এবার নিয়ে দ্বিতীয়বারের মতো দেশে আয়োজন করা হচ্ছে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স অলিম্পিয়াড (বিডিএআইও)। এ আয়োজনের প্লাটিনাম স্পনসর হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। এ ছাড়া প্রতিষ্ঠানটি জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের অলিম্পিয়াড হোস্ট করবে। এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) সম্পর্কে ধারণা সৃষ্টির পাশাপাশি আন্তর্জাতিক এআই প্রতিযোগিতায় তাঁদের অংশগ্রহণের প্রস্তুতির সহায়ক হবে।

আজ মঙ্গলবার এ বিষয়ে বিইউবিটি ও বাংলাদেশ এআই অলিম্পিয়াডের আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বিইউবিটির উপাচার্য অধ্যাপক এ বি এম শওকত আলী এবং বিডিএআইওর দলনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স অলিম্পিয়াড ২০২৫-এর আওতায় বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। এর মধ্যে প্রস্তুতিমূলক কর্মশালা, সচেতনতা মূলক প্রচারণা এবং এআই–সম্পর্কিত বিভিন্ন সেশন অন্যতম। এসবই শিক্ষার্থীদের এআই-সংক্রান্ত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। এ উদ্যোগের মূল লক্ষ্য দেশের সবচেয়ে প্রতিভাবান শিক্ষার্থীদের একটি দল গঠন করা, যারা আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড এবং আন্তর্জাতিক অলিম্পিয়াড ইন আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সে মতো আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

অনুষ্ঠানে বিইউবিটির উপাচার্য বলেন, এই অলিম্পিয়াড বাংলাদেশের এআই খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।’

অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, ‘এ উদ্যোগ প্রযুক্তির ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেবে।’

আরও পড়ুনইউনেসকোতে ১৪ ক্যাটাগরিতে ইন্টার্নশিপ, বয়স ২০ হলেই আবেদন ১০ ঘণ্টা আগে

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ তাঁর বক্তব্যে এআই দক্ষতার উন্নয়ন ও শিক্ষার্থীদের বৈশ্বিক সুযোগ-সুবিধা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে জানানো হয়, অলিম্পিয়াডটি দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে—আঞ্চলিক রাউন্ড ও জাতীয় রাউন্ড। জাতীয় পর্বের শীর্ষস্থানীয় প্রতিযোগীদের জাতীয় এআই ক্যাম্পে সুযোগ দেওয়া হবে। সেখান থেকে আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড ও গ্লোবাল এআই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হবে। উল্লেখ্য, চলতি বছরের ২-৯ আগস্ট চীনের রাজধানী বেইজিংয়ে এবারের আন্তর্জাতিক অলিম্পিয়াড ইন এআই (IOAI) অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান, বিইউবিটির রেজিস্ট্রার মো.

হারুন-অর-রশিদ, উভয় প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা, বিভিন্ন অনুষদের ডিন এবং বিইউবিটি আইকিউএসি ও বিআরআইসির পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ প্রমুখ। আয়োজনের ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো ও বিজ্ঞান চিন্তা।

আরও পড়ুনন্যাশনাল এআই আর্ট-এ-থন প্রতিযোগিতা: মোট পুরস্কার ৬ লাখ টাকা৫ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল ইনট ল জ ন স আর ট ফ শ য অন ষ ঠ ন ব ইউব ট

এছাড়াও পড়ুন:

নোয়াখালীর চৌমুহনীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৫

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে তাঁরা চৌমুহনী রেললাইন সড়ক থেকে মিছিল বের করেন। সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব নিজের ফেসবুকে ঝটিকা মিছিলটি লাইভ প্রচার করেন। পরে সন্ধ্যা সাতটা পর্যন্ত বেগমগঞ্জ থানার পুলিশ মিছিলে অংশগ্রহণকারী পাঁচজন নেতা-কর্মীকে আটক করে।

ফেসবুকে প্রচার করা ভিডিও পর্যবেক্ষণ করে এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেলে পৌনে চারটার দিকে উপজেলার চৌমুহনী রেলস্টেশন এলাকা থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি রেললাইনের পশ্চিম পাশের সড়ক দিয়ে রেলগেট হয়ে শহরের ব্যস্ততম ফেনী-চৌমুহনী মহাসড়কে ওঠে। মিছিলকারীদের হাতে ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা ব্যানার ছিল। ২৫ থেকে ৩০ জন কিশোর ও তরুণ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি মহাসড়কের প্রায় ২০০ গজ অতিক্রম করে শহরের হাসান সড়কের মাথায় গিয়ে শেষ হয়।

জানতে চাইলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন। প্রথম আলোকে তিনি বলেন, মিছিলকারীদের ধরতে অভিযান চলছে। তিনি নিজেই অভিযানে ব্যস্ত আছেন। এখন পর্যন্ত (সন্ধ্যা সাতটা) পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, সবাই চিহ্নিত। গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

সম্পর্কিত নিবন্ধ