রেজাউল করিম, নিয়াজ আহমেদ, আজমত নিয়াজ ও হাসিব আহমেদ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরিচালকমণ্ডলীর প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।

সভায় ২০২৪ সালের জন্য শেয়ারহোল্ডারদের মাঝে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

শেয়ারহোল্ডাররা কোম্পানির ব্যবসায়িক প্রবৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ব্যবস্থাপনা কর্তৃপক্ষও কোম্পানির আর্থিক অগ্রযাত্রা ধরে রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ